লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Jio-র দুর্দান্ত অফার! আর ২৮ দিনের নয়, এই সস্তার রিচার্জ প্ল্যানে পাবেন ১ মাসের ভ্যালিডিটি

Updated on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Jio Recharge Plan: এবারের রিলায়েন্স জিও তাদের গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে বাজারে নিয়ে এলো দুর্দান্ত একটি রিচার্জ প্ল্যান। গত জুলাই মাসে রিচার্জ মূল্য বাড়িয়ে তোলার ফলে বিপাকে পড়েছিল বহু গ্রাহক। তাই এবার গ্রাহকদের কথা মাথায় রেখে নিজেদের দুর্দান্ত একটি রিচার্জ প্ল্যান নিয়ে এলো বাজারে রিলায়েন্স জিও (Jio)।

এই রিচার্জে রয়েছে আনলিমিটেড কল, দৈনিক ১.৫ জিবি ডেটা, পাশাপাশি থাকছে ৩০ দিনের ভ্যালিডিটি৷ আসলে বর্তমানে সবকটি টেলিকম কোম্পানিতে ২৮ দিনের বৈধতা সহ রিচার্জ প্ল্যান পাওয়া যায়। আসলে বর্তমানে ৩০ দিনের রিচার্জ প্ল্যান এর বৈধতা কোন কোম্পানি দেয় না। কিন্তু জিও গ্রাহকদের কথা মাথায় রেখে বাজারে এই নতুন প্ল্যান নিয়ে এসেছে।

সহজ ভাষায় বলতে গেলে ধরুন আপনি যদি ৫ মার্চ রিচার্জ করেন, তাহলে প্ল্যানটি ৪ এপ্রিল পর্যন্ত সক্রিয় থাকবে এবং আপনাকে ৫ এপ্রিল আবার রিচার্জ করতে হবে। জিওর এই রিচার্জ প্ল্যানটির মূল্য ৩১৯ টাকা। এই রিচার্জ প্ল্যানে আপনি ১.৫জিবি দৈনিক ডেটা সহ হাইস্পিড ইন্টারনেট পাবেন।

দৈনিক কোটার ডেটা যদি শেষ হয়ে যায় তাহলেও গ্রাহক ডেটা ব্যবহার করতে পারবেন, তবে সে ক্ষেত্রে ইন্টারনেটের স্পিড কমে যাবে। এছাড়াও আপনি অতিরিক্ত চার্জ ছাড়াই ভারতের যেকোনো নেটওয়ার্কে সীমাহীন কল করতে পারবেন। আর প্রতিদিন ১০০ টি এমএমএস পাবেন ৩০ দিনের বৈধতা সহ।

WhatsApp Group Join Now

এই রিচার্জ প্ল্যানটির বৈশিষ্ট্য হলো প্ল্যানটি রিচার্জের তারিখ থেকে এক মাস পরের মাসের একই তারিখের আগের দিন পর্যন্ত সক্রিয় থাকবে৷ এছাড়াও জিও আরোও একটি প্ল্যান রয়েছে। ২৯৬ টাকার প্ল্যান। এই প্ল্যানে আনলিমিটেড কলিং, প্রতিদিন ১০০ এসএমএস এবং ৩০ দিনের জন্য ২৫ জিবি ডেটা পাওয়া যাচ্ছে৷ ২৫৯ টাকার প্ল্যানটি ৩১৯ টাকার প্ল্যানের মতোই ক্যালেন্ডার-মাসের ভ্যালিডিটির সুযোগ দেয়৷

আরও পড়ুন: INR to BDT: হাসিনা সরকারের পতনের সাথে সাথে মুখ থুবড়ে পড়েছে BDT, ভারতের ১০০ টাকায় কত পাবেন বাংলাদেশি টাকা?

About Author
Ankana Chowdhury

নমস্কার আমার নাম অঙ্কনা চৌধুরী। আমি বিগত দু'বছর ধরে ডিজিটাল মিডিয়াতে কাজের সঙ্গে যুক্ত রয়েছি। এই দু বছরে আমি বিভিন্ন ধরনের বিষয়ের উপরে জেনারেল নিউজ লিখেছি। এবং বর্তমানে আমি অনেকটাই কাজ শিখে এই জেনারেল নিউজ লেখায় নিজেকে সাবলীল করে তুলেছি। এই কয়েক বছরে আমার অভিজ্ঞতা ভীষণই ভালো।