লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Rukmini Maitra: আম্বানির অনুষ্ঠানে উপস্থিত রুক্মিণী, দেবের অনুপস্থিতি নিয়ে উঠছে প্রশ্ন

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Rukmini Maitra: গত ১৪ই জুলাই ছিল অনন্ত এবং রাধিকা আম্বানির বিয়ের অনুষ্ঠানের শেষ পর্ব। ওইদিন ছিল রিসেপশন পার্টি। আর এই রিসেপশন পার্টিতে উপস্থিত ছিলেন টলিউডের সমস্ত বিশিষ্ঠ মানুষেরা। টলিউডের একেক তারকা ওইদিন একেক রকম সাজে ধরা দিয়েছেন।

তবে সবথেকে বেশি যার সাজসজ্জা স্টাইল নিয়ে কথা হয়েছে তিনি হলেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র (Rukmini Maitra )। রুক্মিণীকে ওইদিন একদম অন্যরকম লাগছিল। অনন্ত-রাধিকার প্রীতিভোজের অনুষ্ঠানে রেড কার্পেটে সোনালি গাউনে সেজে উঠেছিলেন রুক্মিণী মৈত্র। রুক্মিণীর পাশাপাশি ঐদিন রিসেপশনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশ-নুসরত, রাইমা সেন, শাশ্বত চট্টোপাধ্যায়, সুস্মিতা চট্টোপাধ্যায়রা।

তবে ওইদিন রুক্মিণীর পাশে দেব কে দেখতে না পেয়ে হতাশ হয়েছেন দেব রুক্মিণীর ভক্তরা। অন্যদিকে জুটি বেঁধে এক ফ্রেমে ধরা দিয়েছেন যশ নুসরাত। রুক্মিণী যখন মুম্বইতে আম্বানিদের রিসেপশনে ছিলেন তখন দেব কোথায় ছিলেন? এই প্রশ্ন বারবার উঠেছে দেব ভক্তদের মনে টলিউড সুপারস্টার আসলে কলকাতাতেই ছিলেন। তবে রবিবার রাতে তাঁর দলবল নিয়ে ক্রিকেট খেলায় মজেছিলেন অভিনেতা সাংসদ। সেই ছবি নিজেই শেয়ার করেছেন দেব। সেখানেই দেখা গেল, পিচ থেকে ঘামঝরানো লুকে নিজস্বী পোস্ট করেছেন অভিনেতা।

WhatsApp Group Join Now

চলতি বছরের লোকসভা ভোটে বিপুল ভোটে জয়ী হয়েছেন দেব। জয়ী হয়ে তৃতীয়বারের জন্য সাংসদ পদে নির্বাচিত হয়েছেন ঘাটালে। অন্যদিকে ঝুলিতেও একগুচ্ছ সিনেমার কাজ। ‘খাদান’ রিলিজের অপেক্ষায়। তার পর ‘রঘু ডাকাত’-এর কাজও শুরু করবেন তিনি। চলতি বছর পুজোতেই মুক্তি পাবে সৃজিত পরিচালিত এবং দেব অভিনীত ‘টেক্কা’। সবমিলিয়ে অভিনেতা দেব এখন দারুণ ব্যস্ত।

আরও পড়ুন: Shovan-Sohini Wedding: আইনিভাবে বিয়ে সারলেন সোহিনী শোভন, দর্শনা-সৌরভ থেকে অঙ্কিতা, কারা কারা উপস্থিত ছিলেন এই বিয়েতে?

About Author
Ankana Chowdhury

নমস্কার আমার নাম অঙ্কনা চৌধুরী। আমি বিগত দু'বছর ধরে ডিজিটাল মিডিয়াতে কাজের সঙ্গে যুক্ত রয়েছি। এই দু বছরে আমি বিভিন্ন ধরনের বিষয়ের উপরে জেনারেল নিউজ লিখেছি। এবং বর্তমানে আমি অনেকটাই কাজ শিখে এই জেনারেল নিউজ লেখায় নিজেকে সাবলীল করে তুলেছি। এই কয়েক বছরে আমার অভিজ্ঞতা ভীষণই ভালো।