লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Sourav-Darshana Jamai Sasthi: ইলিশ-চিংড়ি থেকে মাটন, কাঁসার থালায় সাজানো, সৌরভকে জামাইআদরে ভরাল দর্শনার পরিবার

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Sourav-Darshana Jamai Sasthi: প্রথম বছর বিয়ের জামাই ষষ্ঠী মানে তা একটু স্পেশাল হয়েই থাকে। আর এবারে টলিপাড়ায় বেশ কয়েকটা সানাই বেজেছে। টলিপাড়ার অনেক অভিনেতা-অভিনেত্রীরা গাটছরা বেধেছেন। নবদম্পতিদের মধ্যে বলতেই হয় সৌরভ দাস আর দর্শনা বণিকের নাম। গত ডিসেম্বরেই সাত পাকে বাঁধা পড়েছিলেন তারা। তাদের বিয়ে ছিল অন্যতম হাই প্রোফাইল বিয়ে। গা ভর্তি সোনার গয়না থেকে শুরু করে ভিন্টেজ গাড়িতে দর্শনার শ্বশুরবাড়িতে আগমন সবকিছুই ছিল রাজকীয়।

Sourav-Darshana Jamai Sasthi:

দর্শনার নিজের বাড়িতে নয় তার মামার বাড়িতে পালিত হল জামাইষষ্ঠী। বাড়ির ছোট মেয়ের জামাই সৌরভ। ব্যস্ততা রয়েছে সৌরভের সামনেই মুক্তি রয়েছে নতুন ছবির। কিন্তু তাতে কি, হলুদ পাঞ্জাবি আর সাদা চোস্তা প্যান্ট পড়ে বউয়ের মামার বাড়িতে সৌরভ। মিষ্টির হাঁড়ি নিয়ে উপস্থিত হয়েছেন তিনি। দর্শনার গায়ে ছিল হলুদ রঙের শিফন কাপড়। কার সঙ্গে গলায় পুথির মালার সঙ্গে সোনার চোকার।

আরও পড়ুন: Neel-Trina: তৃণার বাড়িতে ধুমধাম জামাইষষ্ঠী! নীলের পাতে পেটপুজোয় কী কী পড়ল?

জামাইয়ের জন্য নানান পদ রান্না করেছেন দর্শনার মা। কাঁসার থালা দিয়ে সাজানো রয়েছে নানান পদ। সেখানে রয়েছে মাছ থেকে মাংস পোলাও থেকে কোরমা নানান রকম এলাহি আয়োজন। একা হাতে সবটা পেড়ে না উঠলেও দর্শনের মাকে সাহায্য করেছেন বাড়ির অন্যান্য মহিলা সদস্যরা। মেয়ে এবং জামাইকে তুলে দিয়েছেন ননস্টিক ও ডিনার সেট। গত ১৫ ই ডিসেম্বর বিয়ে করেছেন সৌরভ এবং দর্শনা।

নতুন কাজ:

বিয়ের পর অনেকগুলি কাজ সম্পন্ন করেছেন সৌরভ। সম্প্রতি মুক্তি পেয়েছে জিৎ এবং রুক্মিণী অভিনীত ছবি বুমেরাং। সেই ছবিতে জিতের বন্ধুর ভূমিকায় দেখা গিয়েছে তাকে। ছবি দেখে মুগ্ধ দর্শকরা বিশেষ করে সৌরভের অভিনয় দেখে। সামনেই আবার সৌমিতৃশার সঙ্গে প্রথমবার একসাথে নতুন ছবি উপহার দেবেন সৌরভ। এদিকে দর্শনা ব্যস্ত তার নতুন ওয়েব সিরিজ নিয়ে। এসব কিছুর মাঝেই বিয়ের প্রথম বছর জামাইষষ্ঠী জমজমাট দুই তারকার (Sourav-Darshana Jamai Sasthi)।

WhatsApp Group Join Now
About Author
Adhrit Roy

বিগত প্রায় চার বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।