লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Sourav Ganguly: শতাব্দী প্রাচীন ক্লাবের প্রেসিডেন্ট পদে সৌরভ! নতুন কৌশল নিয়ে উত্তেজনা বাংলার ক্রিকেটে

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Sourav Ganguly: আরেক নতুন যাত্রা শুরু হল সৌরভ গাঙ্গুলীর (Sourav Ganguly)। কলকাতার এরিয়ান ক্লাবের সভাপতি হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বর্তমানে আরজিকর কাণ্ডে তোলপাড় গোটা দেশ। শুধুমাত্র রাজ্যের মানুষ নয় দেশের কোনায় কোনায় আন্দোলন করা হচ্ছে, প্রতিবাদ জানানো হচ্ছে এই ঘটনায়। প্রত্যেকেই বিচার চাইছেন, চাইছে মেয়েদের সুরক্ষা। সেলিব্রেটি থেকে শুরু করে ক্রিকেট জগতের একাধিক তারকারা এই অন্যায়ের প্রতিবাদ করেছেন।

এইসবের মাঝেই কিছুটা গোপনেই এরিয়ান ক্লাবের সভাপতি নির্বাচিত হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। দু-দিন আগেই এরিয়ান ক্লাবের কর্মসমিতির সভা হয়েছিল। সেখানেই সৌরভকে সভাপতি পদে বসানো হয়। ময়দানে জোর গুঞ্জন, ফের একবার সিএবির সভাপতি হতে চান মহারাজ। তাই এরিয়ান ক্লাবের হয়ে সিএবিতে এখন থেকে প্রতিনিধিত্ব করতে শুরু করলেন তিনি।

ইস্টবেঙ্গলের মাঠ-তুতো ক্লাব এরিয়ানের কর্তা তপেন্দ্র নারায়ণ চৌধুরি কয়েক সপ্তাহ আগেই প্রয়াত হয়েছেন। তাঁর-ই জায়গায় সভাপতির চেয়ারে বসলেন সৌরভ গাঙ্গুলী। কিছুদিন আগে আরজিকর কাণ্ডে নিজের বক্তব্য রেখে সোশ্যাল মিডিয়ায় সাধারণ মানুষের রোষ এর মুখে পড়েছেন সৌরভ গাঙ্গুলী। তারপর শ্রীলেখা তাঁকে রাস্তায় নেমে তুলোধোনা করেন।

স্বস্তিকা ফেসবুকে লিখে দেন, দাদাগিরিতে কোনওদিন যাবেন না। কয়েক সপ্তাহ আগেই ইস্টবেঙ্গল এবং মোহনবাগান দুই ক্লাবের তরফেই সম্মানিত হয়েছেন সৌরভ। এটিকে মোহনবাগানের অন্যতম অংশীদার ছিলেন মহাতারকা। পরে বোর্ড সভাপতি হওয়ার পর স্বার্থ-সংঘাতের ইস্যুতে পদ ছেড়ে দিতে বাধ্য হন।

WhatsApp Group Join Now

এরিয়ান ক্লাব কর্তা সমর পাল সৌরভ গঙ্গোপাধ্যায়ের সিএবি স্ট্র্যাটেজি অবশ্য উড়িয়ে দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে বলেছেন, “উনি আন্তর্জাতিক ক্রিকেটার। সিএবি সভাপতি হওয়ার জন্য কোনও ক্লাবের প্রতিনিধিত্ব দরকার নেই। আসলে আমরাই ওঁর কাছে প্রেসিডেন্ট হওয়ার প্রস্তাব নিয়ে যাই। উনি রাজি হয়েছেন। উনি, ওঁর পরিবার দীর্ঘদিন আমাদের ক্লাবের সঙ্গে যুক্ত। ক্লাবের ক্রিকেট, ফুটবল দলকে ঢেলে সাজানোর প্রতিশ্রুতি উনি দিয়েছেন আমাদের।”

আরও পড়ুন: Neem Phooler Madhu: বর্ষার মৃত্যুতেই হবে ইন্দ্রকুমারের পর্দাফাঁস! দোষীকে ধরতে জব্বর প্ল্যান পর্ণার; দেখুন ভিডিও

About Author
Ankana Chowdhury

নমস্কার আমার নাম অঙ্কনা চৌধুরী। আমি বিগত দু'বছর ধরে ডিজিটাল মিডিয়াতে কাজের সঙ্গে যুক্ত রয়েছি। এই দু বছরে আমি বিভিন্ন ধরনের বিষয়ের উপরে জেনারেল নিউজ লিখেছি। এবং বর্তমানে আমি অনেকটাই কাজ শিখে এই জেনারেল নিউজ লেখায় নিজেকে সাবলীল করে তুলেছি। এই কয়েক বছরে আমার অভিজ্ঞতা ভীষণই ভালো।