লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Reliance Jio: বেশি লাভ করতে চাওয়াই কাল হলো; আবারও সস্তা প্ল্যানে ফিরছে রিলায়েন্স জিও

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Reliance Jio: সবার প্রথম সস্তায় রিচার্জ পরিষেবা চালু করেছিল জিও।। কিন্তু সেসব এখন অতীত। জিও বাড়িয়ে দিয়েছে তাদের প্ল্যানের দাম। প্রায় ২৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে রিচার্জের দাম। যার ফলে নাভিশ্বাস উঠেছে আমজনতার। বহু মানুষ প্রথমে পুরনো জিও সিম ব্যবহার করতেন এরপরে দাম বাড়াতে তাদের মাথায় পড়েছে বাজ। অনেকেই ইতিমধ্যে অন্য টেলিকম সংস্থায় তাদের সিম পোর্ট করিয়ে ফেলেছেন। কিন্তু তা সত্বেও রিচার্জের দাম কমায়নি জিও।

শুধু জিও নয় তার মতন Airtel Vodafone আইডিয়ার মতন টেলিকম সংস্থাগুলি বাড়িয়ে দিয়েছে রিচার্জ ট্যারিফ। টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া স্পষ্ট জানিয়ে দিয়েছিল এই দাম বাড়ার পেছনে তাদের কোন হাত নেই। কেন দাম বাড়ছে সেই কারণ দর্শাতে পারেননি তারা। এদিকে ব্যাপক লোকসানের মুখে পড়েছে মুকেশ আম্বানির সংস্থা এই সময় তাদের রিচার্জর দাম আবার কমিয়ে দিল। নিজেদের ভুল বুঝতে পেরে শেষ পর্যন্ত রিচার্জের দাম কমিয়ে দিয়েছে jio। বেশ কয়েক বছর আগে জিও লঞ্চ করেছিল স্মার্টফোন।

জিওর স্মার্টফোন:

তাতে ফোরজি পরিষেবা সহ আরো নানান সুযোগ-সুবিধা দেওয়া হতো খুব কম টাকায়। এবার মানুষের মন ভরাতে আবারো সেই ধরনের ফোন বাজারে এনেছে জিও। আগেই এই সিরিজের তিনটি স্মার্টফোন বাজারে এনেছিল তারা এবারে আসছে আরো নতুন একটি মডেল। এর নামকরণ করা হয়েছে জিও ভারত যে ওয়ান। চতুর্থ মডেল লঞ্চ করার পর থেকেই সাধারণ মানুষের মধ্যে খুশির হাওয়া। এটি একটি ফোরজি ফোন। সাধারণ স্মার্টফোনের তুলনায় এর দাম অনেকটাই কম। সাধারণ কল হোক কিংবা ভিডিও রেকর্ডিং ভিডিও কলিং সমস্ত সুবিধায় পাবেন এই মোবাইলে।

শুধু তাই নয় থাকছে ফোরজি নেটওয়ার্ক। অর্থাৎ মনের মতন ইন্টারনেট ডাটা ব্যবহার করতে পারবেন। রয়েছে জিওর যাবতীয় সুবিধা যেমন জিও সাবন জিও সিনেমা। দামের দিক থেকে তো কোন কথাই নেই। মাত্র ১৭৯৯ টাকায় আনা হয়েছে এই স্মার্টফোন। এক বছরের রিচার্জ করতে যে খরচ হয় জিওর তার থেকেও কম দামে নিয়ে আসা হয়েছে জিওর এই স্মার্টফোন। তবে এই ফোনটিতে অনলাইন শপিং কিম্বা অন্যান্য সুযোগ-সুবিধা পাওয়া যাবে না। এই ফোনে কেবলমাত্র ভিডিও দেখা ভিডিও রেকর্ডিং ইত্যাদি করা যাবে। শুরুর দিন থেকেই বেশ সাড়া ফেলে দিয়েছে এই মোবাইল।

WhatsApp Group Join Now
রিচার্জ সুবিধা:

সবচেয়ে কম টাকায় স্মার্টফোন কেনার জন্য রীতিমতো ুলস্থুল পড়ে গিয়েছে। এই ফোনে রিচার্জ করতে খরচ হবে? মাসে মাত্র ৭৫ টাকা। ফোন থেকে গান শোনা সিনেমা দেখার সবকিছুই করতে পারবেন। ২৮ দিনের আনলিমিটেড কল এবং ১৪ জিবি ডাটা মিলবে এই ফোনে। আপনিও কি এই স্মার্টফোন কিনতে চান তবে আর দেরি করবেন না।

আরও পড়ুন: Online Payment: অনলাইন পেমেন্টেও জিএসটি! পকেট থেকে খসবে বাড়তি টাকা

About Author
Adhrit Roy

বিগত প্রায় চার বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।