লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Punjab National Bank: ১২ অগাস্টের মধ্যে KYC করাতে হবে, না হলে বন্ধ হয়ে যাবে সব গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্ট! গ্রাহকদের সতর্ক করল এই ব্যাঙ্ক

Updated on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Punjab National Bank: দেশের দ্বিতীয় বৃহত্তম ব্যাংক হল পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। এই ব্যাংকে আমাদের দেশের কয়েক হাজার মানুষের একাউন্ট রয়েছে। এবারে এই ব্যাংকের তরফ থেকেই বড় ঘোষণা করা হলো গ্রাহকদের জন্য। কয়েকদিনের মধ্যেই এই কাজ না করাতে পারলে বন্ধ হয়ে যাবে গ্রাহকদের ব্যাংক একাউন্ট। শনিবার দিন বড় ঘোষণা করা হলো দেশের দ্বিতীয় বৃহত্তম ব্যাংকের পক্ষ থেকে।

ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে সারা দেশে মোট ৩ লাখ ২৫ হাজার গ্রাহক এখনো পর্যন্ত KYC জমা করেননি এবং আগামী ১২ অগাস্টের মধ্যে এই KYC জমা না করলে নিষ্ক্রিয় হয়ে যাবে গ্রাহকদের অ্যাকাউন্ট। এমনকী ১২ তারিখের মধ্যে এই KYC না করালে অ্যাকাউন্টে কোনও লেনদেন করা যাবে না আর। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গাইডলাইন মেনে সমস্ত ব্যাঙ্ককেই তাদের গ্রাহকদের তথ্য জমা করতে হয়। গ্রাহকদের জন্য তাই এই কেওয়াইসি করানোটা খুবই জরুরি।

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (Punjab National Bank) সম্প্রতি গবেষণার মাধ্যমে দেখেছে তাদের ব্যাংকের এরকম ৩ লাখ ২৫ হাজার অ্যাকাউন্ট রয়েছে যেগুলিতে দীর্ঘ সময় ধরে KYC আপডেট করানো হয়নি। ৩১ মার্চের মধ্যে এই অ্যাকাউন্টগুলিতে কেওয়াইসি করানো হয়নি। আর তাই এই পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক সকল গ্রাহকদের উদ্দেশ্যে একটি ডেডলাইন নির্ধারণ করেছে যেখানে আগামী ১২ অগাস্টের মধ্যে এই সমস্ত গ্রাহককে অ্যাকাউন্টে কেওয়াইসি জমা করতে হবে নাহলে তাদের অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হয়ে যাবে, লেনদেন করা যাবে না আর।

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের KYC আপডেট করার জন্য আপনাকে আপনার ব্যাঙ্কের নিকটবর্তী শাখায় সরাসরি যেতে হবে। আইডেন্টিটি প্রুফ, অ্যাড্রেস প্রুফ, ছবি ইত্যাদি জরুরি নথি নিয়ে ব্যাঙ্কে যেতে হবে আপনাকে। এর জন্য প্যান কার্ড ও আধার কার্ড অবশ্যই দরকার।

WhatsApp Group Join Now

এছাড়াও ব্যাংকের অনেক গ্রাহক রয়েছেন যাদের বার্ধক্য জড়িত সমস্যার কারণে ব্যাংকে যাওয়া সম্ভব নয়। তাদের জন্য ঘরে বসেই কেওয়াইসি করার ব্যবস্থা রয়েছে। ঘরে বসে কেওয়াইসি করাতে চাইলে PNB One অ্যাপের মাধ্যমে করা যেতে পারে। রেজিস্টার্ড ইমেলের মাধ্যমে এই ই-কেওয়াইসি করা সম্ভব।

সম্প্রতি পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক তাদের এমসিএলআর বাড়িয়েছে। এর ফলে এই ব্যাঙ্কের ঋণগ্রহীতারা সমস্যায় পড়তে পারেন। বাড়তে পারে ইএমআই। এছাড়াও আগস্ট মাসের শুরুর দিকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক নিজেদের ফিক্সড ডিপোজিটের সুদের পরিমাণ বাড়িয়েছে।

আরও পড়ুন: West Bengal Weather Update: বিস্তৃত মৌসুমী অক্ষরেখা; বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ! ভারী বৃষ্টির সম্ভবনা উত্তরেও! ১০ জেলায় সতর্কতা জারি হাওয়া অফিসের!

About Author
Ankana Chowdhury

নমস্কার আমার নাম অঙ্কনা চৌধুরী। আমি বিগত দু'বছর ধরে ডিজিটাল মিডিয়াতে কাজের সঙ্গে যুক্ত রয়েছি। এই দু বছরে আমি বিভিন্ন ধরনের বিষয়ের উপরে জেনারেল নিউজ লিখেছি। এবং বর্তমানে আমি অনেকটাই কাজ শিখে এই জেনারেল নিউজ লেখায় নিজেকে সাবলীল করে তুলেছি। এই কয়েক বছরে আমার অভিজ্ঞতা ভীষণই ভালো।