লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Raj-Subhashree: টলি দম্পতিদের ডিভোর্সের খবরের মাঝে, রাজ-শুভশ্রীর সিদ্ধান্তে সবাই চমকে গেলেন, দেখুন কী করলেন তারা

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Raj-Subhashree: বর্তমানে চারিদিকে যেন বিচ্ছেদের খবরে ভরে গিয়েছে গোটা সোশ্যাল মিডিয়া। বলিউড, টলিউড থেকে শুরু করে ক্রিকেট জগৎ সব জায়গাতেই বিচ্ছেদের খবর। এতদিন পর্যন্ত সাধারণ মানুষ যাদের পারফেক্ট কাপল হিসেবে জানত তাদের সংসারে হঠাৎ ভাঙ্গন ধরেছে। টলিউডের যীশু-নীলাঞ্জনা, ঋষি কৌশিক-দেবযানী সবার সংসার ভাঙতে বসেছে।

তবে এই সংসার ভাঙার গল্পর মাঝেও কিছু আগলে রাখার গল্প রয়েছে। সেরকম একটি গল্প হল রাজ শুভশ্রীর (Raj-Subhashree) গল্প। বিয়ের চার বছর পরেও তাদের মধ্যে সেই একই বন্ডিং রয়েছে। বর্তমানে দুই ছেলে মেয়ের মা বাবা রাজ শুভশ্রী। হাতে একাধিক প্রজেক্ট, হাজার ব্যস্ততার মাঝেও একে অপরকে সময় দিতে ভোলেন না তারা।

২০১৮ সালের ১১ এপ্রিল বিয়ে করেছিলেন রাজ শুভশ্রী। বর্তমানে তাঁরা দুই সন্তান সাড়ে তিন বছরের ছেলে ইউভান ও ৮ মাসের মেয়ে ইয়ালিনির বাবা-মা। বুধবার রাতে সোশ্যাল মিডিয়াতে ডিনার ডেটের ছবি শেয়ার করে নিয়েছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়।

শুভশ্রীর ইনস্টাগ্রাম স্টোরিতে তাকে কালো রঙের একটি লম্বা গাউন পরে দেখা গিয়েছিল বরের গায়ে ঠেঁস দিয়ে বসে আছেন তিনি। পাউট করে ছবি তুলেছেন। ক্যাপশন এ লেখা ‘ডেট নাইট’। তবে এটা নতুন কিছু নয়, হাজার ব্যস্ততার মাঝেও মাঝেমধ্যেই তারা একে অপরের সঙ্গে এরকম সুন্দর ডেট নাইট প্ল্যান করেন। একে অপরকে সময় দেন।

WhatsApp Group Join Now
Raj-Subhashree
Subhashree Ganguly

অগস্টে মুক্তি পাচ্ছে বাবলি। বুদ্ধদেব গুহ লিখিত উপন্যাসের উপরে তৈরি হয়েছে এই ছবি। এছাড়াও আরও বেশ কিছু প্রোজেক্ট হাতে রয়েছে শুভশ্রীর। যার মধ্যে দেবালয় ভট্টাচার্যের একটি ভূতের সিনেমাও রয়েছে। এছাড়াও এসভিএফের প্রযোজনায়, রাজের পরিচালনায় মিঠুন চক্রূর্তী, ঋত্বিক চক্রবর্তীদের সঙ্গে দেখা যাবে শুভশ্রীকে। নিজেদের হাজার ব্যস্ততার মাঝেও ভালো থাকার কারণ গুলো খুঁজে নেন তারা।

আরও পড়ুন: Neem Phooler Madhu: হঠাৎই নতুন চমক এনেছে ধারাবাহিকে, ফিরছে এবার পর্ণার স্মৃতি!

About Author
Ankana Chowdhury

নমস্কার আমার নাম অঙ্কনা চৌধুরী। আমি বিগত দু'বছর ধরে ডিজিটাল মিডিয়াতে কাজের সঙ্গে যুক্ত রয়েছি। এই দু বছরে আমি বিভিন্ন ধরনের বিষয়ের উপরে জেনারেল নিউজ লিখেছি। এবং বর্তমানে আমি অনেকটাই কাজ শিখে এই জেনারেল নিউজ লেখায় নিজেকে সাবলীল করে তুলেছি। এই কয়েক বছরে আমার অভিজ্ঞতা ভীষণই ভালো।