লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Sourav Ganguly Biopic: সৌরভের বায়োপিকের মুখ্যচরিত্রে আয়ুষ্মান খুরানা! ডোনার চরিত্রে দেখা যাবে কোন অভিনেত্রীকে!

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Sourav Ganguly Biopic: তৈরি হতে চলেছে সৌরভ গাঙ্গুলীর (Sourav Ganguly) বায়োপিক। অনেকদিন আগেই সামনে এসেছিল এই খবর। কিন্তু সৌরভ গাঙ্গুলীর চরিত্রে কে অভিনয় করবেন সেই নিয়ে যথেষ্ট জল্পনা তৈরি হয়েছিল। তাবড় তাবড় অভিনেতাদের নাম সামনে উঠে এসেছিল। যদিও সেই কৌতূহল অনেকদিন আগেই মিটে গেছে। সৌরভ গাঙ্গুলীর চরিত্রে অভিনয় করছেন বলিউড অভিনেতা আয়ুষ্মান। তবে ডোনার চরিত্রে কোন অভিনেত্রী অভিনয় করবেন সেই নিয়ে জল্পনা উঠেছিল তুঙ্গে। তবে এবার সেই বিষয়েও ইঙ্গিত মিলল।

Actress Tripti Dimri Act In Dona’s Character:

জানা গিয়েছে, সানা নাকি চায় ডোনার চরিত্রে তৃপ্তি দিমরি অভিনয় করুক। সৌরভ বলেন, “আয়ুষ্মানের বিপরীতে ডোনার ভূমিকায় অভিনয় করার জন্য সানা পরামর্শ দিয়েছে তৃপ্তি দিমরিকে নিতে। ডোনা তৃপ্তিকে দেখে বলেছে, আমার থেকেও সুন্দরী।” জানা গিয়েছে, স্ক্রিপ্ট লেখার কাজ ইতিমধ্যেই প্রায় শেষ হতে চলেছে। বায়োপিকের (Sourav Ganguly Biopic) পরিচালকের নামও চূড়ান্ত হয়ে গিয়েছে। বিক্রমাদিত্য মোতওয়ান পরিচালনা করবেন এই ছবির। সবকিছু ঠিকঠাক থাকলে দুর্গাপুজোর আগেই খুব সম্ভবত বায়োপিকের শুটিংয়ের কাজ শুরু হয়ে যাবে। স্বাভাবিক ভাবেই ছবির অনেকটাই কলকাতায় শুটিং হবে।

আগেই জানা গিয়েছিল, সৌরভের চরিত্রে রণবীর কাপুর নয় বরং আয়ুষ্মান খুরানা অভিনয় করবেন। এক সাক্ষাৎকারে আয়ুষ্মান জানান, “বরাবরই অভিনয় জীবনে ক্রিকেটারের চরিত্রে অভিনয় করার ইচ্ছে ছিল। খুব শীঘ্রই সেই ইচ্ছেপূরণ হতে চলেছে”। জানা গিয়েছে, ছবির বেশ খানিকটা অংশ শুট হবে লন্ডনে। লর্ডস, নাগপুরেও শ্যুটিং চলবে। সৌরভের বেহালার বাড়ি, জেমস লং সরণির মাঠ কলকাতার এমন একাধিক জায়গায় শ্যুটিং হবে। এখন প্রি-প্রোডাকশনের কাজ চলছে। এখন মাঠের বাইরে সৌরভ গাঙ্গুলি কেমন?

আরও পড়ুন: TRP List: প্রতীক সেনের নতুন ধারাবাহিক আসতেই নিজের জায়গা হারাল নিম ফুল! আবারও শীর্ষ স্থানে ফুলকি! আর কী কী চমক রয়েছে আজকের টিআরপিতে?

তার পরিবারের কাছ থেকে সেই সমস্ত তথ্য নিচ্ছেন পরিচালক ও প্রযোজক। সৌরভের স্ত্রী ডোনা, মা এমনকি শ্বশুর, শাশুড়ির কাছ থেকেও বিভিন্ন অজানা গল্প সংগ্রহ করছেন প্রযোজকরা। জানা গল্পের থেকে অজানা কাহিনী জানতে মানুষের আগ্রহ অনেক বেশি। বিশেষ করে সৌরভ গাঙ্গুলির মত ব্যক্তি যদি হন তাহলে তো কৌতুহল যেন আরো কয়েক গুণ বেড়ে যায়। এর আগেও ক্রিকেট নিয়ে বলিউডে বহু ছবি হয়েছে। কিছুবছর আগেও কপিল দেবের বায়োপিকে দেখা গিয়েছিল রনবির সিংকে। সৌরভ ভক্তরা আশাবাদী হয়ে রয়েছেন ছবির মাধ্যমে বিরাট কিছু দেখার।

WhatsApp Group Join Now
About Author
Neha Basu

বিগত প্রায় ২ বছর ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। যে কোনো ধরনের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।