লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Sohini-Shovan-Dipsita: সোহিনীর গৃহ প্রবেশের ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করলেন বাম নেত্রী দীপ্সিতা

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Sohini-Shovan-Dipsita: গত সোমবার কলকাতা থেকে খানিক দূরে বাওয়ালী ফার্ম হাউসে সাত পাকে বাঁধা পড়লেন অভিনেত্রী সোহিনী সরকার এবং গায়ক শোভন গঙ্গোপাধ্যায়। শুধুমাত্র কাছের বন্ধুবান্ধব ও কাছের আত্মীয় স্বজনদের নিয়েই তাদের এই বিশেষ দিনটি আয়োজন করেছিলেন দুজন।

একদম সাধারণ ভাবেই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সেখানে মিডিয়ার প্রবেশ ছিল নিষিদ্ধ। গানে, আড্ডায় সুন্দর সন্ধ্যায় আইনি ভাবেই বিয়ে সারলেন সোহিনী শোভন। নিয়মের মধ্যে ছিল মালাবদল ও সিঁদুর দান। বিয়ের পর শ্বশুর বাড়ি প্রবেশ করেছেন সোহিনী। সেই ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন সিপিআইএম এর নতুন প্রজন্মের নেত্রী তথা শোভনের বোন দীপ্সিতা ধর।

বিয়ের আগে পর্যন্ত শোভন এবং সোহিনীর সম্পর্ক নিয়ে ভীষণ সতর্ক ছিলেন দীপ্সিতা। পুল পার্টি থেকে বিয়ে, সবেতেই ছিলেন। শোভন-সোহিনীর বিয়ের ছবি প্রকাশ করা নিয়ে বেশ কড়াকড়ি ছিল। গত ১৫ জুলাই দীপ্সিতা নিজের একটি হলুদ শাড়ি পরা ছবি পোস্ট করেছিলেন। ক্যাপশনে তিনি লেখেন, “কনে যখন সবাইকে হলুদ পোশাক পরার নির্দেশ দেয়।”

বিয়ের পরে সোহিনী শোভনের বিয়ের বিভিন্ন বিয়ের মুহূর্তের ছবি, ভিডিও পোস্ট করেন দীপ্সিতা। সোহিনীর গৃহপ্রবেশের দিন স্টোরিতে ছবি শেয়ার করেন বাম নেত্রী। সেখানে দেখা যাচ্ছে সোহিনী পরেছেন সবুজ-মেরুণ শাড়ি। মাথায় তাঁর ঘোমটা, সিঁথিতে সিঁদুর আর মুখে মিষ্টি হাসি। পাশে পাঞ্জাবি-পাজামা পরে বসে শোভন। সামনে মঙ্গল ঘট।

WhatsApp Group Join Now

 

View this post on Instagram

 

A post shared by Payel Sinha (@instapayel)

 

View this post on Instagram

 

A post shared by Dipsita Dhar (@dipsita1993)

গত লোকসভা নির্বাচনে শ্রীরামপুরের বাম প্রার্থী ছিলেন দীপ্সিতা। যদিও রাজ্যের শাসক দলের প্রার্থীর কাছে বিপুল ভোটে হেরে যান তিনি। তবে হাল ছাড়ার পাত্রী তিনি নন। সেটা তার কাজ দেখলেই বোঝা যায়। আপাতত বাড়ির নতুন অতিথিকে নিয়েই ব্যস্ত রয়েছেন তিনি।

আরও পড়ুন: Aikyashree Scholarship: লক্ষ্মীর ভান্ডারের চেয়েও লাভজনক প্রকল্প চালু করতে চলেছে রাজ্য সরকার, বছরে দিচ্ছে ২৪ হাজার টাকা! জেনে নিন বিস্তারিত

About Author
Ankana Chowdhury

নমস্কার আমার নাম অঙ্কনা চৌধুরী। আমি বিগত দু'বছর ধরে ডিজিটাল মিডিয়াতে কাজের সঙ্গে যুক্ত রয়েছি। এই দু বছরে আমি বিভিন্ন ধরনের বিষয়ের উপরে জেনারেল নিউজ লিখেছি। এবং বর্তমানে আমি অনেকটাই কাজ শিখে এই জেনারেল নিউজ লেখায় নিজেকে সাবলীল করে তুলেছি। এই কয়েক বছরে আমার অভিজ্ঞতা ভীষণই ভালো।