লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Ranbir Kapoor: রাধিকা অনন্তর বিয়েতে এই বিশেষ ঘড়ি পড়েছিলেন রণবীর, জানেন সেই ঘড়ির মূল্য?

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Ranbir Kapoor: অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্ট এর বিয়ের অনুষ্ঠানে স্ত্রী আলিয়া ভাট কে নিয়ে উপস্থিত ছিলেন রণবীর সিং। বিয়ের দিন আলিয়া কে যেমন অপূর্ব লাগছিল তেমনই চোখ সরানো যাচ্ছিল না রণবীর এর থেকেও। ওইদিন রণবীরের পরনে ছিল একটি কালো সূক্ষ্মকাজের শেরওয়ানি সেট এবং অ্যাকসেসরিজ হিসেবে হাতে ছিল একটি পাটেক ফিলিপের রিস্টওয়াচ।

রণবীরের হাতে থাকা ওই ঘড়িটি সকলের নজর কেড়েছে। জানেন কি ওই ঘড়িটির মূল্য কি? জানলে আপনিও অবাক হবেন। ‘সেলিব্রিটি ওয়াচ স্পটার’ নামে একটি ইনস্টাগ্রাম পেজ থেকে রণবীরের দামি অ্যাকসেসরিজের সম্পর্কে বিস্তারিত তথ্য শেয়ার করা হয়। ঘড়িটি বিলাসবহুল লেবেলের ৫২৭১ পি কালেকশনের। ঘড়িতে রয়েছে একটি কালো ডায়াল, এবং একটি চকচকে কালো অ্যালিগেটর স্ট্র্যাপ।

ঘড়ির ডায়েলের চারপাশে ৫৮টি পান্না বসানো রয়েছে। এছাড়াও ঘড়ির ১২- নম্বরে একটি পান্না বসানো, সঙ্গে ঘড়ির ব্যান্ডেও রয়েছে ২২টি পান্না। মোট ৮১টি পান্না বসানো এই ঘড়ির দাম ৭00,000 মার্কিন ডলার, ভারতীয় টাকায় যার মূল্য প্রায় ৬ কোটি টাকা।

WhatsApp Group Join Now

আসলে ঐ ঘড়িটি অনন্ত তার বরযাত্রীতে থাকা তারকা শাহরুখ খান, রণবীর সিং এবং বীর পাহাড়িয়া এবং মিজান জাফরিদের লিমিটেড এডিশনের অডেমার্স পিগে কোম্পানির হাতঘড়ি উপহারে দিয়েছেন। অনন্ত আম্বানির উপহার দেওয়া ঘড়িটি রোজ গোল্ডের পাত দিয়ে তৈরি। ৯.৫ মি.মি. পুরু। ঘড়ির নীচের দিকের অংশটা স্যাফিয়ার ক্রিস্টালের। এই ঘড়ির মাধ্যমে সময়ের পাশাপাশি সপ্তাহ, দিন, তারিখ, জ্যোতির্বিদ্যার চাঁদ, মাস, লিপ ইয়ার সব দেখা যায়।

শেষবার রণবীর কে দেখা গিয়েছে এনিমেল ছবিতে। যেই ছবিটি ব্লকবাস্টার ছিল। সিনেমাটি মোট ৫০০ কোটি টাকার ব্যবসা করে। আপাতত রামায়ণের প্রস্তুতি নিচ্ছেন রণবীর। আগামী দিনে তাকে রামের চরিত্রে দেখা যেতে চলেছে এবং সীতার চরিত্রে দেখা যেতে চলেছে সাই পল্লবী কে।

আরও পড়ুন: Indian Rail Recruitment 2024: রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য রইলো সুখবর, প্রশিক্ষণের মাধ্যমে প্রার্থী নিয়োগ করছে রেল

About Author
Ankana Chowdhury

নমস্কার আমার নাম অঙ্কনা চৌধুরী। আমি বিগত দু'বছর ধরে ডিজিটাল মিডিয়াতে কাজের সঙ্গে যুক্ত রয়েছি। এই দু বছরে আমি বিভিন্ন ধরনের বিষয়ের উপরে জেনারেল নিউজ লিখেছি। এবং বর্তমানে আমি অনেকটাই কাজ শিখে এই জেনারেল নিউজ লেখায় নিজেকে সাবলীল করে তুলেছি। এই কয়েক বছরে আমার অভিজ্ঞতা ভীষণই ভালো।