গতবছরের অক্টোবরেই ধুমধাম করে সাজিক বিয়ে করেন অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায় এবং তাঁর প্রেমিক সায়নদ্বীপ সরকার। যদিও এরও এক বছর আগে সেরে রেখেছিলেন আইনি বিয়ে। এরপর আইনি নিয়ে সেরে কিছুদিনের মধ্যেই ভক্তদের মাঝে সন্তান আসার সুখবর ভাগ করে নেন তিনি। নভেম্বরেই অভিনেত্রী এই খুশির খবর ভাগ করে নিয়ে সমাজমাধ্যমে পোস্ট করলে সংবাদ মাধ্যমের চর্চায় উঠে আসেন অভিনেত্রী। শুনতে হয়েছিল কটাক্ষ। এখানেই শেষ নয় কিছুদিন আগে পুত্র সন্তান চাওয়ার জন্যও কটাক্ষের স্বীকার হতে হয় তাঁকে।
অবশেষে নতুন বছরের জানুয়ারির একদম শেষে এসে নতুন মা বাবা হওয়ার খবর দিলেন রূপসা সায়ন। এই খবর দিয়েছেন অভিনেত্রী নিজেই। এদিন একটি সংবাদমাধ্যমে এক বিজ্ঞপ্তি দিয়ে অভিনেত্রী জানান গত ২৬শে জানুয়ারি তিনি মা হয়েছেন। এখন তিনি বাড়িতে রয়েছেন। তিনি এবং তাঁর সন্তান এখন পুরোপুরি সুস্থ রয়েছেন। এছাড়াও সকলের আশির্বাদ প্রার্থনা করেছেন অভিনেত্রী।
Rupsa-Shayandeep Baby : তবে রূপসার ছেলে হলো না মেয়ে?

এই প্রশ্ন নিশ্চই অনেকের মনেই ভিড় করেছে। এই প্রশ্নের উত্তরে রূপসা জানান এই উত্তর তিনি এখনই দেবেন না। তবে সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী পুত্র সন্তানের জন্ম দিয়েছেন ভানুমতির খেল ধারাবাহিক খ্যাত অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায়। তাঁর স্বামী সায়নদ্বীপের সমাজমধ্যম পোস্টেও এরই ইঙ্গিত পাওয়া গেছে। সায়নদ্বীপের সমাজ মাধ্যমে দেওয়া ছবিতে দেখা যাচ্ছে বাবার আঙুল ধরে রয়েছেন এই খুদে। এই ছবির ক্যাপশনে রূপসার স্বামী লিখেছেন বিলম্বিত প্রজাতন্ত্র দিবস এবং জন্মদিনের শুভেচ্ছা জুনিয়র।
এদিকে চুটিয়ে মাতৃত্বের স্বাদ গ্রহণ করছেন অভিনেত্রী এমনটাই জানাচ্ছেন তিনি। এদিন তিনি সাফ জানিয়েছেন এই প্রাইম সময়ে কোনো রকম কটাক্ষতে কান দিতে চান না অভিনেত্রী রুপসা চট্টোপাধ্যায়। এক্ষেত্রে সায়নদ্বীপকেই নিজের সবচেয়ে বড় সাপোর্ট সিস্টেম বলে চিহ্নিত করেছেন অভিনেত্রী। সম্প্রতি রুক্মিণী অভিনীত বিনোদিনী ছবিতেও দেখা মিলেছে এই অভিনেত্রীর। সেখানে এই ছবির একটি প্রিমিয়ারেও তাঁকে দেখা যায়। আপাতত মাতৃত্বকালীন ছুটি কাটাচ্ছেন রূপসা চট্টোপাধ্যায়। তবে জানা যাচ্ছে এপ্রিল বা মে মাদ নাগাদ কাজে ফিরতে চলেছেন বাংলার এই অভিনেত্রী। বয়সের হিসেবে এখনও ৩০ পার করেননি অভিনেত্রী। অল্প বয়সে মা হচ্ছেন ঠিকই তবে এই বিষয়ে অনুশোচনা নেই তাঁর তাই যতক্ষণ সম্ভব মজা নিচ্ছেন এই বিশেষ সময়ের।