Post Office Scheme: বর্তমান দিনে ভবিষ্যৎ সঞ্চয়ের জন্য সাধারণ মানুষ নানান স্কিমে বিনিয়োগ করে থাকেন। তবে ঝুঁকিহীন ও নিরাপদ বিনিয়োগের জন্য আজও গ্রাহকরা ব্যাঙ্ক বা পোস্ট অফিসের স্কিমের উপরই অধিক নির্ভরশীল। ব্যাঙ্ক বা পোস্ট অফিসের এই সকল স্বল্প বা দীর্ঘমেয়াদি স্কিমগুলি থেকে বেশ উপকৃত হয়ে থাকেন গ্রাহকরা। তেমনই পোস্ট অফিসের একটি স্কিম (Post Office Scheme) রয়েছে যেখানে বিনিয়োগে ব্যাঙ্কের থেকেও বেশি সুদ পাবেন গ্রাহকরা। আজকের প্রতিবেদনে রইল এই স্কিম সম্পর্কিত বিস্তারিত আলোচনা।
পোস্ট অফিস স্কিম (Post Office Scheme)
পোস্ট অফিসের এই দুর্দান্ত স্কিমের নাম টাইম ডিপোজিট স্কিম (Post Office Time Deposit Scheme)। এটি এমন একটি স্কিম যেখানে ৫ লক্ষ টাকা জমা দিয়ে ১০ লক্ষ টাকা পেয়ে যাবেন গ্রাহকরা। ভাবছেন কীভাবে? তাহলে জেনে নিন। পোস্ট অফিসের এই স্কিমে (Post Office Scheme) বিনিয়োগে টাকা হবে দ্বিগুণ। সাধারণ ফিক্সড ডিপোজিটের তুলনায় বেশি আয় করতে পারবেন এই স্কিম থেকে। আজকের প্রতিবেদনে ৫ বছরের পোস্ট অফিস টাইম ডিপোজিট স্কিম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো। এই স্কিমে এক বছরের সুদের হার ৬.৯ শতাংশ। ২ বছরের সুদের হার ৭ শতাংশ। ৩ বছরের সুদের হার ৭.১ শতাংশ এবং ৫ বছরের সুদের হার ৭.৫ শতাংশ। যা ব্যাঙ্কের তুলনায় অনেকটাই বেশি।
৫ বছরে সুদ মিলবে ২ লক্ষ টাকার বেশি
কোনো গ্রাহক ৫ বছরের জন্য টাইম ডিপোজিট স্কিমে অর্থ বিনিয়োগ করলে ৭.৫% হারে সুদ পাবেন। এখন ৫ লাখ টাকা বিনিয়োগ করলে সুদ মিলবে ৭.৫% হারে। এছাড়া আমানতের ওপর ২ লাখ ২৪ হাজার ৯৭৪ টাকা বিনিয়োগ করতে হবে। বিনিয়োগের পরিমাণ হবে ৭ লাখ ২৪ হাজার ৯৭৪ টাকা। টাইম ডিপোজিট স্কিমে যদি ৯.৬ বছর বা ১১৪ মাসের জন্য বিনিয়োগ করেন তবে বিনিয়োগের দ্বিগুণ টাকা মিলবে। এটি একবার বাড়ানো হলে অর্থাৎ আরও ৫ বছর এই স্কিমে বিনিয়োগ করলে, মোট ১০ বছরে এতে সুদ মিলবে ৫,৫১,১৭৫ টাকা। এমতাবস্থায় ১০ বছরে মোট ১০,৫১,১৭৫ টাকা পাবেন।
মেয়াদ (সময়কাল) | বার্ষিক সুদের হার (%) | বিনিয়োগের পরিমাণ (₹) | সম্ভাব্য সুদ (₹) | মোট রিটার্ন (₹) |
---|---|---|---|---|
১ বছর | ৬.৯% | ₹৫,০০,০০০ | ₹৩৪,৫০০ (প্রায়) | ₹৫,৩৪,৫০০ |
২ বছর | ৭.০% | ₹৫,০০,০০০ | ₹৭২,৫০০ (প্রায়) | ₹৫,৭২,৫০০ |
৩ বছর | ৭.১% | ₹৫,০০,০০০ | ₹১,১২,৫০০ (প্রায়) | ₹৬,১২,৫০০ |
৫ বছর | ৭.৫% | ₹৫,০০,০০০ | ₹২,২৪,৯৭৪ (প্রায়) | ₹৭,২৪,৯৭৪ |
৯.৬ বছর (১১৪ মাস) | ৭.৫% (চক্রবৃদ্ধি সহ) | ₹৫,০০,০০০ | ₹৫,০০,০০০ (প্রায়) | ₹১০,০০,০০০ |
১০ বছর (বর্ধিত) | ৭.৫% (চক্রবৃদ্ধি সহ) | ₹৫,০০,০০০ | ₹৫,৫১,১৭৫ (প্রায়) | ₹১০,৫১,১৭৫ |
আরও পড়ুন: Summer Vacation 2025: রেকর্ড গরমে হাঁসফাঁস! এবার কবে শেষ হবে স্কুলের ছুটি? জানুন শিক্ষামন্ত্রীর মুখে
📅 বিষয় | 🔗 লিংক/বিবরণ |
---|---|
🌤 আবহাওয়া আপডেট | ✅ প্রতিদিনের আবহাওয়ার খবর জানতে আমাদের ফলো করুন |
🔮 রাশিফল | ✅ দৈনিক রাশিফল ও জ্যোতিষশাস্ত্রভিত্তিক পরামর্শ |
💬 হোয়াটসঅ্যাপ | 👉 WhatsApp গ্রুপে যোগ দিন |
📢 টেলিগ্রাম | 👉 Telegram চ্যানেল সাবস্ক্রাইব করুন |
📰 অন্যান্য আপডেট | ✅ View More |