Ekchokho.com 🇮🇳

Raja-Madhubani: মধ্যরাতে আচমকা বিপদ! রাজা-মধুবনীর জীবনে কী ঘটল? পাশে দাঁড়ালেন সায়ক গোস্বামী

Updated on:

Raja-Madhubani
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

টলিউড (Tollywood) ইন্ডাস্ট্রির তারকাদের জীবন যেন রঙিন গ্ল্যামার (Glamour) আর আনন্দের গল্পে মোড়া! সোশ্যাল মিডিয়া (Social Media) খুললেই তাঁদের নানা মজার ভিডিও (Funny Video), রিলস (Reels), লাইভ (Live) — এই সবই তো আমাদের মন ভালো করে দেয়। কিন্তু এই সোশ্যাল মিডিয়াই (Social Media) কখনও কখনও হয়ে উঠতে পারে আতঙ্কের (Danger) কারণ। এমনই এক বাস্তব ঘটনার সাক্ষী হল টলিউডের জনপ্রিয় তারকা দম্পতি (Celebrity Couple) রাজা-মধুবনী (Raja-Madhubani)।

সোশ্যাল মিডিয়া হ্যাক (Social Media Hack) – সেলিব্রেটিদের নতুন আতঙ্ক

আজকের দিনে সোশ্যাল মিডিয়া (Social Media) শুধুই বিনোদনের (Entertainment) জায়গা নয়। বরং অনেকের আয়ের (Income) প্রধান উৎস। ব্লগিং (Blogging), ইনফ্লুয়েন্সিং (Influencing), ইউটিউব (YouTube), ইনস্টাগ্রাম (Instagram) — সবই টাকা আনার অন্যতম পথ। আর সেই অ্যাকাউন্ট (Account) যদি হ্যাক (Hack) হয়ে যায়! তখন যে কী বিপদ হতে পারে, তা ভুক্তভোগীরাই জানেন। কারণ, নিজের পরিচিতি, পরিচয়, আয় সব কিছুর উপরেই তৈরি হয় এই অ্যাকাউন্ট গুলি।

রাজা-মধুবনীর ইনস্টাগ্রাম পেজ হ্যাক! (Instagram Page Hack)

সম্প্রতি এমনই ভয়ংকর (Terrible) অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেলেন রাজা (Raja) এবং মধুবনী (Madhubani)। তাঁদের ইনস্টাগ্রাম পেজ (Instagram Page) হঠাৎ করেই হ্যাক (Hack) হয়ে যায়। এক মুহূর্তের মধ্যে বন্ধ হয়ে যায় তাঁদের সমস্ত পোস্ট (Post), ভিডিও (Video), রিলস (Reels) আপলোড করার রাস্তা। চিন্তায় পড়ে যান তারকা দম্পতি। কারণ, এই সোশ্যাল মিডিয়ার (Social Media) মাধ্যমেই তাঁরা নিজেদের নতুন নতুন কনটেন্ট (Content) অনুরাগীদের সামনে নিয়ে আসতেন। আর সেই জায়গাই যদি কেড়ে নেয় হ্যাকাররা (Hackers), তবে তো সর্বনাশ!

মধ্যরাতে উদ্ধার অভিযানে সায়ক 

ঠিক এই কঠিন সময়েই রাজা (Raja) সাহায্যের জন্য ফোন করেন অভিনেতা সায়ক গোস্বামী (Sayak Goswami)-কে। এক মুহূর্তও দেরি না করে রাজা-মধুবনীর (Raja-Madhubani) সমস্যার সমাধানে নেমে পড়েন সায়ক (Sayak)। দিন-রাত এক করে তিনি যোগাযোগ করেন একের পর এক টেকনিক্যাল (Technical) এক্সপার্ট (Expert)-দের সঙ্গে। এমনকি মধ্যরাতেও (Midnight) একটানা কাজ করে গিয়েছেন তিনি।

শেষরাতে জয়! ফিরে পেলেন নিজের পেজ 

অবশেষে সায়ক-এর (Sayak) প্রচেষ্টায় রাতের শেষে হাসি ফিরল রাজা-মধুবনীর (Raja-Madhubani) মুখে। তাঁরা ফিরে পেলেন নিজেদের ইনস্টাগ্রাম পেজ (Instagram Page)। নিজেদের এই কঠিন সময়ে সায়কের (Sayak) এই মানবিক (Humanity) ভূমিকা কখনও ভুলবেন না রাজা (Raja)। তাই সোশ্যাল মিডিয়ায় (Social Media) সকলের সামনে ধন্যবাদ (Thank You) জানালেন সায়ক গোস্বামী (Sayak Goswami)-কে।

পাঠকদের সতর্কবার্তা 

সোশ্যাল মিডিয়া (Social Media) ব্যবহারে সব সময় সাবধান থাকা উচিত। কারণ, একটি ভুল ক্লিক (Click) বা অজান্তেই কোনও লিঙ্কে (Link) চাপ পড়লেই সর্বনাশ হতে পারে। তাই তারকাদের এই বাস্তব অভিজ্ঞতা (Real Life Incident) সাধারণ মানুষকেও চোখ খুলে দেয় — নিজের অ্যাকাউন্ট (Account) নিরাপদ রাখতে সদা সতর্ক (Careful) থাকাই একমাত্র পথ।

আরও পড়ুন: Sealdah-Esplanade Metro Route: এপ্রিলেই শিয়ালদহ-এসপ্ল্যানেডের মধ্যে চলতে পারে মেট্রো, স্বপ্নপূরণ হতে চলেছে শহরবাসীর