লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Snehasish Ganguly: ৫৯-এ ফের বিয়ের পিড়িতে বসতে চলেছে সৌরভ গাঙ্গুলীর দাদা স্নেহাশীষ গাঙ্গুলী, জানেন পাত্রী কে?

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Snehasish Ganguly: ফের আরো একবার ছাদনাতলা যেতে চলেছে প্রাক্তন ক্রিকেটার সৌরভ গাঙ্গুলীর দাদা স্নেহাশীষ গাঙ্গুলী। নতুন করে সংসার শুরু করতে চলেছেন CAB-র প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। অর্থাৎ গাঙ্গুলী পরিবারে আবারো বাজতে চলেছে বিয়ের সানাই। আসতে চলেছে ডোনা গাঙ্গুলীর জা। তবে কে এই পাত্রী? কার সঙ্গে বিয়ে হচ্ছে স্নেহাশীষ গাঙ্গুলীর? জানেন কি?

আগামী ২১ জুলাই রবিবার বিয়ে, পাত্রীর নাম অর্পিতা চট্টোপাধ্যায় আগামী ৭ অগস্ট ই-এম বাইপাস হোটেলে বসছে বিয়ের প্রীতিভোজের আসর। সেই আমন্ত্রণপত্রে সৌরভ গঙ্গোপাধ্যায় ও ডোনা গঙ্গোপাধ্যায়েরও নাম রয়েছে। প্রথম বিয়ের বিচ্ছেদ হওয়ার এক বছরের মাথাতেই দ্বিতীয় বিয়ে করছেন স্নেহাশিস গাঙ্গুলী। তার প্রথম বিয়ের ভেঙে যাওয়ার অন্যতম কারণ ২০২৩ সালে তার প্রথম স্ত্রী মোম স্নেহাশীষ গাঙ্গুলীর বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগ আনে, FIR দায়ের করা হয়।

Snehasish Ganguly
Snehasish Ganguly

বর্তমানে বিচ্ছেদ হয়ে গিয়েছে স্নেহাশিস ও মোম এর। জানা যাচ্ছে ২১ জুলাই-এ আইনিভাবে স্নেহাশিস বিয়ে করছেন নিজের দীর্ঘদিনের বান্ধবী অর্পিতা চট্টোপাধ্যায়কে। অর্পিতা চট্টোপাধ্যায় হলেন কলকাতারই এক পরিচিত ব্যবসায়ীর প্রাক্তন স্ত্রী। তিনি নিজেও একজন। ব্যবসায়ী। ছত্তিশগড়ে রাসায়নিকের ব্যবসা রয়েছে অর্পিতার। বর্তমানে তাঁর বয়স ৪৭ আর স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের ৫৯। এবারে তাই নিজের দীর্ঘদিনের বান্ধবীকে নিয়ে নতুন পথচলা শুরু করতে চলেছেন।

কাজের জগতে বহুদিন হল CAB-র সভাপতি পদে রয়েছেন স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, এর আগে সচিব পদেও তিনি ছিলেন। এমনকি বহু বছর ক্রিকেট জগতের সঙ্গে যুক্ত ছিলেন স্নেহাশীষ গাঙ্গুলি। দাদা স্নেহাশিস গাঙ্গুলীর হাত ধরেই ক্রিকেট খেলার সূচনা হয় সৌরভ গাঙ্গুলীর। ক্রিকেট খেলার সময় স্নেহাশিসের হাত ধরে বহু ম্যাচ জিতেছে বাংলার ক্রিকেট দল। তবে ১৯৯০ সালে তিনি চোট পাওয়ায় রঞ্জি ট্রফির ফাইনালে খেলার সুযোগ পেয়েছিলেন সৌরভ, সেবার বাংলা চ্যাম্পিয়নও হয়েছিল।

WhatsApp Group Join Now

আরও পড়ুন: Weather Forecast: নিম্নচাপের ফলে ভারী বৃষ্টি উপকূলবর্তী অঞ্চলে, বিশেষ সর্তকতা জারি মৎস্যজীবীদের জন্য

About Author
Ankana Chowdhury

নমস্কার আমার নাম অঙ্কনা চৌধুরী। আমি বিগত দু'বছর ধরে ডিজিটাল মিডিয়াতে কাজের সঙ্গে যুক্ত রয়েছি। এই দু বছরে আমি বিভিন্ন ধরনের বিষয়ের উপরে জেনারেল নিউজ লিখেছি। এবং বর্তমানে আমি অনেকটাই কাজ শিখে এই জেনারেল নিউজ লেখায় নিজেকে সাবলীল করে তুলেছি। এই কয়েক বছরে আমার অভিজ্ঞতা ভীষণই ভালো।