সমুদ্র সৈকতের শহর দিঘা (Digha) যেন এখন এক ভিন্ন উৎসবের রঙে রঙিন। রাজ্য সরকারের উদ্যোগে তৈরি হওয়া জগন্নাথ মন্দির (Jagannath Temple) উদ্বোধনের আগেই শহরজুড়ে তৈরি হয়েছে বিপুল উদ্দীপনা। আগামী ৩০ এপ্রিল, অক্ষয় তৃতীয়া (Akshaya Tritiya)-র দিন, এই মন্দিরের দ্বার খুলবে সাধারণ মানুষের জন্য। ধর্মপ্রাণ ভক্ত থেকে শুরু করে সাধারণ পর্যটক – সবাই তৈরি হচ্ছেন এই বিশেষ দিনে দিঘা পৌঁছানোর জন্য।
দিঘায় যাওয়ার পরিকল্পনায় সাধারণ মানুষের উত্তেজনা (Travel Plans for Digha Tourists)
বছরের অন্য সময়ের তুলনায় এখন দিঘায় যাওয়ার পরিকল্পনা করছেন অনেক বেশি মানুষ। কেউ পরিবার নিয়ে যাচ্ছেন, কেউ বা বন্ধুবান্ধব মিলে। হাওড়া (Howrah), পাঁশকুড়া (Panskura), কাঁথি (Contai) সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন দিঘায় যাওয়ার আগ্রহ দেখাচ্ছেন। ফলে ট্রেন, বাস এবং অন্যান্য পরিবহনে চাপ বাড়তে শুরু করেছে ইতিমধ্যেই।
স্পেশাল ট্রেন নিয়ে রেলের পরিকল্পনা (Special Train Announcement by Railway)
এই চাপ সামলাতে দক্ষিণ-পূর্ব রেল (South Eastern Railway) ঘোষণা করেছিল কিছু বিশেষ ট্রেন (Special Trains)। হাওড়া–দিঘা (Howrah–Digha) এবং পাঁশকুড়া–দিঘা (Panskura–Digha) রুটে ২৬ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত স্পেশাল ইএমইউ (EMU) ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এর ফলে অনেকেই আশা করেছিলেন, দিঘায় যাত্রা আরও মসৃণ হবে। কিন্তু তাতেই বাধ সাধে এক অপ্রত্যাশিত খবর।
হঠাৎ সিদ্ধান্ত বদলে বিতর্কের সৃষ্টি (Sudden Cancellation Sparks Controversy)
হঠাৎ করেই রেল কর্তৃপক্ষ জানিয়ে দেয়, পরিচালনাগত (Operational) কারণে বাতিল করা হচ্ছে এই স্পেশাল ট্রেন গুলি। এই ঘোষণায় সাধারণ যাত্রী থেকে শুরু করে পর্যটক—সবাই পড়েছেন সমস্যায়। বর্তমানে হাওড়া থেকে দিঘার উদ্দেশে চলাচল করে শুধুমাত্র তাম্রলিপ্ত (Tamluk) ও কাণ্ডারী এক্সপ্রেস (Kandari Express)। ফলে এই ট্রেনগুলিতে ব্যাপক ভিড় বাড়ার আশঙ্কা। বিরোধীরা বলছেন, রাজ্য সরকারের উদ্যোগে যাতে লোকজন না পৌঁছতে পারে, সেই কারণেই কেন্দ্রীয় সরকারের এই পরিকল্পনা।
রেলের সিদ্ধান্তে জনমনে হতাশা, ভবিষ্যতের দাবি (Public Discontent and Future Demands)
এই আকস্মিক সিদ্ধান্তে ক্ষুব্ধ সাধারণ মানুষ। তাঁদের মতে, এত বড় একটি আয়োজনের আগে রেলের এমন সিদ্ধান্ত প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে খুবই দুর্বল। রাজ্য সরকারের পক্ষ থেকে অভিযোগ উঠেছে, এটা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। দিঘায় যেতে আগ্রহী অনেক যাত্রী এখন বিকল্প পরিবহনের খোঁজ করছেন। আগামীদিনে যাতে কোনও উৎসব বা বিশেষ অনুষ্ঠানের আগে রেল এমন সিদ্ধান্ত পুনরায় না নেয়, সে দিকেও দাবি জানানো হচ্ছে বিভিন্ন মহল থেকে। এই বিশেষ ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ-পূর্ব রেল, যা ২৬ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত চলার কথা ছিল।
নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের Tollywood Online কে।
অবশ্যই দেখবেন: Sealdah Local Train Ladies Coach Update: শিয়ালদহ লোকাল ট্রেনে বড় সিদ্ধান্ত! বাড়ছে মহিলা কামরার সংখ্যা, কেন জানলে অবাক হবেন!
📅 বিষয় | 🔗 লিংক/বিবরণ |
---|---|
🌤 আবহাওয়া আপডেট | ✅ প্রতিদিনের আবহাওয়ার খবর জানতে আমাদের ফলো করুন |
🔮 রাশিফল | ✅ দৈনিক রাশিফল ও জ্যোতিষশাস্ত্রভিত্তিক পরামর্শ |
💬 হোয়াটসঅ্যাপ | 👉 WhatsApp গ্রুপে যোগ দিন |
📢 টেলিগ্রাম | 👉 Telegram চ্যানেল সাবস্ক্রাইব করুন |
📰 অন্যান্য আপডেট | ✅ View More |