লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Summer Holidays: ফের গরমের তাপপ্রবাহের জেরে বাড়ল স্কুলগুলোর গরমের ছুটি

Updated on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Summer Holidays: রাজ্যে হুহু করে বাড়ছে তাপমাত্রা। জুনের প্রথম সপ্তাহে বর্ষা ঢোকার কথা হলেও তাপমাত্রা যেভাবে বাড়ছে তাতে করে নাজেহাল অবস্থা রাজ্যবাসীর। ইতিমধ্যে রাজধানী শহরে দিল্লিতে তাপমাত্রা হাফ সেঞ্চুরি ছাড়িয়ে গিয়েছে, রেহাই পায়নি উত্তর ভারতের বাকি রাজ্যগুলো। এই পরিস্থিতিতে স্কুলের পড়ুয়াদের কথা মাথায় রেখে স্কুল বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে একাধিক রাজ্য।

বিহার : যেমন ইতিমধ্যে বিহারে অতিরিক্ত তাপমাত্রার কারণে অসুস্থ হয়ে পড়েছে একাধিক স্কুল পড়ুয়ারা। আর সেই কথা চিন্তা করেই বিহারের সরকার একাধিক সরকারি ও বেসরকারি স্কুলগুলিতে গরমের ছুটি ঘোষণা করেছে। জুনের ৮ তারিখ পর্যন্ত সবকটি স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে (Summer Holidays)। মুখ্য সচিবের সহ প্রশাসনের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত বলেই জানিয়েছে স্কুল শিক্ষা দফতর।

রাজস্থান : গরমের ছুটির নির্ধারিত সময়ের আগেই রাজস্থান সরকার গত ১৭ই মে থেকে স্কুল গুলিতে গরমের ছুটি ঘোষণা করেছিল। ছুটি থাকবে ৩০ জুন পর্যন্ত। অতিরিক্ত গরমের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মধ্যপ্রদেশ : গরমের তাপপ্রবাহে নাজেহাল অবস্থা মধ্যপ্রদেশবাসীর। অসুস্থ হয়ে পড়ছে পড়ুয়ারাও। তাই গরমের ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। ৩০ জুন পর্যন্ত স্কুল গুলিতে গরমের ছুটি থাকবে। এর আগে ১৫ জুন পর্যন্ত ঘোষণা করা হলেও পরে পরিস্থিতি বুঝে বাড়িয়ে দেওয়া হয়েছে গরমের ছুটি।

WhatsApp Group Join Now

উত্তরপ্রদেশ : অন্যদিকে তাপমাত্রা ঊর্ধ্বমুখী উত্তরপ্রদেশেও। স্কুল গুলিতে গরমের ছুটি চলবে আগামী ১৮ জুন পর্যন্ত। পড়ুয়াদের পঠনপাঠন যাতে সমস্যা না হয়, তাই বাড়ির কাজের উপর জোর দিচ্ছে স্কুলগুলি।

আরও পড়ুন: Soumitrisha Kundu: বাংলা জুড়ে সবুজ ঝড়; তৃণমূলের জয়ে সবুজ হৃদয়ের ইমোজি শেয়ার সৌমিতৃষার! বেজায় খুশি মিঠাইরানী

দিল্লি: প্রতিবছর দিল্লির স্কুলগুলিতে গরমের ছুটি শুরু হয় ১১ মে থেকে। গত সপ্তাহে তাপমাত্রার পারদ ৪৫ ডিগ্রি পেরিয়ে যাওয়ায় অন্যান্য স্কুলগুলিও বন্ধের নির্দেশ দেওয়া হয় দিল্লি সরকারের পক্ষ থেকে। তাপপ্রবাহের পরিস্থিতিতে দিল্লিতে স্কুল বন্ধ থাকবে ৫০ দিন।

About Author
Ankana Chowdhury

নমস্কার আমার নাম অঙ্কনা চৌধুরী। আমি বিগত দু'বছর ধরে ডিজিটাল মিডিয়াতে কাজের সঙ্গে যুক্ত রয়েছি। এই দু বছরে আমি বিভিন্ন ধরনের বিষয়ের উপরে জেনারেল নিউজ লিখেছি। এবং বর্তমানে আমি অনেকটাই কাজ শিখে এই জেনারেল নিউজ লেখায় নিজেকে সাবলীল করে তুলেছি। এই কয়েক বছরে আমার অভিজ্ঞতা ভীষণই ভালো।