লেটেস্ট খবর বিনোদন অফবিট রাশিফল পশ্চিমবঙ্গ ভারত খেলা চাকরি টাকা পয়সা টেক আবহাওয়া পলিসি

South Bengal Weather Update তাপপ্রবাহের মাঝেই বৃষ্টির পূর্বাভাস; সুখবর শোনালো হাওয়া অফিস! জানুন বিস্তারিত

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

South Bengal Weather Update তাপপ্রবাহের মাঝেই বৃষ্টির পূর্বাভাস; সুখবর শোনালো হাওয়া অফিস! জানুন বিস্তারিত

South Bengal Weather Update: চৈত্রের শুরুতেই দাবদাহ গরমে পুড়ছে গোটা বাংলা। তাপমাত্রা বাড়ছে উত্তরোত্তর। ইতিমধ্যে দক্ষিণবঙ্গের ছয় জেলায় তাপপ্রবাহের সতর্কতাও জারি করেছে হাওয়া অফিস। যদিও এর মধ্যে একটু স্বস্তির খবরও মিলেছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুয়ায়ী, আগামী সপ্তাহের শেষে বৃষ্টিতে ভিজতে পারে বাংলা।

ছয় জেলায় জারি তাপপ্রবাহের সতর্কতা:

সবে মাত্র ফাল্গুন বিদায় নিয়েছে বঙ্গ থেকে। আর ঠিক চৈত্রের শুরু থেকেই বসন্তের হাওয়া একপ্রকার উধাও। উত্তোরত্তর বাড়ছে তাপমাত্রার পারদ। গোটা রাজ্যে ছড়িয়ে পড়েছে গরমের তেজ এবং আদ্রতার অস্বস্তি। হাওয়া অফিস জানিয়েছে, সোমবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে প্রবল তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও অস্বস্তিকর গরম অনুভব করবেন সাধারণ মানুষ। সেই কারণে ইতিমধ্যে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

সপ্তাহের শেষে বৃষ্টির পূর্বাভাস:

চৈত্রের শুরুতে এই তীব্র গরমের মাঝেও কিছুটা স্বস্তির খবর দিয়েছে হাওয়া অফিস। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু হতে পারে। কলকাতা সহ প্রায় প্রতিটি জেলায় বিক্ষিপ্ত থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে কিছু কিছু জায়গায় আবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। যদিও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। এই বৃষ্টি চলতে পারে শনিবার পর্যন্ত। গরমের দাপটের পর এই বৃষ্টি যে সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দেবে তা বলাই বাহুল্য। তবে তাপমাত্রার যে খুব রদবদল হবে তেমনটা বলা যাচ্ছেনা।

বৃষ্টি হলেও বাড়বে তাপমাত্রা:

সপ্তাহান্তে বৃষ্টি কিছুটা স্বস্তি দিলেও তাপমাত্রা কমার বদলে আগামী ২ দিনে আরও ২ ডিগ্রি পারদ চড়বে। পাশাপাশি দক্ষিণবঙ্গে পরবর্তী ৩ দিন সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে উত্তরবঙ্গের পরিস্থিতি খুব একটা ভালো যাবে না। উত্তরবঙ্গেও তাপমাত্রা আরও বৃদ্ধি পাবে। কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে রবিবার বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তরবঙ্গের অন্য কোথাও আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।

About Author