লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Post Office Scheme: মহিলাদের জন্য সুখবর! এইবার পোস্ট অফিসের এই স্কিমে ২ বছরে মহিলারা পাবেন ৫ বছরের FD-এর সমান সুদ

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Post Office Scheme: প্রত্যেকেই কষ্ট করে, পরিশ্রম করে টাকা উপার্জন করে থাকেন। সকলেই চান সেই কষ্টের উপার্জিত অর্থ যাতে কোনরকম ভাবে নয় ছয় না হয়। সেগুলো যাতে সুরক্ষিত ভাবে এক জায়গায় সংরক্ষিত থাকে। যার কারণে প্রত্যেকেই সরকারি ব্যাংক, পোস্ট অফিস, এলআইসির ওপর ভরসা করে থাকেন। কিন্তু বর্তমানে ব্যাংকগুলি নিজেদের সুদের পরিমাণ এতটাই কমিয়ে দিয়েছে যে সেখানে টাকা রাখায় কোন লাভই হচ্ছে না।

আর তাই আপনি যদি কোনরকম ঝুঁকি ছাড়া নিজের অর্থ বিনিয়োগ করে মোটা অংকের সুদ পেতে চান সে ক্ষেত্রে আপনার জন্য পোস্ট অফিস হল সেরা জায়গা। পোস্টটি অফিসে ১ বছর, ২ বছর, ৩ বছর এবং ৫ বছর মেয়াদের FD স্কিমও রয়েছে। যেখানে আপনার বিনিয়োগ ভালো সুদ পাবেন। আজকে আপনাদের পোস্ট অফিসের সেরকমই একটি স্কিম সম্পর্কে জানবো। যেখানে মহিলারা মাত্র ২ বছরে ৫ বছরের FD-র সমান সুদ পাবে।

পোস্ট অফিসের FD স্কিমগুলির মধ্যে ৫ বছর মেয়াদের FD-তে সবথেকে বেশি সুদ পাওয়া যায়। সেই সুদের পরিমাণ ৭.৫০ শতাংশ। পোস্ট অফিসের এমনও একটি স্কিম রয়েছে যেখানে মহিলারা ৫ বছর মেয়াদের FD-র সমান সুদ পাবে ২ বছরেই। পোস্ট অফিসের নতুন স্কিমের নাম হল মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট।

এই স্কিমে বিনিয়োগ করলে মহিলারা ২ বছরের জন্য ৭.৫০ শতাংশ চক্রবৃদ্ধি সুদ পাবেন। এই স্কিমে মহিলারা সর্বনিম্ন ১০০০ টাকা থেকে বিনিয়োগ করতে পারবেন। এবং সর্বোচ্চ ২ লক্ষ টাকা বিনিয়োগ করতে পারবেন। এই স্কিমে ৫০,০০০ টাকা বিনিয়োগ করলে ২ বছর পর ৫৮,০১১ টাকা ম্যাচিউরিটি হবে। অর্থাৎ এক্ষেত্রে আপনি মোট ৮,০১১ টাকা সুদ পাচ্ছেন।

WhatsApp Group Join Now

যদি আপনি এই স্কিমে ২ লক্ষ টাকা বিনিয়োগ করেন, তাহলে ২ বছর পর ২,৩২,০৪৪ টাকা ম্যাচিউরিটি হবে। অর্থাৎ এক্ষেত্রে আপনি মোট ৩২,০৪৪ টাকা সুদ পাবেন। তবে মনে রাখবেন পোস্ট অফিসের এই স্কিমটি শুধুমাত্র মহিলাদের জন্যই। সারা ভারতবর্ষের মহিলারা এই স্কিমে বিনিয়োগ করতে পারবেন। ১৮ বছরের কম বয়সী মেয়েদের জন্য তাদের বাবা-মা অ্যাকাউন্ট খুলতে পারবেন। এর জন্য আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ফটো, MSSC-এর ফর্ম এবং অন্যান্য প্রয়োজনীয় নথিপত্রের প্রয়োজন হবে।

আরও পড়ুন: Today’s Gold Rate: শুক্রবারে একলাফে অনেকটাই কমল সোনার দাম! জানুন আজকের কলকাতার বাজারমূল্য

About Author
Ankana Chowdhury

নমস্কার আমার নাম অঙ্কনা চৌধুরী। আমি বিগত দু'বছর ধরে ডিজিটাল মিডিয়াতে কাজের সঙ্গে যুক্ত রয়েছি। এই দু বছরে আমি বিভিন্ন ধরনের বিষয়ের উপরে জেনারেল নিউজ লিখেছি। এবং বর্তমানে আমি অনেকটাই কাজ শিখে এই জেনারেল নিউজ লেখায় নিজেকে সাবলীল করে তুলেছি। এই কয়েক বছরে আমার অভিজ্ঞতা ভীষণই ভালো।