লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Jagaddhatri: স্বয়ম্ভু আর উৎসবকে পাশাপাশি বসিয়ে ষষ্ঠী দিল শাশুড়ি মা! ‘জগদ্ধাত্রী’তে জমজমাট জামাইষষ্ঠী!

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Jagaddhatri: জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রী (Jagaddhatri)। বর্তমানে রীতিমতো জমে উঠেছে এই ধারাবাহিক। মুখার্জি বাড়ির দুই বউ জগদ্ধাত্রী আর মেহেন্দি। দুজনেই আবার সম্পর্কে দুই বোন। ছোট থেকেই জগদ্ধাত্রীকে অপছন্দ করে এসেছে মেহেন্দি। জগদ্ধাত্রীদের ক্ষতি চেয়ে এসেছে সে। কিন্তু উৎসবকে তিনবার মৃত্যুর হাত থেকে বাঁচানোর পর মেহেন্দির চোখ খুলে গেছে। এদিকে চলে এসেছে জামাই ষষ্ঠী।
স্বয়ম্ভুকে যাতে জগদ্ধাত্রীর মা ষষ্ঠী দেন, তার জন্য জম্পেশ প্লান করা হয়েছে।

জামাইষষ্ঠী পর্বে জমজমাট জগদ্ধাত্রী!

জি বাংলার অন্যান্য ধারাবাহিকের মতো জগদ্ধাত্রী ধারাবাহিকেও জমে উঠেছে জামাইষষ্ঠী পর্ব। এই ধারাবাহিকের জামাই স্বয়ম্ভু এবং মেয়ে জগদ্ধাত্রী আসবে বাড়ি। কিন্তু জগদ্ধাত্রী ভাবছে, তাঁর সৎমা কি আদৌ জামাই স্বয়ম্ভুকে ষষ্ঠী দেবে? কিন্তু এই সমস্যার সমাধান করেছে মেহেন্দি, কৌশিকী। এক প্রোমোতে দেখা যাচ্ছে, কৌশিকী বলছে দুর্দান্ত একটা প্ল্যান করা হয়েছে।

এমন প্ল্যান করা হয়েছে যে, চমকে যাবে সবাই। এরপর দেখা যায়, জামাইয়ের সাজে মাছ আর মিষ্টি নিয়ে শ্বশুরবাড়ি হাজির হয়েছে স্বয়ম্ভু। সেখানে স্বয়ম্ভুকে দেখে তেলে বেগুনে জ্বলে ওঠে উৎসব মুখার্জী। জগদ্ধাত্রী আর স্বয়ম্ভু এসব কান্ড দেখে অবাক হয়ে যায়। পাশে দাঁড়িয়ে মেহেন্দি তখন বলে, সেই বাজি জিতে গেছে।

WhatsApp Group Join Now

মেহেন্দি বাজি ধরেছিল, স্বয়ম্ভু আর উৎসবকে তাঁর মা পাশাপাশি বসিয়ে ষষ্ঠী দেবে। আর সেটাই সে করে দেখিয়েছে। বেজায় আনন্দে হাততালি দিয়ে ওঠে মেহেন্দি। এরপরই দেখা যায় স্বয়ম্ভু আর উৎসব পাশাপাশি বসে পড়েছে, মিষ্টি আর থালা ভর্তি খাবার সাজিয়ে দুই জামাইয়ের সামনে রেখেছেন জগদ্ধাত্রীর মা। শুধু তাই নয়, জামাইকে বাতাস করতে পাখা চেয়ে নেন জগদ্ধাত্রীর মা। গোটা বিষয়টিতে খুব আনন্দিত জগদ্ধাত্রী নিজেও।

আরও পড়ুন: Alor Kole: ‘আলোর কোলে’ ধারাবাহিকে অভিষেক হল নতুন নায়ক ঋষভ বসুর! বদলে যাচ্ছে মেগার গল্প?

কিন্তু কিভাবে এই অসম্ভব সম্ভব হলো, জামাইষষ্ঠী পর্বে দর্শকদের জন্য কি চমক থাকছে জি বাংলার পর্দায়, সবটা জানতে হলে দেখতে হবে জগদ্ধাত্রী। এদিকে মেহেন্দি আর জগদ্ধাত্রীর মধ্যে সদ্ভাব বেশ নজর কাড়ছে সবার। ধীরে ধীরে ধারাবাহিকের টিআরপি বাড়তে পারে। গত কয়েক সপ্তাহ ধরে স্লট হারা জগদ্ধাত্রী। ‌আশা করা যায় এবার বাড়বে টিআরপি।

About Author
Adhrit Roy

বিগত প্রায় চার বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।