লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Sayantika Banerjee: ‘পাশে আছে সায়ন্তিকা’, নিজের জীবনের একটি সুখবর সকলের সঙ্গে ভাগ করে নিলেন সায়ন্তিকা

Updated on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Sayantika Banerjee: অভিনেতা অভিনেত্রী হওয়ার পাশাপাশি এখনো অনেকেই রাজনৈতিক ময়দানে নেমেছেন। তেমনি একজন হলেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের হয়ে ভোটে দাঁড়ান তিনি। বরানগরের উপনির্বাচনে তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় জয়ী হওয়ার পর থেকেই ‘পাশে আছে সায়ন্তিকা’ কর্মসূচি চালু করেছিলেন।

নিজেদের সমস্যার কথা দ্রুত যাতে মানুষজন জানাতে পারেন সেই কারণেই এই কর্মসূচি চালু করেছিলেন তিনি। আর এবার ‘পাশে আছে সায়ন্তিকার’ কর্মসূচি চালুর পর ফের ‘সুখবর’ দিলেন তৃণমূল বিধায়ক। তাঁর দাবি, অতিদ্রুত ডানলপে তৈরি হতে চলেছে ফুট ব্রিজ।

Sayantika Banerjee
Sayantika Banerjee

গতকাল সায়ন্তিকা সাংবাদিকদের একটি সাক্ষাৎকারে জানান, “একটা সুখবর আছে সকলেরর জন্যে। বিধান সভার অধিবেশন চলা কালীন আমি ডানলপ ফুটব্রিজ নির্মাণের প্রস্তাব দিয়েছিলাম। চেয়ারম্যান আমায় জানিয়েছেন বুধবার দুপুর তিনটের সময় কেএমডিএ-র কর্মীরা আসবেন তার ইন্সপেকশনে।” তৃণমূলের বিধায়ক এও জানিয়েছেন, “আশা করি অতি শীঘ্রই এই ফুটব্রিজ নির্মাণের কাজ শুরু হবে। বরানগরের বহু মানুষ উপকৃত হবেন।”

বিষয়টি নিয়ে সায়ন্তিকা ধন্যবাদ জানিয়েছেন রাজ্য সরকারকেও। তাঁর বক্তব্য, সরকার ব্রিজটির গুরুত্ব বুঝে তৎপরতার সঙ্গে যে প্রস্তাবটি গ্রহণ করেছে তার জন্য তিনি আপ্লুত। উল্লেখ্য, ‘পাশে আছে সায়ন্তিকা’ কর্মসূচিতে তিনি একটি কিউআরকোড দিয়েছিলেন। যেটি ফোন থেকে স্ক্যান করে এলাকাবাসী নিজেদের সমস্যার কথা তুলে ধরতে পারবেন।

WhatsApp Group Join Now

আরও পড়ুন: সুরাপ্রেমীদের জন্য দারুণ খবর 750ml প্রায় 150 টাকা কমে, দুর্গাপুজোর আগেই কমল মদের দাম!

About Author
Ankana Chowdhury

নমস্কার আমার নাম অঙ্কনা চৌধুরী। আমি বিগত দু'বছর ধরে ডিজিটাল মিডিয়াতে কাজের সঙ্গে যুক্ত রয়েছি। এই দু বছরে আমি বিভিন্ন ধরনের বিষয়ের উপরে জেনারেল নিউজ লিখেছি। এবং বর্তমানে আমি অনেকটাই কাজ শিখে এই জেনারেল নিউজ লেখায় নিজেকে সাবলীল করে তুলেছি। এই কয়েক বছরে আমার অভিজ্ঞতা ভীষণই ভালো।