লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Sohini-Shovon: সোশ্যাল মিডিয়ায় আইবুড়ো ভাতের ছবি পোস্ট করলেন সোহিনী-শোভন, বউকে সযত্নে খাইয়ে দিচ্ছেন শোভন

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Sohini-Shovon: চলতি মাসের গত ১৫ই জুলাই উল্টো রথের দিন নিজেদের নতুন জীবন শুরু করেছেন সোহিনী সরকার এবং শোভন গঙ্গোপাধ্যায়। এক বছরের প্রেমের পর আইনিভাবে কলকাতা থেকে একটু দূরে ফার্ম হাউসে নিজের নিজেদের ঘনিষ্ট বন্ধু-বান্ধব এবং আত্মীয়-স্বজনদের নিয়ে বিয়ে সেড়েছেন দুজনে। বিয়ের আগের মুহূর্ত পর্যন্ত তাদের একসঙ্গে কোনো ছবি পোস্ট করতে দেখা যায়নি।

বিয়ে মিটতেই সোশ্যাল মিডিয়াতে এবার তাদের আইবুড়ো ভাতের ছবি সামনে এলো। সোহিনী শোভনের এক ঘনিষ্ঠ বন্ধু তাদের আইবুড়ো ভাতের ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়াতে। ছবিতে সোহিনী শোভন দুজনকেই ট্যাগ করেছেন। ছবিতে সোহিনী শোভন কে পাশাপাশি বসে থাকতে দেখা গিয়েছে, আর তাদের সামনে সাজানো ছিল হরেক রকমের পদ।

সোহিনী শোভনের জন্য তাঁদের বন্ধু যে আইবুড়ো ভাতের আয়োজন করেছিলেন সেখানে ভাতের সঙ্গে পাঁচ রকম ভাজা, ডাল, চিংড়ি, মাংস, চাটনি, স্যালাড, রসগোল্লা, দই, ইত্যাদি ছিল। সেগুলোকে আবার জুঁই এবং গাঁদা ফুল দিয়ে সাজানো হয়েছিল। একটি ছবিতে সোহিনীকে খাইয়ে দিতে দেখা যাচ্ছে শোভনকে। এই ছবি বর্তমানে সারা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। বিয়ের আগের মুহূর্ত পর্যন্ত তাদের একসঙ্গে কোন ছবি দেখা যায়নি। তবে বিয়ে মেটার পর থেকে তাদের বিভিন্ন ছবি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল হয়েছে। একাধিক ভিডিও দেখা গিয়েছে।

 

View this post on Instagram

 

A post shared by Mou Bhowmik (@bhowmik.mou)

WhatsApp Group Join Now

বিয়ের পরই সোহিনীও একাধিক ছবি পোস্ট করে লেখেন, ‘দেখা হওয়ার এক বছরে, একই সাথে একই ঘরে।’ বিয়ের দিন সোহিনী একেবারে সাবেকি লুকে ধরা দিয়েছিলেন। সাথে শোভনও ম্যাচিং করেছিলেন। সোহিনী ঐদিন বিয়ের জন্য সোনালি পাড়ের মেরুন বেনারসি বেছে নিয়েছিলেন, কনট্রাস্টে সাদা রঙের ব্লাউজ পড়েছিলেন যাতে লাল আর সোনালি জরির কাজ ছিল। চুলে বেঁধেছিলেন খোঁপা, তাতে ছিল জুঁই ফুলের ফুলের মালা। সাজে সেরকম বাহুল্য নেই। কপালে ছোট্ট একটা কলকা।

নাকের মাঝখান থেকে পরেন নোলক। মাথায় টায়রা-টিকলি। ওর সাথে সোনার কানের, হার, চুরি ইত্যাদি। শোভন পরেছিলেন সাদা রঙের পাঞ্জাবি, যাতে লাল সুতোর কাজ। সঙ্গে মেরুন রঙের পাঞ্জাবি বেছে নেন। গলায় ছিল তিন ধাপে হার, সঙ্গে একটি চোকার, কানে ২ ধাপের ঝুমকো। হাতে বালা ও চূড়। আঙুলে বক্স আংটি। হাতে মেহেন্দির বদলে দেখা গিয়েছে আলতা। একেবারে সাবেকি বাঙালি সাজেই ঐদিন সোহিনী এবং শোভন ধরা দিয়েছিলেন।

আরও পড়ুন: Weather Forecast: ভারী বৃষ্টি শুরু সোমবার থেকে, দক্ষিণবঙ্গে জারি হলুদ সতর্কতা

About Author
Ankana Chowdhury

নমস্কার আমার নাম অঙ্কনা চৌধুরী। আমি বিগত দু'বছর ধরে ডিজিটাল মিডিয়াতে কাজের সঙ্গে যুক্ত রয়েছি। এই দু বছরে আমি বিভিন্ন ধরনের বিষয়ের উপরে জেনারেল নিউজ লিখেছি। এবং বর্তমানে আমি অনেকটাই কাজ শিখে এই জেনারেল নিউজ লেখায় নিজেকে সাবলীল করে তুলেছি। এই কয়েক বছরে আমার অভিজ্ঞতা ভীষণই ভালো।