লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Kolkata Tram: কলকাতার রাস্তায় আর দেখা যাবে না ট্রাম, চিরতরে বন্ধ হয়ে যাবে ট্রাম পরিষেবা

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Kolkata Tram: কলকাতার ঐতিহ্য গুলির মধ্যে অন্যতম একটি হল ট্রাম। কলকাতার ট্রামের (Kolkata Tram) সঙ্গে কত মানুষের কত নস্টালজিক স্মৃতি জড়িয়ে রয়েছে। কিন্তু এবারে হয়তো সেই ঐতিহ্য কেই চির বিদায় জানাতে হবে আমাদের। কলকাতার মতন এটি ব্যস্ততম শহরে ধীরে ধীরে চলা ট্রাম গুলো এবারে হারিয়ে যেতে বসেছে।

শহর জুড়ে রাস্তার উপর পেতে রাখা ট্রামলাইনের জন্য কিছুটা হলেও সমস্যা হয়। নানা সময় এই ট্রামলাইনে স্কুটার, বাইকের চাকা হড়কে গিয়ে সমস্যার সৃষ্টি হয়। ১৫০ বছর পেরিয়ে গিয়েছে কলকাতার ট্রাম। এই শহরের অন্যতম এক ঐতিহ্য কে ধরে রেখেছে। সেই ট্রামের নিয়মিত চলাচল এবার বন্ধ হয়ে যেতে পারে।

সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে, চলতি সপ্তাহেই রাজ্য সরকার হলফনামা দিয়ে কলকাতা হাইকোর্টে তাদের সিদ্ধান্তের কথা জানাতে চলেছে সরকার। আসলে একটি জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতে সরকারের ট্রাম নিয়ে কী ভাবনা, ট্রাম নিয়ে সরকারে কী নীতি সেটা জানতে চেয়েছিল আদালত। তাতেই জানা গিয়েছে নিয়মিত কলকাতার রাস্তায় আর ট্রাম চলাচল নাও দেখা যেতে পারে।

বর্তমানে তিনটি রুটে ট্রাম চলে কলকাতায়। টালিগঞ্জ-বালিগঞ্জ, গড়িয়াহাট- ধর্মতলা ও ধর্মতলা- শ্যামবাজার। এই রুটেও উঠে যেতে পারে ট্রাম। কলকাতা শহরে এলে ট্রাম দেখা যাবে। ট্রামে চড়াও যাবে। কেবলমাত্র ট্রামের জয়রাইড থাকবে কলকাতায়। দেশি, বিদেশি পর্যটকদের জন্য ধর্মতলা থেকে ময়দান পর্যন্ত লুপ লাইনে ট্রামের জয়রাইড কেবলমাত্র থাকবে। কিন্তু নিয়মিত যাত্রীদের জন্য আর ট্রাম চলাচল হবে না।

WhatsApp Group Join Now

অনেকেই তাদের প্রিয় কলকাতায় ট্রাম কে মিস করবেন। অনেকেরই অনেকরকম স্মৃতি জড়িয়ে রয়েছে এই ট্রামের সঙ্গে। ট্রামের ক্ষেত্রে একটা বড় সমস্যা হল এগুলি যানজট তৈরি করে। এছাড়াও ট্রাম লাইনের জন্যও মাঝে মধ্যেই দুর্ঘটনার শিকার হতে হয় অনেকেই। তাই সবদিক বিচার বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন: Ratan Tata: কোটি কোটি সম্পত্তির মালিক হওয়া সত্ত্বেও সাধারণ জীবন যাপন করেন রতন টাটা, জানেন তার বাড়িতে কি কি রয়েছে?

About Author
Ankana Chowdhury

নমস্কার আমার নাম অঙ্কনা চৌধুরী। আমি বিগত দু'বছর ধরে ডিজিটাল মিডিয়াতে কাজের সঙ্গে যুক্ত রয়েছি। এই দু বছরে আমি বিভিন্ন ধরনের বিষয়ের উপরে জেনারেল নিউজ লিখেছি। এবং বর্তমানে আমি অনেকটাই কাজ শিখে এই জেনারেল নিউজ লেখায় নিজেকে সাবলীল করে তুলেছি। এই কয়েক বছরে আমার অভিজ্ঞতা ভীষণই ভালো।