লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Shraddha Kapoor: স্ত্রী টু এর ট্রেলার লঞ্চে লাল শাড়ি পড়ে সকলের ঘুম কেড়ে নিলেন শ্রদ্ধা কাপুর, সোনার জড়িতে তৈরি শাড়ির দাম জানেন?

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Shraddha Kapoor: ওয়েস্টার্ন হোক বা ইন্ডিয়ান যে কোন পোশাকেই নিজেকে সাবলীল করে তোলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। শাড়ি হোক বা ড্রেস তার বিভিন্ন লুক একাধিকবার ভাইরাল হয়েছে এর আগে। স্টার কিডদের মধ্যে শ্রদ্ধা ভীষণই জনপ্রিয়।

তার পোশাক, স্টাইল, অভিনয়, স্বভাব সবকিছুর জন্যই দর্শকদের কাছে তিনি ভীষণই জনপ্রিয়। সম্প্রতি শ্রদ্ধার ছবি ‘স্ত্রী টু’ এর ট্রেলার লঞ্চ করেছে। সেই অনুষ্ঠানেই লাল রঙের একটি শাড়ি পড়ে উপস্থিত ছিলেন শ্রদ্ধা এবং ওই লুকে আবারো সকলের নজর কাড়ছেন অভিনেত্রী।

Shraddha Kapoor
Shraddha Kapoor

এদিনের অনুষ্ঠানের জন্য ২২ হাজার টাকার শাড়ি পরেছিলেন শ্রদ্ধা কাপুর। যে লাল শাড়িটি মাসাবা গুপ্তার ডিজাইন করা। জ্যাকোয়ার্ড সিল্ক ম্যাটেরিয়াল তৈরি। সোনালি সুতোয় কাজ করা আর ‘কিনারি’ পার ফ্যাশন ডিজাইনারের হেরিটেজ কালেকশনের। সিনেমার থিমের সাথে মানানসই সাজেই ধরা দিয়েছেন শ্রদ্ধা।

WhatsApp Group Join Now

লাল শাড়ি, সাথে মানানসই লাল ব্লাউজ, লম্বা বিনুনি, হালকা মেকআপ আর কপালে ছিল ছোট্ট টিপ, চোখে কাজল। আর ঠোঁটে ন্যুড শেডের লিপস্টিক। কানে সোনার ঝুমকো জোড়া এবং সরু চুড়ি। কি অপূর্ণই না লাগছিল শ্রদ্ধা কে এই লুকে। মাসাবার ওয়েবসাইটে উঁকি দিলেই দেখা যাবে শ্রদ্ধার এই লাল শাড়ির আচল ডিটেইলস। যেখানে ‘রেড হাত ফুল’ নামে জ্বলজ্বল করছে এই শাড়ি।

এই ছবির ট্রেলার প্রকাশ্যে আসতে বিভিন্ন প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে নেটিজেনদের। কেউ যেমন প্রশংসা করেছেন রাজকুমারের অভিনয়ের। ১৫ অগাস্ট মুক্তি পাওয়ার কথা এই ছবির। ছবিতে অভিনয় করছেন অভিনেতার পঙ্কজ ত্রিপাঠী, রাজকুমার রাও, শ্রদ্ধা কাপুর, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সুনিতা রাজওয়ার।

আরও পড়ুন: Jio Recharge Plan: নিজেদের সবথেকে সস্তা তিনটি রিচার্জ প্ল্যান এবার বন্ধ করে দেওয়া হলো জিও পক্ষ থেকে

About Author
Ankana Chowdhury

নমস্কার আমার নাম অঙ্কনা চৌধুরী। আমি বিগত দু'বছর ধরে ডিজিটাল মিডিয়াতে কাজের সঙ্গে যুক্ত রয়েছি। এই দু বছরে আমি বিভিন্ন ধরনের বিষয়ের উপরে জেনারেল নিউজ লিখেছি। এবং বর্তমানে আমি অনেকটাই কাজ শিখে এই জেনারেল নিউজ লেখায় নিজেকে সাবলীল করে তুলেছি। এই কয়েক বছরে আমার অভিজ্ঞতা ভীষণই ভালো।