Medicine Price Hike: নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির ধাক্কা সামলাতে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। গ্যাস (LPG), বিদ্যুৎ (Electricity) থেকে শুরু করে খাদ্যপণ্য—সবকিছুর দাম বেড়ে যাওয়ায় সংসার চালানো কঠিন হয়ে পড়ছে। এর মধ্যে এবার নতুন দুঃসংবাদ, ১ এপ্রিল থেকে দেশজুড়ে ওষুধের (Medicines) দামও বাড়ছে। জ্বর, প্রেসার (Blood Pressure), সুগার (Diabetes) থেকে শুরু করে হার্ট (Heart) ও কিডনি (Kidney) রোগের ওষুধের দাম একধাক্কায় বাড়ছে ১.৭৪ শতাংশ হারে।
ওষুধের মূল্যবৃদ্ধিতে উদ্বেগ
এমনিতেই চিকিৎসার খরচ সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। যাঁরা প্রতিদিন ওষুধ খান, তাঁদের জন্য এই মূল্যবৃদ্ধি দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে প্রবীণ নাগরিক ও দীর্ঘমেয়াদি রোগীদের (Chronic Patients) জন্য এটি বড় ধাক্কা। ওষুধের দোকান থেকে শুরু করে হাসপাতাল, সর্বত্রই এখন এই বিষয়টি নিয়ে আলোচনা চলছে।
৭৮৪টি ওষুধের দাম বাড়ছে!
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ৭৮৪টি অত্যাবশ্যকীয় ওষুধের (Essential Medicines) দাম বাড়ছে। এর মধ্যে রয়েছে ব্লাড প্রেসার (Blood Pressure), ডায়াবেটিস (Diabetes), কোলেস্টেরল (Cholesterol), ইনসুলিন (Insulin), স্ট্রোক (Stroke), গ্যাস্ট্রো (Gastro), রক্তের বিভিন্ন অসুখ (Blood Disorders), ব্যথানাশক (Painkillers) এবং জ্বরের ওষুধ। ফলে দেশের গরিব ও মধ্যবিত্তদের জন্য চিকিৎসার খরচ আরও বেড়ে যাবে।
স্টেন্টের দামও বেড়ে যাচ্ছে!
শুধু ওষুধই নয়, কার্ডিয়াক সার্জারির (Cardiac Surgery) জন্য অত্যাবশ্যকীয় করোনারি স্টেন্টের (Coronary Stent) দামও বাড়ছে ১.৭৪ শতাংশ হারে। বেয়ার মেটাল (Bare Metal) স্টেন্টের সর্বোচ্চ দাম হতে পারে ১০,৬৯৩ টাকা এবং ড্রাগ ইলিউটিং (Drug Eluting) স্টেন্টের দাম দাঁড়াতে পারে ৩৮,৯৩৩ টাকা। চিকিৎসকদের মতে, এর ফলে হৃদরোগীদের (Heart Patients) অস্ত্রোপচারের খরচ আরও বেড়ে যাবে।
সরকারের যুক্তি ও প্রতিবাদ
কেন্দ্রীয় ওষুধের দাম নিয়ন্ত্রক সংস্থা (CDPC) জানিয়েছে, কাঁচামালের দাম বৃদ্ধির কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ওয়েস্ট বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন (West Bengal Chemist and Druggist Association) এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে। সংগঠনের পক্ষ থেকে শঙ্খ রায়চৌধুরী বলেছেন, “এই মূল্যবৃদ্ধি মধ্যবিত্তদের আরও চাপে ফেলবে, সরকারকে বিষয়টি পুনর্বিবেচনা করতে হবে।” জুন মাস থেকে নতুন দামে ওষুধ বিক্রি হবে, ফলে সাধারণ মানুষকে এখন থেকেই প্রস্তুত থাকতে হবে।
আরও পড়ুন। কিডনি সমস্যা? জেনে নিন kidney problem এর ৯ মুখ্য সংকেত