লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Sourav Ganguly: সৌরভ গাঙ্গুলী থাকবে না দাদার দ্বিতীয় বিয়েতে, তবে কি সৌরভ খুশি হয়নি এই বিয়েতে!

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Sourav Ganguly: রাত পোহালেই নতুন জীবন শুরু করছেন সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। ৫৯ বছর বয়সে এসে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসবেন সৌরভ গাঙ্গুলী দাদা। পাত্রী হলেন স্নেহাশিসের দীর্ঘদিনের প্রেমিকা তথা লিভ ইন পার্টনার অর্পিতা চট্টোপাধ্যায়। নৃত্যশিল্পী মম গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দাম্পত্য টেকেনি স্নেহাশিসের সাথে। সিএবি প্রেসিডেন্টের এক মেয়ে আছে। রবিবার দাদার বিয়ের আসরে থাকবেন না সৌরভ গাঙ্গুলী, হ্যাঁ এমনই ঘনিষ্ঠ সূত্রের খবর। কলকাতায় থাকলেও ভাসুরের বিয়েতে নাও যেতে পারেন ডোনা গাঙ্গুলীও।

সূত্রে খবর, সৌরভ (Sourav Ganguly) ও ডোনা লন্ডনে ছুটি কাটিয়ে কলকাতায় ফিরেছেন। কিন্তু রবিবার আইসিসির বৈঠকে যোগ দিতে শ্রীলঙ্কায় উড়ে যাবেন দাদা সৌরভ গাঙ্গুলী। সেইকারণেই তিনি দাদার খুশিতে সামিল হতে পারবেন না। তবে ৭ই অগস্ট স্নেহাশিস-অর্পিতার গ্র্যান্ড রিসেপশনে হাজির থাকবেন সৌরভ ও ডোনা, খবর তেমনটাই পাওয়া যাচ্ছে। ইএম বাইপাস লাগোয়া সাততারা হোটেলে বসবে গোটা অনুষ্ঠান। হাজির থাকবেন গাঙ্গুলি পরিবারের ঘনিষ্ঠরাও, উপস্থিত থাকবেন স্নেহাশিসের বন্ধুরাও।

বেহালার বিখ্যাত মঙ্গলচণ্ডী ভবনে বিয়ে হচ্ছে না স্নেহাশিস ও অর্পিতার। বরং যে ফ্ল্যাটে অর্পিতাকে নিয়ে থাকেন সিএবি প্রেসিডেন্ট সেখানেই বসবে বিয়ের ঘরোয়া আসর। সই-সাবুদ করে বিয়ে হবে রবিবাসরীয় দুপুরে। শারীরিক অসুস্থতার জন্য সৌরভের মা নিরুপমা দেবীও স্নেহাশিসের বিয়েতে যোগ দিতে পারবেন না সূত্রে খবর।

জানা যাচ্ছে, স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের হয়ে রেজিস্ট্রিতে সই করবেন সঞ্জয় দাস। শালিনী বিশ্বাস স্নেহাশিসের হবু স্ত্রীয়ের সাক্ষী হিসাবে স্বাক্ষর করবেন। স্নেহাশিসের মতো এটা অর্পিতারও দ্বিতীয় বিয়ে। এই সুন্দরী আগে বিয়ে করেছিলেন অজন্তা ফুটওয়ারের মালিককে। টেকেনি দাম্পত জীবন। স্নেহাশিসের হাত ধরে নতুন করে শুরু করছেন অর্পিতা আবারও।

WhatsApp Group Join Now

স্নেহাশিস-অর্পিতার রিসেপশনের আমন্ত্রণ পত্রে আরএসভিপি হিসাবে থাকছে সৌরভ ও ডোনার নাম ও ফোন নম্বরে। সুতরাং তাঁদের রিসেপশনের দায়িত্বে ভাই এবং ভাইয়ের বউ থাকছেন তা স্পষ্ট জানা যাচ্ছে। জেঠুর বিয়েতে সানা কি আসছে! সম্ভাবনা রয়েছে সূত্রে খবর।

২০২৩ সালেই স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগ এনেছিলেন তাঁর প্রথম পক্ষের স্ত্রী মোম গঙ্গোপাধ্যায়, তিনি FIR ও দায়ের করেছিলেন। এরপরে স্নেহাশিস মোমের বিবাহ-বিচ্ছেদ হয়ে যায়। প্রাক্তন স্ত্রীকে খোরপোশ বাবদ মোটা টাকা (শোনা যায় ৫ কোটি টাকা) এবং একটি ফ্ল্যাট দিয়েছেন স্নেহাশিস গঙ্গোপাধ্যায়।

ক্রিকেট অ্যাসোসিয়েশন বেঙ্গল (CAB) র সভাপতি পদে রয়েছেন স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, এর আগে সচিব পদেও তিনি ছিলেন। একসময় তিনিও চুটিয়ে ক্রিকেট খেলেছিলেন। দাদা স্নেহাশিসের হাত ধরেই ক্রিকেট জীবনে পা রেখেছিলেন সৌরভ গাঙ্গুলী। তিনি ক্রিকেট খেলার সময় স্নেহাশিসের হাত ধরে বহু ম্যাচ জিতেছে বাংলার ক্রিকেট দলও। তবে ১৯৯০ সালে তিনি চোট পাওয়ায় রঞ্জি ট্রফির ফাইনালে খেলার সুযোগ পেয়েছিলেন সৌরভ, সেবারে বাংলা চ্যাম্পিয়নও হয়েছিল। পরবর্তী সময় ক্রিকেট অ্যাসোসিয়েশন বেঙ্গল (CAB) প্রশাসক হিসাবে তাঁর হাত ধরেই ইডেনে, গ্যালরি, ক্লাব হাউস সবকিছুরই অনেক উন্নতি হয়েছে।

আরও পড়ুন: ভুলে টাকা পাঠিয়েছেন UPI-তে! এই ছোট্ট কাজেই ফেরত আসবে টাকা! জানুন বিস্তারিত

About Author
Adhrit Roy

বিগত প্রায় চার বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।