লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Sayak Chakraborty: অভিনেতা হিসেবে নয় বরং জনপ্রিয় ইউটিউবার হিসেবে বিশেষ সম্মান পেলেন অভিনেতা সায়ক চক্রবর্তী

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Sayak Chakraborty: বাংলা ধারাবাহিকের জনপ্রিয় অভিনেতা সাহেব চক্রবর্তীর (Sayak Chakraborty) থেকে তো কম বেশি প্রত্যেকেই চেনেন দীর্ঘ বেশ কয়েক বছর ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত রয়েছেন শায়ক একাধিক ধারাবাহিক অভিনয় করে দর্শকের মন জয় করে নিয়েছেন। ‘কাদম্বিনী’, ‘অগ্নিশিখা’, ‘সাঁঝের বাতি’ -একাধিক ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি। বাংলা অভিনেতা হওয়ার পাশাপাশি সায়ক একজন জনপ্রিয় ইউটিউবার।

সায়ক মহাপ্রভু শ্রী চৈতন্য, করুনাময়ী রানী রাসমণি ধারাবাহিকেও নিজের অসাধারণ অভিনয় করার জন্য খ্যাত। সহযোগী শিল্পী হিসাবে তিনি টানা ২০টি টিভি ধারাবাহিকে কাজ করেছেন। ধারাবাহিকে অভিনয় করার পাশাপাশি তিনি বাওয়ালি আনলিমিটেড, দ্য লাইট: স্বামী বিবেকানন্দ এর মতো ছবিতেও কাজ করেছেন। ২০২০ সালে, তিনি নন্দিতা রায় পরিচালিত বেলা শুরু সিনেমাতেও কাজ করতে দেখা গেছে।

সোশ্যাল মিডিয়াতে দারুণ এক্টিভ থাকেন। অভিনয় করার পাশাপাশি তার ইউটিউবে একটি ব্লগ ভিডিও চ্যানেল রয়েছে। সেখান থেকে প্রতিনিয়ত ভিডিও আপলোড করেন সায়ক। বর্তমানে দীর্ঘ বেশ কয়েক বছর ধরে সায়ক কে টেলিভিশনের পর্দায় দেখতে পাচ্ছে না দর্শক। যা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে সকলের মনে। সকলেই জানতে চাইছেন কবে আবার সায়ক কে টেলিভিশনের পর্দায় দেখতে পাবেন সকলে।

WhatsApp Group Join Now

আসলে অনেকেই বলছেন জনপ্রিয় ইউটিউবার হওয়ার কারণে নাকি সায়ক এর হাতে এখন ভালো কাজ নেই, এই বিষয়ে অভিনেতা সায়ক জানিয়েছেন ভবিষ্যতে কোনো ভালো কাজের অফার পেলে অবশ্যই তিনি কাজ করবেন। সম্প্রতি কিছুদিন আগেই একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অ্যাওয়ার্ড পেয়েছেন সায়ক। এবার অভিনেতা হিসাবে নয়, বরং জনপ্রিয় ব্লগার হিসাবে পুরস্কার পেলেন সায়ক। ২০২৪ এর টেলি সিনে সম্মান অ্যাওয়ার্ড থেকে বিখ্যাত ভ্লগারের পুরস্কার পেলেন সায়ক চক্রবর্তী (Sayak Chakraborty)।

তবে দর্শক অধির আগ্রহে অপেক্ষা করে আছে সায়ক কে আবার টেলিভিশনের পর্দায় দেখার জন্য। বিভিন্ন পারিবারিক ব্লগ নিজের ইউটিউব চ্যানেলে আপলোড করে সায়ক। সেখানে তার মা, বাবা, দাদা, বৌদি সকলকেই দেখা যায়। সায়ক এর বৌদিও একজন জনপ্রিয় অভিনেত্রী। বিভিন্ন ধারাবাহিকের পার্শ্ব চরিত্রে অভিনয় করতে দেখা যায় তাকে। আর সায়ক এর দাদা হলেন জনপ্রিয় একজন সাংবাদিক।

আরও পড়ুন: Paris Olympic 2024: ৭ মাসের অন্তঃসত্ত্ব অবস্থায় অলিম্পিকে অংশগ্রহণ, হেরে গিয়েও গোটা দেশের কুর্নিশ জয় করলো নাদা

About Author
Ankana Chowdhury

নমস্কার আমার নাম অঙ্কনা চৌধুরী। আমি বিগত দু'বছর ধরে ডিজিটাল মিডিয়াতে কাজের সঙ্গে যুক্ত রয়েছি। এই দু বছরে আমি বিভিন্ন ধরনের বিষয়ের উপরে জেনারেল নিউজ লিখেছি। এবং বর্তমানে আমি অনেকটাই কাজ শিখে এই জেনারেল নিউজ লেখায় নিজেকে সাবলীল করে তুলেছি। এই কয়েক বছরে আমার অভিজ্ঞতা ভীষণই ভালো।