লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Ronaldo-Dhoni: থালা ফর আ রিজন! ইউরো অভিযানের আগে রোনাল্ডো-ধোনি মিল ফিফা

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Ronaldo-Dhoni: দুজনের খেলার সঙ্গী বল। দুজনেই দাপিয়ে বেরান মাঠে।একজন পা দিয়ে বিশ্ব জয় করেছেন একজন হাত পায়ের জাদুতে বিশ্ববাসীর মন জয় করেছেন। দুজনকেই এক পংক্তিতে বসানো যায়। এবার সত্যি সত্যি দুজনে এক হবেন। একই সাড়িতে বসবেন মহেন্দ্র সিং ধোনি এবং সিআর সেভেন অর্থাৎ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সেই গর্বের দিনটি দেখার সুযোগ হবে বিশ্বের মানুষের। ইউরো কাপ ফুটবলে আসছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। প্রথম প্রতিদ্বন্দ্বী হিসেবে থাকবে চেক প্রজাতন্ত্র।

মিলে গেল ক্রিকেট ফুটবল:

ইতিমধ্যেই মাঠে তাকে ঝড় তুলতে দেখার সৌভাগ্য হয়েছে দর্শকদের। ফিফা ওয়ার্ল্ড কাপ পেজে তার আগে এক নয়া চমক। আপলোড করা হলো থালা এবং সিআর সেভেনের ছবি। আবেগে আপ্লুত ভক্তরা। এ যেন মেঘ না চাইতেই জল। ভালোবাসার দুই মানুষকে এক প্রেমে দেখে চোখ যেন ভরছে না। রোনাল্ডোর জার্সি নম্বর ৭ আবার ভারতের কিংবদন্তি ধোনির জার্সি নম্বর সাত (Ronaldo-Dhoni)। সেখানেই তো মিলেমিশে এক হয়ে গিয়েছেন তারা। দুজনের একসাথে ইতিপূর্বে কখনো দেখা হয়েছে কিনা তা মনে করে বলতে পারছেন না ভক্তরা তবে একসাথে তাদের মিলিয়ে দিয়েছে ফিফা।

রোনাল্ডো এবং ধোনি:

WhatsApp Group Join Now

থালাই ভি বা থালা চেন্নাই সুপার কিংসের অধিনায়ককে ভালোবেসে এই নামেই ডেকে থাকেন তার অনুরাগীরা। আর সেই নাম দিয়ে এই সম্মোহিত করা হলো রোনালদোকে। আসলে কন্নড় ভাষায় থালা শব্দের অর্থ হলো দাদা। বিশ্বের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফা ভারত বর্ষের বন্দিত মানুষটিকে বসিয়ে দিয়েছেন রোনাল্ডোর সঙ্গে। তাও আবার দাদার আসনে। এ শুধু ভারত নয় গোটা বিশ্বের ধনী ভক্তদের কাছে এক পরমপ্রাপ্তি তা বলাই বাহুল্য। কিন্তু এ খবর কি পৌঁছে গিয়েছে মহেন্দ্র সিং ধোনি কিংবা রোনাল্ডোর কাছে। হয়তো গিয়েছে, তারা ভক্তদের উদ্দেশ্যে এবং ফিফার জন্য কি প্রতিক্রিয়া দেয় তা দেখার জন্য উন্মুখ হয়ে রয়েছেন অনুরাগীরা।

আরও পড়ুন: Viral Video: গরুর গায়ে ফুটিয়ে তুলেছেন অসাধারণ শিল্পকর্ম, সহজেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

About Author
Adhrit Roy

বিগত প্রায় চার বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।