Rain Forecast in South Bengal: এপ্রিল (April) মানেই একরাশ গরম আর ঝলসানো রোদ। সকাল হতেই ঘর থেকে বেরোলেই তাপমাত্রার (Temperature) তেজ গায়ে এসে লাগে। অফিস হোক বা স্কুল-কলেজ, সবাই যেন দিন গুনছে – কবে মিলবে এক পশলা স্বস্তির বৃষ্টি (Rain)। শহর হোক বা গ্রাম, রাস্তায় বেরোলেই মুখে একটাই কথা – “কী গরম রে বাবা!” জলতেষ্টা বেড়ে যাচ্ছে, রাস্তায় শীতল পানীয়ের দোকানে ভিড় বাড়ছে ক্রমশ।
চৈত্রের শেষে এসে আশার আলো, কি মিলবে রেনকোটের ছুট?
এমন গরমে যদি হঠাৎ বৃষ্টি (Rainfall) নেমে আসে, তবে আর কী চাই! আর সেই স্বপ্নই দেখাচ্ছে হাওয়া অফিস (IMD – Indian Meteorological Department)। দক্ষিণবঙ্গ (South Bengal) থেকে উত্তরবঙ্গ (North Bengal), জেলায় জেলায় শুরু হতে চলেছে হালকা থেকে মাঝারি বৃষ্টি (Light to Moderate Rain)। তবে বৃষ্টি মানেই সঙ্গে ছাতা (Umbrella) বা রেনকোট থাকাটা জরুরি। নইলে মাঝ রাস্তায় বাধতে পারে সমস্যায়।
দক্ষিণবঙ্গে কবে, কোথায় বৃষ্টি? (Rain Forecast in South Bengal)
হাওয়া অফিসের (IMD) পূর্বাভাস অনুযায়ী, ১১ এপ্রিল (11th April) পর্যন্ত দক্ষিণবঙ্গের (South Bengal) একাধিক জেলায় হালকা বৃষ্টি (Light Rain), ঝড় (Thunderstorm) এবং বজ্রবিদ্যুৎ (Lightning) হওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতা (Kolkata), হাওড়া (Howrah), হুগলি (Hooghly), বাঁকুড়া (Bankura), পুরুলিয়া (Purulia), মেদিনীপুর (Medinipur), বর্ধমান (Burdwan), নদীয়া (Nadia), ঝাড়গ্রাম (Jhargram) – এইসব জেলাগুলিতে কখনও কখনও ভারী মেঘ জমতে পারে। তবে ৫, ৬, ৭ এপ্রিল (5th, 6th, 7th April) দক্ষিণবঙ্গে আবহাওয়া (Weather) থাকবে তুলনামূলক শুষ্ক।
৭ এপ্রিলের পর ঝড়-বৃষ্টি ফের দখল নেবে বঙ্গের আকাশ (Rain with Thunderstorm After 7th April)
৭ এপ্রিল (7th April) থেকে ১১ এপ্রিল (11th April) পর্যন্ত দক্ষিণবঙ্গে (South Bengal) ফের শুরু হতে পারে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি (Thunderstorm with Lightning)। ফলে এই কদিন ছাতা বা রেনকোট (Rain Gear) সঙ্গে থাকাটা আবশ্যিক। অন্যদিকে, উত্তরবঙ্গের (North Bengal) দার্জিলিং (Darjeeling), কালিম্পং (Kalimpong), জলপাইগুড়ি (Jalpaiguri) এলাকায় বৃষ্টি (Rain) হতে পারে শুক্রবার (Friday) থেকেই। আবার রবিবার (Sunday) থেকে মালদা (Malda)-সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে ঝড়-বৃষ্টি (Thunderstorm) দেখা দিতে পারে।
তাপমাত্রা কেমন থাকবে কলকাতায়? (Temperature in Kolkata)
কলকাতায় (Kolkata) আপাতত তাপমাত্রা (Temperature) রয়েছে স্বাভাবিকের (Normal) কাছাকাছি। বৃহস্পতিবার (Thursday) শহরের সর্বনিম্ন তাপমাত্রা (Minimum Temperature) ছিল ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস (Degree Celsius) এবং সর্বোচ্চ তাপমাত্রা (Maximum Temperature) ছিল ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ (Humidity) ছিল ৪৭ শতাংশ থেকে ৯০ শতাংশ পর্যন্ত। যার ফলে আর্দ্রতাজনিত অস্বস্তি আরও বাড়বে বলেই পূর্বাভাস। তাই গরম (Heat) থেকে যেমন বৃষ্টি (Rain) সাময়িক স্বস্তি দেবে, তেমনই আর্দ্রতা (Humidity) কিন্তু বিপদ বাড়াতে পারে।