লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Summer Vacation: ফের আবারো গরমের ছুটি বাড়িয়ে দেওয়া হলো সরকারি স্কুলগুলিতে, কবে খুলবে রাজ্যের স্কুলগুলি?

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Summer Vacation: আগামী কয়েক দিন অসহ্য তাপমাত্রা থেকে রেহাই পাওয়ার কোনো সম্ভাবনাই নেই এ কথা আগেই জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে। বর্ষা আসতে এখনো কয়েক সপ্তাহ সময় লাগবে। তবে জুন মাসের ১৪ তারিখ নাগাত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এই বছর এপ্রিল মাসেই অসহ্য গরমের জন্য পড়ুয়াদের কথা মাথায় রেখে স্কুল গুলিতে তাড়াতাড়ি ছুটি দিয়ে দেওয়া হয়েছিল। গত ১০ই জুন স্কুল খোলার কথা ছিল, তবে জানা গিয়েছে এখনই খুলছে না স্কুল গুলি। তবে কখনোই আর গরমের ছুটি বাড়ানোর প্রসঙ্গে কোনো ছুটি দেওয়ার কথা বলা হয়নি। তবে আবার কিসের ছুটি দেওয়া হচ্ছে স্কুল গুলিতে?

আবার কেন ছুটি ঘোষণা করা হয়েছে?

এমনিতেই অসহ্য গরম ও ভোটের কারণে অনেকদিন বন্ধ ছিল স্কুল গুলি। তাই অভিভাবকরা আর কোনো ছুটি চাইছেন না। অভিভাবকদের একাংশ তো দাবি তুলেছিলেন মর্নিং স্কুল করে দেওয়ার জন্য, যেহেতু এখন প্রচন্ড ভ্যাপসা গরম তাই। তবে নতুন করে গরমের ছুটি পড়ার পক্ষে কোন অভিভাবকই নয়। তবে বুধবার অর্থাৎ ১২ই জুন জামাইষষ্ঠীর উপলক্ষে সব ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি স্কুল ও অফিস বন্ধ থাকছে ঐদিন। তারপর সোমবার আবারও ছুটি রয়েছে, সোমবার বখরি ঈদ সেই উপলক্ষে ও বিদ্যালয় এর পঠন পাঠন বন্ধ থাকবে।

মে মাস থেকে সরকারি স্কুলগুলিতে গরমের ছুটি পড়ার কথা। তবে এই বছর অসহ্য গরম পড়ার কারণে এপ্রিলেই ছুটি দেওয়া হয়েছে সব সরকারি স্কুল গুলিতে। এপ্রিল মাসের ২২ তারিখ থেকেই ছুটি ঘোষণা করা হয়। ৩রা জুন থেকে শিক্ষক শিক্ষিকারা স্কুলে গেলেও, ভোটের কারণে পড়ুয়াদের জন্য স্কুল চালু হয় ১০ই জুন থেকে।

WhatsApp Group Join Now

আরও পড়ুন: New Holiday: এযেন মেঘ না চাইতেই জল! জামাইষষ্ঠী উপলক্ষে রাজ্য সরকারের কর্মীদের বড় উপহার মুখ্যমন্ত্রীর!

আসলে ভোটের নির্বাচনের ফলাফল বেরোনোর পরে ঘরগুলি ক্লাস নেওয়ার উপযুক্ত ছিল না, সেখানে সেনাবাহিনীরা ছিলেন, যার ফলে বিদ্যালয়গুলি পরিষ্কার করতে অনেক সময় লাগতে পারে। সেই জন্য সিদ্ধান্ত নেওয়া হয়, ১০ তারিখ থেকে বিদ্যালয়গুলি খোলা হবে। তাই গতকাল থেকে স্কুল গুলি খোলা হয়েছে ছাত্র ছাত্রীদের জন্য।

About Author
Ankana Chowdhury

নমস্কার আমার নাম অঙ্কনা চৌধুরী। আমি বিগত দু'বছর ধরে ডিজিটাল মিডিয়াতে কাজের সঙ্গে যুক্ত রয়েছি। এই দু বছরে আমি বিভিন্ন ধরনের বিষয়ের উপরে জেনারেল নিউজ লিখেছি। এবং বর্তমানে আমি অনেকটাই কাজ শিখে এই জেনারেল নিউজ লেখায় নিজেকে সাবলীল করে তুলেছি। এই কয়েক বছরে আমার অভিজ্ঞতা ভীষণই ভালো।