লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Richa Chadha-Ali Fazal: সন্তান জন্মের পর প্রথমবার ছবি পোস্ট করলেন রিচা এবং আলী, কমেন্ট বক্স ভোরে উঠেছে শুভেচ্ছা বার্তায়

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Richa Chadha-Ali Fazal: গত মঙ্গল বার ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন বলিউড অভিনেত্রী রিচা আড্ডা এবং অভিনেতা আলী ফজল((Richa Chadha-Ali Fazal))। কন্যা সন্তান ঘরে আসার পর থেকেই তাদের খুশির ঠিকানা নেই, সন্তানের মুখ দেখেই এখন কেটে যাচ্ছে নতুন বাবা-মার সময়। সন্তান জন্ম দেওয়ার পর প্রথমবার সোশ্যাল মিডিয়াতে কন্যা সন্তানের ছবি পোস্ট করলেন অভিনেতা অভিনেত্রী।

যা দেখে নেটিজেনরা আদরে, ভালবাসায় ভরিয়ে দিয়েছে কমেন্ট বক্স। ২০২০ সালে আইনি মতে বিবাহবন্ধনে আবদ্ধ হন রিচা-আলি। তবে সামাজিকভাবে বিয়ে সারেন তারও বছর দুয়েক বাদে। চলতি বছর ফেব্রুয়ারি মাসে প্রথম বার নিজেদের সন্তান আসার সুখবর সোশ্যাল মিডিয়ায় সকলের সঙ্গে ভাগ করে নেন রিচা এবং আলী। কমেন্ট বক্স ভোরে উঠে শুভেচ্ছা বার্তায়।

তারপর থেকে নতুন সদস্য আসার দিন গুনতে থাকে দুজনে। অবশেষে গত ১৬ই জুলাই মঙ্গলবার ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেয় রিচা। তার দুদিন বাদে সোশ্যাল মিডিয়ায় সকলকে সুখবর দেন আলী। জানান, মা ও সন্তান সুস্থ আছে। মেয়ের জন্মে পরিবারের সবাই খুশি।

শনিবার মেয়ের প্রথম ছবি পোস্ট করে রিচা-আলি লিখেছেন, “আমাদের জীবনের সবচেয়ে বড় মেলবন্ধনের ঘোষণা একটি মিলিত পোস্টেই করছি। আমরা সত্যিই আশীর্বাদ পেয়েছি। আমাদের এই ছোট্ট মেয়ে আমাদের খুব খুব ব্যস্ত রাখছে। তাই আপনাদের ভালোবাসা ও আশীর্বাদের জন্য অনেক ধন্যবাদ।”

WhatsApp Group Join Now

তবে পোস্টে মেয়ের মুখ দেখাননি রিচা এবং আলি। শুধু তার কন্যা সন্তানের ছোট্ট ছোট্ট পায়ের ছবি পোস্ট করেছেন দুজন। এখনই মেয়ের মুখ সকলের সামনে আনতে চাইছেন না তারকা দম্পতি। ছবি পোস্ট করার সাথে সাথে বলিউডের একাধিক তারকা অভিননন্দন জানিয়েছেন। প্রিয়াঙ্কা চোপড়া, তাপসী পান্নু, জিমি শেরগিল, নীতি মোহন থেকে শুরু করে প্রত্যেকেই শুভেচ্ছা বার্তা জানিয়েছে কমেন্ট বক্সে।

আরও পড়ুন: টলিপাড়ায় এবার নতুন জুটি! ৪০-এ এসে শুভাশিসের প্রেম পড়লেন অভিনেত্রী মনামী

About Author
Ankana Chowdhury

নমস্কার আমার নাম অঙ্কনা চৌধুরী। আমি বিগত দু'বছর ধরে ডিজিটাল মিডিয়াতে কাজের সঙ্গে যুক্ত রয়েছি। এই দু বছরে আমি বিভিন্ন ধরনের বিষয়ের উপরে জেনারেল নিউজ লিখেছি। এবং বর্তমানে আমি অনেকটাই কাজ শিখে এই জেনারেল নিউজ লেখায় নিজেকে সাবলীল করে তুলেছি। এই কয়েক বছরে আমার অভিজ্ঞতা ভীষণই ভালো।