লেটেস্ট খবর বিনোদন অফবিট রাশিফল পশ্চিমবঙ্গ ভারত খেলা চাকরি টাকা পয়সা টেক আবহাওয়া পলিসি

SBI Recruitment: বহুল শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি SBI-এর! জানুন আবেদন পদ্ধতি সহ বিস্তারিত তথ্য

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

SBI Recruitment: যে সকল চাকরিপ্রার্থী ব্যাঙ্কে কাজ করার স্বপ্ন দেখছিলেন তাদের জন্য রয়েছে এক সুখবর। সম্প্রতি ভারতীয় স্টেট ব্যাংকের (State Bank Recruitment 2025) তরফে বহুল শূন্যপদে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা খুব সহজে অনলাইনের মাধ্যমে এই পদগুলিতে আবেদন করতে পারবেন। শুধু তাই নয়, চাকরির শুরুতেই প্রার্থীরা পাবেন মোটা অঙ্কের বেতন। জানা যাচ্ছে, ভারতীয় নাগরিক হলে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। কোন সার্কেলের ক্ষেত্রে কয়টি শূন্যপদ রয়েছে, প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়সসীমা কর, কত টাকাই বা বেতন, কীভাবে আবেদন করবেন, নিয়োগ কীভাবে হবে সকল বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো আজকের প্রতিবেদনে।

শূন্যপদের বিবরণ (State Bank Recruitment 2025):

স্টেট ব্যাঙ্কের অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে, এখানে Concurrent Auditor পদে নিয়োগ করা হবে। মোট শূন্যপদের সংখ্যা ১১৯৪টি। কলকাতার জন্য ৬৩টি, দিল্লীর জন্য ৬৮টি, মুম্বাইয়ের জন্য ১৬টি, লখনৌয়ের জন্য ৯৯টি। প্রতিটি শহরের জন্য আলাদা শূন্যপদ বরাদ্দ রাখা হয়েছে।

আরও পড়ুন: Weather Update: ফের তাপমাত্রার পতন দক্ষিণবঙ্গে! কেমন থাকবে সারাদিনের আবহাওয়া? জানুন বিস্তারিত 

জানুন, প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা কি লাগবে (Educational Qualification):

বিজ্ঞপ্তি অনুসারে, এই পদে আবেদনের জন্য কোন রকম শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই। তবে এই পদের ক্ষেত্রে শুধুমাত্র SBI- এর অবসরপ্রাপ্ত কর্মী বা এর অধীনস্থ সহযোগী ব্যাঙ্কের অফিসার, যাদের ক্রেডিট, অডিট বা ফরেক্স সংক্রান্ত কাজের অভিজ্ঞতা রয়েছে তারাই শুধুমাত্র আবেদন করতে পারবেন।

জেনে নিন, প্রার্থীদের বয়সসীমা (Age Limit) কত লাগবে?

এই পদে আবেদনের জন্য প্রার্থীদের সর্বনিম্ন বয়স ৬০ বছর এবং সর্বোচ্চ বয়স ৬৩ বছর হতে হবে। উল্লেখ্য, বিজ্ঞপ্তিতে বয়সের ছাড় উল্লেখ করা নেই।

জেনে নিন, প্রার্থীদের কত টাকা বেতন (Salary) দেওয়া হবে?

প্রসঙ্গত উল্লেখ্য, এই পদে প্রার্থীদের ১ বছরের জন্য নিয়োগ করা হবে। এরপর কর্মদক্ষতার ভিত্তিতে সর্বোচ্চ ৩ বছর চুক্তি বাড়ানো হতে পারে। অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী, MMGS-III গ্রেডের জন্য প্রতি মাসে ৪৫,০০০/- টাকা বেতন দেওয়া হবে, SMGS-IV গ্রেডের জন্য প্রতি মাসে ৫০,০০০/- টাকা বেতন প্রদান করা হবে, SMGS-V গ্রেডের জন্য প্রতি মাসে ৬৫,০০০/- টাকা এবং TEGS-VI গ্রেডের জন্য প্রতি মাসে ৮০,০০০/- টাকা বেতন দেওয়া হবে।

আরও পড়ুন: Ramzan Ration Distribution: রমজান উপলক্ষে রাজ্য সরকারের বিশেষ রেশন প্যাকেজ! কী সুবিধা পাবেন জনগণ?

জানুন, আবেদন প্রক্রিয়া (Application Process):

যে সকল প্রার্থী ভারতীয় স্টেট ব্যাঙ্কের এই পদে আবেদন করতে চান তারা অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। এর জন্য নিম্নোক্ত ধাপগুলি অনুসরণ করতে হবে।

প্রথমে SBI-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে “ENGAGEMENT OF RETIRED BANK OFFICERS” অপশনে ক্লিক করতে হবে।

এরপর রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্ম পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় সকল নথি আপলোড করতে হবে।

এরপর আবেদন সাবমিট করার পর প্রিন্ট আউট করে রেখে দিতে হবে।

আবেদনের শেষ তারিখ (Last date of application):

উল্লেখ্য, এই পদে আবেদন শুরু হয়েছে ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ থেকে যা চলবে ১৫ই মার্চ, ২০২৫ পর্যন্ত। ইচ্ছুক প্রার্থীদের নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন করতে হবে।

জেনে নিন, নিয়োগ প্রক্রিয়া (Recruitment process):

অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে, প্রার্থীদের শর্টলিস্টিং এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। এই পদে নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের কোনোপ্রকার লিখিত পরীক্ষা দিতে হবে না।

আরও পড়ুন: LPG: বড় স্বস্তি! এক ধাপে কমল গ্যাস সিলিন্ডারের দাম, জানুন নতুন মূল্য

About Author