লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

School Class Update: স্কুল খুললেই নিতে হবে অতিরিক্ত ক্লাস! সিলেবাস শেষের চাপ মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও একাদশেও

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

School Class Update: তীব্র দাবদাহের কারনে রাজ্যের স্কুলগুলোতে গরমের ছুটি দেওয়া হয়েছিল তার সাথে সরকার এটাও ঘোষণা করেছিল গরম যদি আরো বাড়ে তাহলে ছুটির দিন সংখ্য বাড়তে পারে। তবে এখন কমেছে দহন, এই অবস্থায় ছুটি শেষ করে স্কুল খোলার দাবি করেছিল বেশ কিছু শিক্ষক সংগঠন। তীব্র গরমের কথা মাথায় রেখে যাতে পড়ুয়ারা অসুস্থ না হয়ে যায় তার জন্য ২২ এপ্রিল থেকেই শুরু হয়ে গিয়েছিল গরমের ছুটি। কিন্তু এবার রাজেশ স্কুল গুলি খোলার সময় চলে এসেছে।

২০২৪-২৫ শিক্ষাবর্ষের ছুটির তালিকা অনুযায়ী চলতি বছর ৬ মে থেকে গরমের ছুটি শুরু হওয়ার কথা ছিল এবং স্কুল খোলার কথা ছিল ২ জুন। তবে গরমের কারণে ছুটি আগিয়ে ২২ এপ্রিল থেকে দেওয়া হলেও স্কুল খোলার দিন এখনো ঘোষণা করা হয়নি। গোটা দেশে লোকসভা ভোটের গণনা আছে ৪ জুন। এর মধ্যে প্রশ্ন হলো স্কুল গুলি কি এর মধ্যেই খুলে যাবে। গরমের দাপট অনেকটাই কমেছে। তার সাথে বৃষ্টির দেখা পাওয়া যাচ্ছে মাঝে মধ্যেই।

সম্প্রতি গরমের ছুটি বাতিল করে ফের স্কুল খোলার দাবি জানায় বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি এবং পশ্চিমবঙ্গ প্রধান শিক্ষক সমিতি। দুইশিক্ষক সংগঠনের দাবি ছিল, এক দফায় এত লম্বা ছুটি না দিয়ে আপাতত স্কুল খোলার
ব্যবস্থা করা হোক। কিছুদিন পর ফের অত্যাধিক গরম পড়লে তখন নাহয় ছুটি দেওয়া যাবে।

বিদ্যালয় শুরু হওয়ার ঘোষণা:

জানা গিয়েছে, ৩ জুন থেকেই স্কুল খুলতে চলেছে রাজ্যে। বর্তমান পরিস্থিতির তেমন কোনও বদল না হলে ৩ জুন থেকেই রাজ্যের স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় খুলবে বলে জানিয়েছে শিক্ষা দফতর। স্কুল শিক্ষা দফতরের তরফে আগেই নির্দেশিকা দিয়ে জানানো হয়েছিল ২ রা জুন থেকে স্কুল খুলবে। তবে এদিন একদিন পর ধরে চলতে বলা হয়েছে। স্কুল খোলার পর গরমের ছুটির কারণে অতিরিক্ত ক্লাস করাতে হবে স্কুলে স্কুলে। ইতিমধ্যেই তা নির্দেশ দিয়েছে রাজ্য। ভোটের কাজে স্কুলগুলিতে কেন্দ্রীয় বাহিনীর থাকার ব্যবস্থা হয়েছে। কেন্দ্রীয় বাহিনী থাকার পর বিভিন্ন স্কুলে স্কুলে কী অবস্থা সেই বিষয়েও বিভিন্ন জেলার স্কুল বিদ্যালয় পরিদর্শকের থেকে জানতে চেয়েছে স্কুল শিক্ষা দফতর।

WhatsApp Group Join Now

আরও পড়ুন: Shubho Bibaho Slot: প্রকাশ্যে এলো সোনামণি-হানির শুভ বিবাহের দিনক্ষণ! কপাল পুড়ল জনপ্রিয় এই মেগার!

About Author
Adhrit Roy

বিগত প্রায় চার বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।