লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Sabarmati Express Derailed: ফের ভয়াবহ রেল দুর্ঘটনা! কানপুরের কাছে লাইনচ্যুত হলো সবরমতী এক্সপ্রেস, ১৩০০ যাত্রী ছিল ট্রেনে

Updated on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Sabarmati Express Derailed: ফের আরো একবার রেল দুর্ঘটনার সাক্ষী থাকলো গোটা দেশ। আজ ১৭ই আগস্ট ভোরবেলা ভয়ংকর রেল দুর্ঘটনা হয় উত্তরপ্রদেশে। লাইন থেকে ছিটকে যায় সবরমতী এক্সপ্রেস এর ২০টি বগি। জানা গিয়েছে এই ট্রেনে মোট ১৩০০ যাত্রী ছিলেন। তবে এখনো পর্যন্ত কোন যাত্রীর ক্ষতির খবর পাওয়া যায়নি।

রিপোর্ট অনুযায়ী, শনিবার ভোররাতে উত্তর প্রদেশের কানপুর ও ভীমসেন স্টেশনের মাঝে লাইনচ্যুত হয়ে যায় ১৯১৬৮ নং সবরমতী এক্সপ্রেস। ট্রেনটি লাইনচ্যুত হওয়ার পরই উদ্ধারকাজ শুরু করে রেল কর্তৃপক্ষ। যাত্রীদের উদ্ধার করার পর কানপুর পর্যন্ত তাদের পৌঁছে দেওয়ার দায়িত্ব নেয় রেল। রেল সূত্রের খবর, একটি বোল্ডার ছিল রেল লাইনে। তাতে ধাক্কা লাগে ইঞ্জিনের। ফলে ক্ষতিগ্রস্ত হয় সেই ইঞ্জিন, তার জেরেই এই দুর্ঘটনা (Sabarmati Express Derailed)।

ট্রেনের লাইনচ্যুত হওয়া নিয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখেন, ‘সবরমতী এক্সপ্রেসের (বারানসী থেকে আমদাবাদ) ইঞ্জিনটি ট্র্যাকের উপর রাখা একটি বস্তুকে আঘাত করে এবং আজ ভোররাক ২চটো ৩৫ মিনিটে কানপুরের কাছে লাইনচ্যুত হয়। ট্রেনে তীক্ষ্ণ আঘাতের চিহ্ন দেখা গিয়েছে। প্রমাণ সুরক্ষিত। আইবি ও ইউপি পুলিশও এ নিয়ে কাজ করছে। যাত্রী বা কর্মীদের কোন আঘাতও আঘাত লাগেনি। আমদাবাদ পর্যন্ত যাত্রার উদ্দ্যেশ্যে যাত্রীদের জন্য ট্রেনের ব্যবস্থা করা হয়েছে।’

সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে, আজ ভোররাতে ইঞ্জিনের সঙ্গে লাইনে থাকা একটি বোল্ডারের ধাক্কা লাগে সবরমতী এক্সপ্রেসের। তার জেরেই এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। দুর্ঘটনার খবর পেয়েই সেখানে ছুটে যান রেল আধিকারিকরা। দুর্ঘটনাস্থলে পাঠানো হয় উদ্ধারকারী ট্রেন। এদিকে ট্রেনে থাকা যাত্রীদের নিরাপদে কানপুরে নিয়ে আসতে বাসের ব্যবস্থা করা হয়। বাসে করেই দুর্ঘটনাস্থল থেকে কানপুরে নিয়ে আসা হয় যাত্রীদের। দুর্ঘটনার পর ওই লাইনে বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে।

WhatsApp Group Join Now

এছাড়া কিছু ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে। কয়েকটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে রেলের তরফে। নম্বরগুলি হল- ০৫৩২-২৪০৮১২৮, ০৫৩২-২৪০৭৩৫৩, ০৫৩২-২৪০৮১৪৯। প্রসঙ্গত উল্লেখ্য গত কয়েক মাসে বেশ কয়েকটি রেল দুর্ঘটনার খবর উঠে এসেছে। যা নিয়ে বেশ ক্ষুব্ধ রয়েছেন সাধারণ জনতা। রেলের প্রতি তাদের অভিযোগ বেড়েই চলেছে। দিনের পর দিন এভাবে যদি যাত্রী সুরক্ষা নিয়ে প্রশ্ন ওঠে তাহলে কি ভবিষ্যতে রেলকে যাতায়াতের মাধ্যমে হিসেবে বেছে নিতে ভারতীয়রা?

আরও পড়ুন: Today’s Horoscope: আজ শনিদেবের কৃপায় আর্থিক উন্নতি হবে এই পাঁচ রাশির! চোখ রাখুন আজকের রাশিফলে

About Author
Ankana Chowdhury

নমস্কার আমার নাম অঙ্কনা চৌধুরী। আমি বিগত দু'বছর ধরে ডিজিটাল মিডিয়াতে কাজের সঙ্গে যুক্ত রয়েছি। এই দু বছরে আমি বিভিন্ন ধরনের বিষয়ের উপরে জেনারেল নিউজ লিখেছি। এবং বর্তমানে আমি অনেকটাই কাজ শিখে এই জেনারেল নিউজ লেখায় নিজেকে সাবলীল করে তুলেছি। এই কয়েক বছরে আমার অভিজ্ঞতা ভীষণই ভালো।