লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Sim Card New Rules: ট্রাই এর এই নতুন নিয়ম না মানলে দুবছরের জন্য ব্ল্যাকলিস্টে চলে যেতে পারে আপনার নাম্বার, এখনই সতর্ক হোন

Updated on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Sim Card New Rules: গত জুলাই মাসে বেসরকারি টেলিকম কোম্পানিগুলি নিজেদের রিচার্জ প্ল্যান খরচ বাড়িয়ে দেওয়ার ফলে মোবাইল রিচার্জ, সিম কার্ড সংক্রান্ত বিভিন্ন তথ্য উঠে আসছে সকলের সামনে। এই সংক্রান্ত খবরই এখন সোশ্যাল মিডিয়াতে সবথেকে বেশি চর্চায় রয়েছে।

সম্প্রতি সেরকমই ট্রাইয়ের্ট পক্ষ থেকে নতুন নিয়ম জারি করা হলো। যে নিয়ম অনুযায়ী ট্রাইয়ের নির্দেশিকা অমান্য করলে ২ বছরের জন্য ব্ল্যাকলিস্টেড হয়ে যাবে সিম কার্ড। আগামী ১ সেপ্টেম্বর থেকে নতুন এই নিয়ম কার্যকর হবে। তাই আজকের প্রতিবেদনে আপনাদের সেই নিয়ম সম্পর্কে বিস্তারিত জানানো হবে।

বর্তমানে যত দিন যাচ্ছে মোবাইল ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে। আর প্রত্যেকের হাতেই এখন রয়েছে স্মার্টফোন। এদিকে টেকনোলজি যত উন্নত হচ্ছে তত ফেক কল, স্পাম কলের সংখ্যাও বাড়ছে। মূলত এই ঘটনাগুলি এড়ানোর জন্যই নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে ট্রাই এর পক্ষ থেকে। এক্ষেত্রে কোন নিয়ম না মানলে কি ব্যবস্থা গ্রহণ করা হবে তা জানিয়েছে ট্রাই।

নতুন নিয়ম অনুযায়ী ট্রাই জানিয়েছে, স্প্যাম কল অথবা ফেক কলের জন্য পুরো দায় নিতে হবে টেলিকম অপারেটরগুলিকেই। এমন নির্দেশ দেওয়ার পিছনে জানানো হয়েছে, কেননা ঐ সকল টেলিকম সংস্থার নেটওয়ার্ক ব্যবহার করেই এমন ফেক কল বা স্প্যাম কল করা হয়। আর কোন গ্রাহকের পক্ষ থেকে যদি এই ধরনের কোন অভিযোগ আসে তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে টেলিকম সংস্থাগুলির জন্য।

WhatsApp Group Join Now

ট্রাইয়ের নতুন নিয়ম অনুযায়ী জানা গিয়েছে, কোন গ্রাহক যদি তার মোবাইল নম্বর ব্যবহার করে টেলি মার্কেটিং বা কোন প্রমোশনাল কল করে থাকেন এবং যদি ভবিষ্যতে কোনদিন ওই নম্বরের বিরুদ্ধে অভিযোগ আসে তবে সেই নম্বর দু’বছরের জন্য ব্ল্যাকলিস্টেড করে দেওয়া হবে।

এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার ফলে আগামী দিনে ফেক কল ও স্প্যাম কলের সংখ্যা কমবে বলেই মনে করা হচ্ছে। ট্রাই এবার কড়া পদক্ষেপ নিয়ে জানিয়েছে, যদি এই ধরনের কোন ঘটনা ঘটে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। যে কারণে কেউ যেন নিজের নম্বর ব্যবহার করে কোনরকম প্রমোশনাল কল অথবা টেলি মার্কেটিং না করেন।

আরও পড়ুন: LIC এর এই বার্ষিক যে প্রিমিয়ামে বিনিয়োগ শেষে পাবেন তার ৭ গুণ টাকা, জেনে নিন বিস্তারিত

About Author
Ankana Chowdhury

নমস্কার আমার নাম অঙ্কনা চৌধুরী। আমি বিগত দু'বছর ধরে ডিজিটাল মিডিয়াতে কাজের সঙ্গে যুক্ত রয়েছি। এই দু বছরে আমি বিভিন্ন ধরনের বিষয়ের উপরে জেনারেল নিউজ লিখেছি। এবং বর্তমানে আমি অনেকটাই কাজ শিখে এই জেনারেল নিউজ লেখায় নিজেকে সাবলীল করে তুলেছি। এই কয়েক বছরে আমার অভিজ্ঞতা ভীষণই ভালো।