Ekchokho.com 🇮🇳

Sikandar: মুক্তির আগেই বড় ধাক্কা! অনলাইনে ফাঁস সলমনের ‘সিকন্দর’, ২০০ কোটির স্বপ্ন কি ভেস্তে যাবে?

Published On:
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Sikandar: ইদ মানেই বলিউডের (Bollywood) বড় বাজেটের ছবি, আর সলমন খানের (Salman Khan) ছবি মানেই দর্শকদের উন্মাদনা তুঙ্গে। চলতি বছর সেই এক্সাইটমেন্ট দ্বিগুণ করে দিয়েছিল ‘সিকন্দর’ (Sikandar)। দীর্ঘ বিরতির পর এই ছবির মাধ্যমে বড় পর্দায় ফিরছেন বলিউডের ভাইজান। জনপ্রিয় পরিচালক এ আর মুরুগাদোস (A.R. Murugadoss) পরিচালিত এই মেগা বাজেটের সিনেমা ইতিমধ্যেই প্রচারের আলোয় ছিল। অগ্রিম বুকিং (Advance Booking) শুরু হতেই বক্স অফিসে (Box Office) দারুণ সাড়া মিলেছিল। বিশেষজ্ঞদের ধারণা ছিল, মুক্তির প্রথম দিনেই রেকর্ড গড়তে চলেছে ‘সিকন্দর’। কিন্তু মুক্তির কয়েক ঘণ্টা আগেই বড় ধাক্কা খেল সলমন ও তাঁর টিম।

ভক্তদের জন্য দুঃসংবাদ! ‘সিকন্দর’ (Sikandar) লিক হওয়ার জল্পনা

সিনেমা হলে ছবি মুক্তির আগে থেকেই দর্শকদের মধ্যে উন্মাদনা ছিল তুঙ্গে। কিন্তু হঠাৎ করেই ছড়িয়ে পড়ল এক দুঃসংবাদ—ছবিটি নাকি অনলাইনে (Online) ফাঁস হয়ে গিয়েছে! একাধিক পাইরেসি (Piracy) সাইটে (Website) ঘুরছে ‘সিকন্দর’-এর ডাউনলোড (Download) লিঙ্ক। শুধু তাই নয়, বিভিন্ন টেলিগ্রাম (Telegram) গ্রুপেও ছড়িয়ে পড়েছে ছবিটি। খবর ছড়িয়ে পড়তেই হতাশ সলমনভক্তরা। এর আগে একাধিক বলিউড সিনেমার (Bollywood Movies) ক্ষেত্রে এমন ঘটনা ঘটেছে, কিন্তু বড় বাজেটের ইদ রিলিজের (Eid Release) ক্ষেত্রে এই ঘটনা আরও গুরুতর হয়ে উঠেছে।

পাইরেসির (Piracy) কবলে ‘সিকন্দর’ (Sikandar)! টিমের প্রতিক্রিয়া কী?

সূত্রের খবর, ‘তামিলরকারস’ (Tamilrockers), ‘মুভিরুলজ’ (Movierulz), ‘ফিল্মিজিলা’ (Filmyzilla) সহ একাধিক পাইরেটেড সাইটে ছবিটি আপলোড (Upload) হয়েছে। অনেকেই বিনামূল্যে (Free Download) সিনেমাটি দেখার সুযোগ পাচ্ছেন, যা সলমন খানের ২০০ কোটির (200 Crore) স্বপ্নকে বড় ধাক্কা দিতে পারে। তবে এখনও পর্যন্ত ‘সিকন্দর’ টিমের পক্ষ থেকে কোনও অফিসিয়াল বিবৃতি (Official Statement) আসেনি। ছবির নির্মাতারা (Producers) ইতিমধ্যেই আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে খবর।

বক্স অফিসে (Box Office) প্রভাব পড়বে?

সিনেমা লিক হওয়া বলিউডের জন্য নতুন কিছু নয়, তবে বড় বাজেটের সিনেমার ক্ষেত্রে এর প্রভাব গুরুতর হতে পারে। সলমন খান ছবিটির জন্য আগেই ২০০ কোটির বেশি আয়ের (Collection) ভবিষ্যদ্বাণী করেছিলেন। কিন্তু পাইরেসির (Piracy) কারণে অনেকেই হলের বদলে অনলাইনে ছবিটি দেখার চেষ্টা করবেন, যা বক্স অফিস কালেকশনে (Box Office Collection) বড়সড় প্রভাব ফেলতে পারে।

রশ্মিকার (Rashmika Mandanna) সঙ্গে রোমান্স আর বিতর্ক

এই ছবিতে সলমনের বিপরীতে রয়েছেন রশ্মিকা মন্দানা (Rashmika Mandanna)। নিজের থেকে ৩১ বছরের ছোট অভিনেত্রীর সঙ্গে সলমনের রোমান্স (On-Screen Romance) ঘিরে আগেই বিতর্ক তৈরি হয়েছিল। এবার ছবির পাইরেসি সেই বিতর্ককে আরও বড় করে তুলল। এখন দেখার, সমস্ত বাধা কাটিয়ে সলমন কি ২০০ কোটির স্বপ্নপূরণ করতে পারেন, নাকি এই লিকের ধাক্কায় মুখ থুবড়ে পড়বে ‘সিকন্দর’?

About Author