লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Sourav Ganguly: শালবনি নয়, পশ্চিমবঙ্গের এই জায়গাতে তৈরি হবে সৌরভ গাঙ্গুলীর ইস্পাত শিল্পের কারখানা

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Sourav Ganguly: ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন খেলোয়ার তথা বাংলার মহারাজ সৌরভ গাঙ্গুলীর (Sourav Ganguly) কথা আলাদা করে আর কিছুই বলার নেই। ক্রিকেট জগতে তার নাম খ্যাতি ছড়িয়ে রয়েছে। তবে এবারে ক্রিকেট জগত থেকে বেরিয়ে এসে সম্পূর্ণ আলাদা রূপে দেখা যাবে সৌরভ গাঙ্গুলিকে। বেশ কয়েকদিন ধরেই জল্পনা উঠেছিল যে সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রস্তাবিত ইস্পাত কারখানা হয়তো হতে পারে পশ্চিম মেদিনীপুরের গড়বেতাতে। স

রকারের পক্ষ থেকে এ বিষয়ে স্পষ্টভাবে কোন তথ্য প্রকাশ্যে আসেনি। তাহলে কি ইস্পাত কারখানা অন্য জায়গায় করা হবে? সেই নিয়েই এখন রয়েছে ধোঁয়াশা। সূত্রের খবর অনুযায়ী সরকারি সিদ্ধান্ত অনুযায়ী চন্দ্রকোনা রোডের প্রয়াগ ফিল্ম সিটির একাংশেই গড়ে উঠবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ইস্পাত শিল্পের কারখানা।

বেশ কয়েকদিন ধরেই ফিল্ম সিটির পরিত্যক্ত জমিতে ডব্লুবিআইডিসি, ভূমি ও ভূমি-রাজস্ব দপ্তরের আধিকারিকরা যাচ্ছেন। এমনকি সেখানে রীতিমতো চলছে মাপামাপি হচ্ছে জমি জায়গা। সরকারি অফিসারদের কার্যকলাপ এমনটাই ইঙ্গিত করছে।

অনেকদিন আগে থেকেই ফিল্মসিটির জায়গা সরকার অধিকৃত করেছিল। সেই জমি থেকেই প্রায় ৩১৫ একর জমি রাজ্য শিল্পোন্নয়ন নিগমকে হস্তান্তর করা হয়েছে। সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে যে সৌরভ গঙ্গোপাধ্যায় এর সংস্থাকে এখান থেকেই জমি হস্তান্তর করা হয়েছে। যদিও এই ব্যাপারে জেলার জেলাশাসক থেকে বিডিও কেউই মুখ খোলেনি।

WhatsApp Group Join Now

সব প্রশ্নের উত্তর লুকানো আছে শিল্পোন্নয়ন নিগম এর কাছে।  নিগম এই ব্যাপারে কোন কিছুই স্পষ্ট ভাবে বলেনি। আগামী শুক্রবার রাজ্য শিল্প উন্নয়ন নিগম এই বিষয়ের উপর একটি মিটিং করতে চলেছেন। এই বৈঠকে পশ্চিম মেদিনীপুরের জেলা প্রশাসনও উপস্থিত থাকবে বলে সূত্রের খবর জানানো হয়েছে।

সম্প্রতি রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পেনের মাদ্রিদে বাণিজ্য সম্মেলনে উপস্থিত ছিলেন। স্পেনের সেই সফরে সৌরভ গঙ্গোপাধ্যায় ছিলেন তার সফরসঙ্গী। সেই সফরেই কি তবে সব কথাবার্তা পাকা হয়ে গেছিল? এই বাণিজ্যিক সম্মেলনের একটি অনুষ্ঠানে এই কারখানা নির্মাণের প্রসঙ্গ তুলেছেন স্বয়ং প্রাক্তন ভারত অধিনায়ক।

প্রথমে অবশ্য এই কারখানা নির্মাণের জন্য বেছে নেওয়া হয়েছিল শালবনিকে। কিন্তু পরবর্তীকালে সৌরভ গাঙ্গুলী নিজেই এই কারখানার স্থান পরিবর্তনের সিদ্ধান্ত নেয়। নবান্ন সূত্রের খবর, গত ডিসেম্বরে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই জমি হস্তান্তর নিয়ে সিদ্ধান্ত হয়। অবশেষে রাজ্য সরকার কি সিদ্ধান্ত নেয় সেটাই এখন দেখার।

আরও পড়ুন: Free Ration Scheme: ফ্রি চাল-গম দেওয়া বন্ধ হবে? বাজেটে রেশন গ্রাহকদের নিয়ে বড় ঘোষণা অর্থমন্ত্রীর

About Author
Ankana Chowdhury

নমস্কার আমার নাম অঙ্কনা চৌধুরী। আমি বিগত দু'বছর ধরে ডিজিটাল মিডিয়াতে কাজের সঙ্গে যুক্ত রয়েছি। এই দু বছরে আমি বিভিন্ন ধরনের বিষয়ের উপরে জেনারেল নিউজ লিখেছি। এবং বর্তমানে আমি অনেকটাই কাজ শিখে এই জেনারেল নিউজ লেখায় নিজেকে সাবলীল করে তুলেছি। এই কয়েক বছরে আমার অভিজ্ঞতা ভীষণই ভালো।