লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Sourav Ganguly: ‘টাকার জন্য সব কিছু করতে…’,সৌরভের এই কাণ্ডে তীব্র প্রতিক্রিয়া জানাল নেটিজেনরা

Updated on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Sourav Ganguly: বাংলার মহারাজ বলতেই আমাদের চোখের সামনে ফুটে ওঠে ক্রিকেট জগতের কিংবদন্তি সৌরভ গাঙ্গুলীর ছবি (Sourav Ganguly)। তিনি আমাদের বাংলার গর্ব। ক্রিকেট জগৎ তে তার একাধিক প্রতিদান রয়েছে, যা হয়তো কোনদিনই ভুলবেনা ক্রিকেটপ্রেমীরা। খেলার ময়দান হোক বা দাদাগিরির মঞ্চ সব জায়গাতেই তিনি সকলের প্রিয় দাদা হিসেবে পরিচিত।

সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly) হলেন এমন একজন ব্যক্তি যাকে নিয়ে কখনো কোন কটূ কথা হয়নি, তাকে নিয়ে কখনো কাঁদা ছড়াছড়ি হয়নি। তবে এবারে সোশ্যাল মিডিয়ায় সেই সমালোচনার মুখে পড়তে হলো মহারাজকে। একদল মানুষ রাগে ফেটে পড়লেন সৌরভ গাঙ্গুলীর এই কাণ্ডে। তবে এবার কী এমন ঘটল, যা নিয়ে বেজায় কথা শুনতে হচ্ছে তাঁকে?

সম্প্রতি এক ভিডিয়ো ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় টলিউড অনলাইনের পেজ থেকে শেয়ার হওয়া এই ভিডিয়োতে দেখা যাচ্ছে এক রান্নার তেল সংস্থার বিজ্ঞাপনের জন্য পথে নেমেছিলেন তিনি। যেখানে ইলিশ মাছ রান্নার মাধ্যমে ওই তেলের বিজ্ঞাপন দেওয়া হচ্ছে। পাশে দাঁড়িয়ে এক প্রবীণ মহিলা শিখিয়ে দিচ্ছিলেন তাঁকে রান্না করতে।

WhatsApp Group Join Now

এই ভিডিয়ো চোখে পড়তেই একশ্রেণি লিখলেন- ‘টাকার বিনিময়ে সব করতে পারে’, কেউ লিখলেন, ‘শিল্প দাদা’। আবার কারও কথায়, ‘টাকার জন্য মানুষ সব কিছ করতে পারে’, কেউ আবার কটাক্ষ করে বললেন, ‘দিন দিন তলিয়ে যাচ্ছে।’ কেউ সৌরভের উদ্দেশে লিখলেন, ‘কী করবে আর কী করবে না, ভেবে পাচ্ছে না’।

এই বিজ্ঞাপনে সৌরভ গাঙ্গুল কে দেখার পরেই কিছু শ্রেণীর মানুষ তাকে নিয়ে ট্রোল, সমালোচনা করছে। অন্যদিকে দাদার ভক্তরা কিন্তু দাদার এই নতুন রূপ দেখে বেজায় আনন্দ পেয়েছে। বর্তমানে একাধিক পেশার সঙ্গে যুক্ত রয়েছেন সৌরভ গাঙ্গুলী। শুরু করছেন নিজের কারখানা। অন্যদিকে ক্রিকেট জগতে তার প্রতিদান ভোলার নয়। এছাড়াও দাদাগিরির মঞ্চে প্রতি সিজনে নতুন রূপে দেখা যায় সৌরভ গাঙ্গুলীকে।

আরও পড়ুন: Weather Forecast: ঘূর্ণাবর্তের জেরে আগামী শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে, ১৫ই আগস্ট এর আগেই ভাসবে এই কয়েকটি জেলা

About Author
Ankana Chowdhury

নমস্কার আমার নাম অঙ্কনা চৌধুরী। আমি বিগত দু'বছর ধরে ডিজিটাল মিডিয়াতে কাজের সঙ্গে যুক্ত রয়েছি। এই দু বছরে আমি বিভিন্ন ধরনের বিষয়ের উপরে জেনারেল নিউজ লিখেছি। এবং বর্তমানে আমি অনেকটাই কাজ শিখে এই জেনারেল নিউজ লেখায় নিজেকে সাবলীল করে তুলেছি। এই কয়েক বছরে আমার অভিজ্ঞতা ভীষণই ভালো।