লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Sohini-Shovan Wedding: সারা শরীরে হলুদের আস্তরণ; লাজুক চোখে দুজনের দিকে তাকিয়ে সোহিনী-শোভন; দেখুন বিয়ের কিছু অদেখা ছবি

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Sohini-Shovan Wedding: বিয়ে করেছেন অভিনেত্রী সোহিনী সরকার (Sohini Sarkar) এবং সংগীত শিল্পী শোভন গাঙ্গুলী (Shovan Ganguly)। দীর্ঘদিনের চর্চিত প্রেম পেয়েছে পরিণতি। দক্ষিণ চব্বিশ পরগনার একটি ফার্ম হাউসে বসেছিল ছোটখাট বিবাহ আসর। বিয়েতে টলিপাড়ার বেশ কয়েকজন ছিলেন নিমন্ত্রিত। ছিমছাম করে বিয়ে করলেও আয়োজনের কোন ত্রুটি রাখেনি দুই পরিবার।

বিয়ের দিনের নানা মুহূর্তের ছবি ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। কোথাও দেখা যাচ্ছে সংগীতে নাচ করছেন সোহিনী আবার কোথাও শোভন এবং সোহিনী আদরে মাখামাখি। গায়ে হলুদের দিন ব্রাইড অর্থাৎ সোহিনী সকলকে নির্দেশ দিয়েছিলেন হলুদ শাড়ি পড়তেই হবে। সেই কথা অক্ষরে অক্ষরে মান্যতা দিয়েছেন তার ননদিনী শ্রীরামপুর কেন্দ্রের সিপিআইএম প্রার্থী দীপ্সিতা ধর।

ব্রাইড গ্রুমের পোশাক:

অন্যদিকে ব্রাইড এবং গ্রুমের বন্ধুবান্ধব এবং পরিচিত মহল উপস্থিত ছিল বিবাহ বাসর থেকে গায়ে হলুদে। এরই মধ্যে ভাইরাল হয়েছে গায়ে হলুদের একগুচ্ছ ছবি। প্রসঙ্গত বাঙালি বিয়ের এক অন্যতম ধাপ এই গায়ে হলুদ। তাতেই একেবারে ঘরোয়া মেয়ের মতন সেজে উঠেছিলেন সোহিনী। সোহিনী এবং শোভন দুজনেই ছিলেন হলুদে মাখামাখি। কোথাও একে অপরকে জড়িয়ে ধরেছেন আবার কোথাও শোভন সোহিনীর গালে চুমু এঁকে দিচ্ছেন। সোহিনী এই দিন পড়েছিলেন লাল পাড় সাদা শাড়ি এবং লাল রঙের ব্লাউজ। অন্যদিকে শোভন পড়েন লাল পাজামা এবং সাদা পাঞ্জাবি।

WhatsApp Group Join Now

শোভন সোহিনীর হলুদ:

হালকা সাজে বিয়ের দিন সেন্সেশন হয়ে উঠেছিলেন সোহিনী। তার হাতে ছিল লাল আলতা। হলুদে একেবারে ভূত হয়ে গিয়েছিলেন শোভন সোহিনী। চারিদিক থেকে পুষ্প বৃষ্টি করছেন সকলে, আর মাঝখানে বসে রয়েছেন দুই তারকা। নয়নাভিরাম এই দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন অনেকেই। সবার পরনে ছিল হলুদ শাড়ি।

শোভন থেকে সোহিনী দুই তরফের মেয়েরা ম্যাচিং করে পড়েছিলেন হলুদ শাড়ি এবং ব্লাউজ। আইবুড়ো ভাত থেকে গায়ে হলুদ যেসব অদেখা মুহূর্ত ছিল এতদিন তা সবটাই শেয়ার করেছেন দুজনেই। ডিসেম্বরে এক গ্রান্ড রিসেপশনের আয়োজন করা হতে পারে আর সেখানে রাজনীতি থেকে সংগীত এবং টলিউড জগতের তারকারা উপস্থিত থাকবেন।

আরও পড়ুন: Tmc 21 July: দিনভর চলেছে ডিমভাত উৎসব! আর কী কী ছিল একুশে জুলাইয়ের মেনুতে ?

About Author
Adhrit Roy

বিগত প্রায় চার বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।