লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

BSNL: প্রতিদিন বিক্রি হচ্ছে হাজার হাজার BSNL সিম, জিও ছেড়ে এবার সকলেই সুইচ করছে BSNL-এ

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

BSNL: চলতি বছরের গত ৩রা জুলাই জিও এবং এয়ারটেল এই দুটি জনপ্রিয় ভারতীয় টেলিকম কোম্পানি হঠাৎ করে তাদের রিচার্জ প্ল্যান এর দাম বাড়িয়ে তুলেছে। যার ফলে মধ্যবিত্তের পকেটে টান পড়েছে। আর এই দাম বেড়ে যাওয়ার ফলে অনেকেই জিও এবং এয়ারটেল ছেড়ে সস্তার রিচার্জ প্ল্যান খুঁজছে। অনেকেই BSNL সিমে শিফট করেছে।

কারণ জিও, এয়ারটেল এর থেকে BSNL অনেক সস্তায় পরিষেবা দিয়ে থাকে। আর এই দাম বৃদ্ধির সুযোগ কে কাজে লাগিয়েই BSNL তাদের আরো নতুন নতুন কিছু প্ল্যান লঞ্চ করেছে মার্কেটে। যা সস্তা তো বটেই পাশাপাশি সকলের মনও জয় করে নিয়েছে। জিও এয়ারটেল ১১ শতাংশ থেকে ২৫ শতাংশ বাড়িয়ে দিয়েছে তাদের রিচার্জ প্ল্যান এর দাম। অন্যদিকে BSNL এর ১০০ টাকার মধ্যেও অনেক ভালো রিচার্জ প্ল্যান রয়েছে।

আসলে প্রতিদিন নিত্য প্রয়োজনীয় জিনিস জিনিসের দাম এত বেড়ে যাচ্ছে যে রিচার্জ এর দাম বেড়ে যায় ক্ষুব্ধ হয়েছে মানুষ। কারণ বর্তমানে সকলের কাছেই রয়েছে স্মার্টফোন, আর প্রত্যেকের বাড়িতেই একাধিক স্মার্টফোন রয়েছে। তাই এতগুলো স্মার্টফোন রিচার্জ করতে গেলে পকেটে টান পড়ছে।

প্রতি মাসে এত গুলি টাকা দিয়ে রিচার্জ করা কোনোভাবেই সম্ভব নয়। তাই সোশ্যাল মিডিয়া জুড়ে জিও কে বয়কট করার দাবি তুলেছেন নেটিজেনরা। পাশাপাশি জিও থেকে BSNL-এ শিফট করার দাবিও জানিয়েছেন অনেকে। Jio এর পথ অনুসরণ করে Airtel ও Vi উভয়েই দাম বাড়িয়েছে। BSNL ইতিমধ্যে অনেক সস্তায় রিচার্জ প্ল্যান লঞ্চ করেছে। BSNL এর ইন্টারনেট স্পিড জিও এবং এয়ারটেলের মতো ভালো না হলেও এমন কিছু খারাপ নয়।

WhatsApp Group Join Now

ইতিমধ্যে অসংখ্য মানুষ BSNL সিম কিনেছেন। অনেকেই দাবি করছেন বিকল্প হিসেবে BSNL সিম রাখা খুবই গুরুত্বপূর্ণ। যেখানে BSNL এর সিম একসময় বিক্রি হওয়া বন্ধ হয়ে গিয়েছিল সেখানে জিও, এয়ারটেল এর দাম বেড়ে যাওয়ার পর প্রতিদিন অসংখ্য BSNL সিম বিক্রি হচ্ছে।

গ্রাহকদের প্রত্যেকেরই অভিযোগ ছিল BSNL এর ইন্টারনেট স্পিড খুবই বাজে। তবে এবারে সকলের জন্য রইল সুখবর, খুব শীঘ্রই কলকাতায় BSNL এর 4g ইন্টারনেট পরিষেবা শুরু হতে চলেছে। এছাড়াও দেশের বিভিন্ন জায়গায় বিএসএনএল তাদের 4g ইন্টারনেট ব্যবস্থা ইতিমধ্যে চালু করেছে।

আরও পড়ুন: Today’s Gold Rate: সপ্তাহের শুরুতে কেমন রয়েছে সোনা রুপার দাম? চলুন জেনে নেওয়া যাক

About Author
Ankana Chowdhury

নমস্কার আমার নাম অঙ্কনা চৌধুরী। আমি বিগত দু'বছর ধরে ডিজিটাল মিডিয়াতে কাজের সঙ্গে যুক্ত রয়েছি। এই দু বছরে আমি বিভিন্ন ধরনের বিষয়ের উপরে জেনারেল নিউজ লিখেছি। এবং বর্তমানে আমি অনেকটাই কাজ শিখে এই জেনারেল নিউজ লেখায় নিজেকে সাবলীল করে তুলেছি। এই কয়েক বছরে আমার অভিজ্ঞতা ভীষণই ভালো।