Post Office Scheme: ভবিষ্যত সুরক্ষার জন্য প্রত্যেক ব্যক্তি ব্যাঙ্ক বা পোস্ট অফিসের বিভিন্ন স্কিমে টাকা বিনিয়োগ করে থাকেন। পোস্ট অফিসের এমন অনেক স্কিম রয়েছে যেখানে অল্প অর্থ বিনিয়োগে মালামাল হতে পারবেন যে কোনো ব্যক্তি।
পোস্ট অফিসের তেমনই একটি স্কিম হলো রেকারিং ডিপোজিট স্কিম। কোনো ব্যক্তি এই স্কিমে দৈনিক মাত্র ১০০ টাকা বিনিয়োগ করে লক্ষ টাকার তহবিল জমা করতে পারবেন। আজকের প্রতিবেদনে জেনে নিন, পোস্ট অফিস রেকারিং ডিপোজিট স্কিম সম্পর্কিত বিস্তারিত তথ্য।
কোনো ব্যক্তি প্রতিদিন ১০০ টাকা সঞ্চয় করলে মাসিক ৩০০০ টাকা সাশ্রয় করতে পারবেন। এই টাকা পোস্ট অফিস (Post Office Scheme) রেকারিং ডিপোজিট স্কিমে ৫ বছরের জন্য বিনিয়োগ করতে হবে। প্রতি মাসে আরডিতে ৩০০০ টাকা বিনিয়োগ করলে এক বছরে বিনিয়োগের পরিমাণ হবে ৩৬ হাজার টাকা আর ৫ বছরের জন্য আরডি- তে বিনিয়োগের পরিমাণ হবে ১,৮০,০০০ টাকা।
বর্তমানে রেকারিং ডিপোজিট স্কিমে সুদের পরিমাণ ৬.৭ শতাংশ। এই সুদের হারে ৫ বছর পর ২,১৪,০৯৭ টাকা পাওয়া যাবে যার মধ্যে ৩৪,০০০ টাকা হবে শুধুমাত্র সুদ। তবে কোনো ব্যক্তি মেয়াদপূর্তির আগে আরডি অ্যাকাউন্ট বন্ধ করে দিলে পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টের সুদের হারে সুদ পাবেন। বর্তমানে পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টের সুদের হার মাত্র ৪ শতাংশ।
আরও পড়ুন: Weather Update: শীতের মুখে বাধা দেবে নিম্নচাপ! দক্ষিণবঙ্গ বাড়তে চলেছে উষ্ণতা