লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

পেমেন্ট দুনিয়ায় বিপ্লব! এবার UPI-এর মতোই সহজ হবে লোন পাওয়া, নয়া সিস্টেম চালু করল RBI

Updated on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Reserve Bank of India: বর্তমান সময়ে কেনাকাটার ক্ষেত্রে বেশিরভাগ মানুষই UPI পেমেন্ট ব্যবহার করে থাকেন। ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেস বা UPI হল ভারতের রিয়েল-টাইম পেমেন্ট সিস্টেম। ২০১৬ সালে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া এই দেশে প্রথম এই পেমেন্ট সিস্টেম চালু করে।

এর মাধ্যমে গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট একটি মোবাইল অ্যাপের মাধ্যমে সংযুক্ত করতে হয়। UPI একটি ভার্চুয়াল পেমেন্ট অ্যাড্রেস মাধ্যমে টাকা লেনদেন করে। এই সহজ, দ্রুত এবং সুরক্ষিত ডিজিটাল পেমেন্ট সিস্টেম আজ ভারতের প্রায় সব ব্যবসায়িক ক্ষেত্রেই ব্যবহার হয়। তবে এবারে আরও একটি নতুন সিস্টেম চালু করতে চলেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (RBI)।

UPI-এর পাশাপাশি এবার ULI নামে নতুন একটি সিস্টেম চালু করতে চলেছে RBI। পাইলট প্রোজেক্ট হিসেবে ইউনিফায়েড লেন্ডিং ইন্টারফেস বা ULI চালু করেছে রিজার্ভ ব্যাঙ্ক। এই নতুন সিস্টেমের মাধ্যমে দেশের ঋণ ব্যবস্থা এবং ঋণ দেওয়া বা নেওয়ার প্রক্রিয়া অনেক বেশি সহজ ও আধুনিক হয়ে উঠবে। ULI মূলত একক প্ল্যাটফর্মের মাধ্যমে বিভিন্ন ধরণের ঋণ প্রদানকারী সংস্থাগুলিকে সংযুক্ত করবে, যাতে ঋণগ্রহীতা এবং ঋণদাতা উভয়ের জন্য ঋণের কাজটি সহজ এবং দ্রুত হয়।

কিভাবে কাজ করবে ULI?

ULI-র মাধ্যমে বিভিন্ন ব্যাঙ্ক, ফিনটেক সংস্থা, নন-ব্যাঙ্কিং ফিনান্সিয়াল কোম্পানি এবং অন্যান্য ঋণ প্রদানকারী সংস্থাগুলি একটি প্ল্যাটফর্মে যুক্ত হবে। এতে ঋণগ্রহণকারীরা এক প্ল্যাটফর্মে বিভিন্ন সংস্থা বা ব্যাঙ্কের লোনের অফার দেখতে এবং তুলনা করতে পারবেন। রিজার্ভ ব্যাঙ্কের দাবি, ULI-এর মাধ্যমে ঋণ দেওয়া ও নেওয়ার প্রক্রিয়া অনেক বেশি স্বচ্ছ হবে। কারণ, এর মাধ্যমে ঋণদাতাদের সমস্ত শর্তাবলী, সুদের হার, এবং অন্যান্য খরচ সহজেই দেখা যাবে। এছাড়াও ULI-এর মাধ্যমে লোনের আবেদন এবং অনুমোদনের প্রক্রিয়া স্বয়ংক্রিয় হবে।

WhatsApp Group Join Now

এর ফলে যারা লোন নেবেন, তারা খুব অল্প সময়ের মধ্যে লোন পেয়ে যাবেন। এছাড়াও, ULI ব্যবস্থায় লোন গ্রহণকারীদের জন্য অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে। গ্রহণকারীদের জন্য একাধিক বিকল্প এবং সুদের হার যাচাইয়ের সুযোগ থাকবে, যাতে তারা তাদের জন্য সবচেয়ে উপযোগী ঋণ প্যাকেজ বেছে নিতে পারেন। ULI-এর মাধ্যমে ভারতের লোন দেওয়া ও নেওয়ার ব্যবস্থায় একটি বড়সড় পরিবর্তন আসবে। এটি লোন নেওয়ার কাজকে সহজ করার পাশাপাশি লোন গ্রহণকারীদের জন্য সুবিধাজনক এবং সুরক্ষিত একটি প্ল্যাটফর্ম তৈরি করবে।

আরও পড়ুন: Today’s Horoscope: রোহিনী নক্ষত্রের জেরে ভাগ্যের চাকা ঘুরবে ৩ রাশির! চোখ রাখুন আজকের রাশিফলে

About Author
Ankana Chowdhury

নমস্কার আমার নাম অঙ্কনা চৌধুরী। আমি বিগত দু'বছর ধরে ডিজিটাল মিডিয়াতে কাজের সঙ্গে যুক্ত রয়েছি। এই দু বছরে আমি বিভিন্ন ধরনের বিষয়ের উপরে জেনারেল নিউজ লিখেছি। এবং বর্তমানে আমি অনেকটাই কাজ শিখে এই জেনারেল নিউজ লেখায় নিজেকে সাবলীল করে তুলেছি। এই কয়েক বছরে আমার অভিজ্ঞতা ভীষণই ভালো।