লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Sayak Chakraborty: ‘আজকাল টলিউডের ৩ হাজার টাকা দিলে হিরো হিরোইন বানিয়ে দিচ্ছে’ টলিউডের গোপন অন্ধকার দিক ফাঁস করলেন অভিনেতা সায়ক

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Sayak Chakraborty: টেলিভিশনের পর্দার জনপ্রিয় অভিনেতাদের মধ্যে অন্যতম একজন হলেন সায়ক চক্রবর্তী (Sayak Chakraborty)। দীর্ঘ কয়েক বছর ধরেই টেলিভিশন জগতে বিভিন্ন চরিত্রে অভিনয় করে এসেছেন সায়ক। বিভিন্ন জনপ্রিয় ধারাবাহিকের পার্শ্ব চরিত্রে আমরা সায়ক কে দেখতে পেয়েছি। বর্তমানে ধারাবাহিক জগতে তাকে খুব একটা দেখা না গেলেও সোশ্যাল মিডিয়াতে কিন্তু দারুণ সক্রিয় থাকেন অভিনেতা। ইউটিউবে তার নিজস্ব একটি চ্যানেল রয়েছে।

সেখান থেকে নিত্যদিনের ভ্লগ ভিডিও আপলোড করে থাকেন অভিনেতা। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নেটিজেন এবং তার ফ্যানের সঙ্গে সব সময় সংস্পর্শে থাকেন সায়ক। দীর্ঘদিন ধরেই সায়কের ফ্যানরা টেলিভিশনের পর্দায় তাকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন। তবে অনেকদিন হয়ে গেল সায়ক কে নতুন কোন ধারাবাহিকে, নতুন কোন চরিত্রে দেখা যায়নি। এবারে টলিউডের এক গোপন সত্যি সাক্ষাৎকারে সকলের সামনে ফাঁস করলেন সায়ক।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সায়ক জানিয়েছেন টলিউডের নাকি এখন টাকা দিলেই হিরো হিরোইন বানিয়ে দেওয়া হচ্ছে। অভিনেতার কথায় ‘চারিদিকে সবাই একটা করে দোকান খুলে বসেছেন। স্রেফ এগুলোকে দোকান বলা যায়। আসো ভাই ৩ হাজার টাকা দাও তোমাকে আমি হিরো বানিয়ে দেব। বা তোমাকে আমি স্টার বানিয়ে দেব। এসবের মিথ্যে প্রতিশ্রুতি দেয়।’ সায়ক আরও বলেন ‘৩ হাজার টাকা দিতে হবে মানে? হ্যাঁ ওই টাকা নিলে কাজ দিচ্ছে কিন্তু জুনিয়র আর্টিস্টের। এবার সেটাকেই তাঁরা স্টার বলছে। কী বলব আর!’

সায়ক জানান অনেক সময় এই ধরনের অনেক ভুয়ো অফার চলে আসে শিল্পীদের কাছে। সে সমস্ত ভুয়ো ফাঁদ থেকে কি করে বেঁচে ফেরত আসবে সেই টিপসও দিয়েছে সায়ক। অভিনেতা জানান, ‘টাকা পয়সার ব্যাপার যদি এড়াতে চাও তাহলে আমি নিজে যেটা মানি সেটা করতে পারো। আমার তো এই ইন্ডাস্ট্রিতে কোনও ব্যাকবোন ছিল না। ইন্ডাস্ট্রির কোনও বাবা মাও ছিল না।

WhatsApp Group Join Now

তো সেখানে দাঁড়িয়ে আমি যেটা করেছি, সিরিয়ালের শেষে যে নাম দেখানো হয় সেখানে মেকার্সদের নাম দেখানো হয়। এখানেই থাকে কার্যনির্বাহী প্রযোজকদের। তাঁদের নামে দেখে ফেসবুকে সার্চ করে সেখানে নিজের প্রোফাইল ছবি পাঠাই। ওদের অ্যাপ্রোচ করলে ওদের সেটা মাথায় থাকে। ওরাও নতুন অভিনেতা চান। আর তোমার প্রোফাইল ভালো হলে, ছবি ভালো হলে নিশ্চয় ডাকবে। মেসেজ দেখবে। নেবে। এটাই সবথেকে সহজ উপায় চ্যানেলের যাচ্ছে পৌঁছানোর জন্য।’

আরও পড়ুন: TRP List: উড়ানের হাওয়ায় টিআরপি তালিকা থেকে ছিটকে গেলো জগদ্ধাত্রী, প্রকাশ্যে এলো চলতি সপ্তাহের TRP লিস্ট

About Author
Ankana Chowdhury

নমস্কার আমার নাম অঙ্কনা চৌধুরী। আমি বিগত দু'বছর ধরে ডিজিটাল মিডিয়াতে কাজের সঙ্গে যুক্ত রয়েছি। এই দু বছরে আমি বিভিন্ন ধরনের বিষয়ের উপরে জেনারেল নিউজ লিখেছি। এবং বর্তমানে আমি অনেকটাই কাজ শিখে এই জেনারেল নিউজ লেখায় নিজেকে সাবলীল করে তুলেছি। এই কয়েক বছরে আমার অভিজ্ঞতা ভীষণই ভালো।