Ekchokho.com 🇮🇳

Reliance Jio Recharge Plan: জিওর তরফে ৪৪৮ টাকার প্ল্যানে এলো পরিবর্তন, যুক্ত হলো ১৮৯ টাকার নতুন প্ল্যান

Published On:
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

সম্প্রতি প্রকাশিত একটি বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে রিলায়েন্স জিও (Reliance Jio Recharge Plan) তাদের রিচার্জ প্ল্যানে বিশেষ পরিবর্তন এনেছে। জানা যাচ্ছে সংস্থাটি ১৮৯ টাকার রিচার্জ প্ল্যানটিও আবার চালু করেছে। এবং ৪৪৮ টাকার রিচার্জ প্ল্যানের দামের অনুযায়ী প্যাকেও কিছু পরিবর্তন আনা হয়েছে। মূলত গ্রাহকদের আরও বেশি সুবিধা প্রদানের জন্য এই সিদ্ধান্ত নিয়েছে এই সংস্থাটি। বিশদে জানতে আজকের প্রতিবেদনটি পড়ে নিন।

১৮৯ টাকার নতুন প্রিপেইড প্ল্যান চালু করলো জিও (Reliance Jio Recharge Plan)

এই প্ল্যানটি কিছুদিন বন্ধ থাকার পর পুনরায় চালু করেছে ১৮৯ টাকার প্রিপেইড প্ল্যানটি। যা সাশ্রয়ী মূল্যের প্যাকগুলির আওতায় আনা হয়েছে। যা ২৮ দিনের বৈধতা সহ একাধিক সুবিধা প্রদান করে।

Reliance Jio Recharge Plan চলুন বিশদে দেখে নিই:

১. প্ল্যান চলাকালীন মোট ২ জিবি হাইস্পিড ডেটা পরিষেবা।

২. সীমাহীন ভয়েস কল

৩. ৩০০টি ফ্রি এসএমএস

৪. এছাড়াও জিও (Reliance Jio Recharge Plan) টিভি, জিওসিনেমা, জিও ক্লাউড ব্যবহারের সুযোগ থাকবে।

মূলত যেসব গ্রাহকদের ডেটা খুব বেশি ব্যবহার করতে হয়না একমাত্র তাদের জন্যই এই বিশেষ সেভিংস প্ল্যানটি পুনরায় চালু করা হয়েছে। অল্প খরচে ডেটা, কলিং এমনকি এসএমএসের সুবিধাও পাবেন গ্রাহকরা।

এছাড়াও ৪৪৮ টাকার রিচার্জ প্ল্যানেও বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। মূলত দাম অনুযায়ী প্ল্যানটিতে সামঞ্জস্য আনা হয়েছে। এই বিশেষ রিচার্জ প্যাকটিকে জিওর (Reliance Jio Recharge Plan) তরফে গ্রাহকদের জন্য আরও বেশি সুবিধাজনক করে প্রকাশ করা হয়েছে। এর মাধ্যমে গ্রাহকরা নিজেদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারবেন। এর মাধ্যমে রিলায়েন্স জিও (Reliance Jio Recharge Plan) সংস্থাটি তাদের রিচার্জ প্ল্যানগুলো আরও নমনীয় এবং সাশ্রয়ী করে তুলেছে। এর মাধ্যমে গ্রাহকরা নিজেদের পছন্দ মতো সাশ্রয়ী প্ল্যান বেছে নিতে পারে।

About Author
Parna Mandal

আমি পর্ণা মন্ডল। একজন নিউজ রাইটার। গত ২ বছর ধরে এই প্রফেশনের সাথে যুক্ত রয়েছি। ট্রেন্ডিং, বিনোদন, স্বাস্থ্য, বিনিয়োগ, চাকরির খবর সহ একাধিক ক্ষেত্রে খবর লিখতে পারদর্শী।