Ekchokho.com 🇮🇳

Ranveer Allahbadia: বিতর্কের পর নতুন শুরু! রহস্যময় পোস্টে ইঙ্গিত দিলেন রণবীর এলাহাবাদিয়া

Published On:
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Ranveer Allahbadia: কখনও সাফল্যের আলোয় উদ্ভাসিত, কখনও বিতর্কের অন্ধকারে হারিয়ে যাওয়া— ইউটিউব (YouTube) দুনিয়ায় রণবীর এলাহাবাদিয়ার (Ranveer Allahbadia) নামটাই যেন একটা গল্প হয়ে উঠেছে। একসময়ের অনুপ্রেরণাদায়ক কনটেন্ট (Motivational Content) তৈরি করে জনপ্রিয়তা পাওয়া এই ডিজিটাল ক্রিয়েটর (Digital Creator) সম্প্রতি প্রবল সমালোচনার মুখে পড়েছিলেন। সোশ্যাল মিডিয়ায় (Social Media) তাঁকে নিয়ে চলছিল একের পর এক বিতর্ক। কিন্তু এবার কি নতুন পথে হাঁটতে চলেছেন তিনি?

সম্প্রতি ইনস্টাগ্রামে (Instagram) একঝাঁক ছবি পোস্ট করেছেন রণবীর। ক্যাপশনে লিখেছেন— “পুনর্জন্ম” (Rebirth)। এই একটি শব্দেই যেন কৌতূহল বাড়িয়ে দিয়েছেন অনুরাগীদের। সেই সঙ্গে আরও লিখেছেন, “আমরা ফিরে এসেছি, নতুন কিছু আনছি!” এই পোস্টের পর থেকেই শুরু হয়েছে জল্পনা। তবে কি এবার নতুন কোনও শো (New Show) আনতে চলেছেন তিনি? নাকি সম্পূর্ণ নতুন কোনও প্রকল্প (Project) নিয়ে হাজির হচ্ছেন?

বিতর্ক পেরিয়ে নতুন পথে! কী বলছে ছবিগুলি?

রণবীরের পোস্ট করা ছবিগুলির দিকে তাকালেই বোঝা যায়, কিছু একটা বড় পরিবর্তন আসতে চলেছে। প্রথম ছবিতে তাঁর গোটা টিমের (Team) সঙ্গে তাঁকে দেখা গিয়েছে। দ্বিতীয় ছবিতে একা বসে ল্যাপটপ (Laptop) নিয়ে গভীর চিন্তায় মগ্ন তিনি। তৃতীয় ছবিতে একজন বয়স্ক মহিলার সঙ্গে ছবি তুলেছেন। চতুর্থ ছবিতে তাঁকে দেখা যাচ্ছে একটি কুকুরের (Dog) সঙ্গে। আর পঞ্চম ছবিতে আবারও তাঁর টিমের সঙ্গে হাসিমুখে দাঁড়িয়ে আছেন।

এই ছবিগুলির মধ্যে লুকিয়ে থাকতে পারে নতুন প্রকল্পের ইঙ্গিত। অনেকের মতে, এটি হয়তো একটি নতুন ওয়েব সিরিজ (Web Series) বা ইউটিউব শোয়ের প্রস্তুতি। কেউ কেউ বলছেন, রণবীর (Ranveer Allahbadia) হয়তো তাঁর অতীত ভুলে একেবারে নতুন পরিচয়ে ফিরছেন।

কী হয়েছিল বিতর্কে? কেন চর্চায় এলেন রণবীর?

প্রায় দেড় মাস আগে কৌতুকশিল্পী (Comedian) সময় রায়নার (Samay Raina) শো ‘ইন্ডিয়া’স গট ল্যাটেন্ট’ (India’s Got Latent)-এ অংশ নিয়েছিলেন রণবীর। সেখানে তাঁর কিছু মন্তব্য নিয়ে তীব্র বিতর্ক ছড়ায়। সোশ্যাল মিডিয়ায় তাঁকে ঘিরে সমালোচনার ঝড় ওঠে। বিষয়টি এতটাই গুরুতর হয়ে ওঠে যে, তাঁকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হয়।

গত ১৫ ফেব্রুয়ারি ইনস্টাগ্রামে পোস্ট করে রণবীর (Ranveer Allahbadia) লেখেন, “আমি ভুল করেছি, আমি দুঃখিত।” কিন্তু এতেও বিতর্ক থামেনি। এরপর কিছুদিন সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে দূরে রেখেছিলেন তিনি। তবে তাঁর ভক্তরা অপেক্ষায় ছিলেন, কবে তিনি ফিরবেন এবং কীভাবে ফিরে আসবেন।

‘আরও কিছু বলার আছে… কিন্তু এখনই নয়!’

বিতর্কের পরে রণবীর একটি ভিডিয়ো (Video) পোস্ট করেছিলেন, যেখানে লেখা ছিল— “আরও কিছু বলার আছে, কিন্তু এখনই নয়। ধৈর্যের জন্য ধন্যবাদ।” ভিডিয়োর শুরুতেই তিনি হাতজোড় করে অনুরাগীদের ধন্যবাদ জানান এবং বলেন, “এই সময়টা আমার এবং আমার পরিবারের জন্য খুব কঠিন ছিল। আমি প্রচুর ট্রোলিং (Trolling) ও অনলাইন হুমকির (Online Threats) শিকার হয়েছি।”

তবে তিনি যে এত সহজে হার মানবেন না, সেটাও স্পষ্ট করে দিয়েছিলেন। তখনই অনেকেই বুঝতে পেরেছিলেন, তিনি ফিরবেন, তবে এক নতুন রূপে।

তাহলে কি নতুন শো আনছেন রণবীর?

সোশ্যাল মিডিয়ায় অনেকেই মনে করছেন, রণবীর এবার একেবারে নতুন কিছু করতে চলেছেন। তাঁর পোস্ট করা ছবিগুলির মধ্যে একাধিক ইঙ্গিত রয়েছে, যা নতুন কনটেন্টের (Content) দিকেই নির্দেশ করছে। তবে কি বিতর্ক ভুলে এবার সম্পূর্ণ নতুন এক পরিচয়ে নিজেকে মেলে ধরবেন রণবীর?

নতুন শো (New Show) নাকি অন্য কোনও বড় ঘোষণা (Big Announcement)? উত্তর মিলবে খুব শিগগিরই। আপাতত ভক্তরা অপেক্ষায় রয়েছেন, রণবীর এলাহাবাদিয়া ঠিক কী নিয়ে ফিরছেন, আর তাঁর ‘পুনর্জন্ম’-এর আসল অর্থই বা কী!

অবশ্যই পড়ুন। Medicine Price Hike: Pressure-Sugar থেকে Heart-Kidney! ১ এপ্রিল থেকে ৭৮৪ ওষুধের দাম বৃদ্ধি, ব্যয়বহুল হতে চলেছে চিকিৎসা!

About Author