লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Post Office Scheme: পোস্ট অফিসের এই স্কিমে বছরে ৯০ হাজার টাকা বিনিয়োগে মিলবে ২৪.৪০ লাখ টাকা; দেখুন কীভাবে

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Post Office Scheme: মানুষের কষ্টার্জিত অর্থ নির্দিষ্ট জায়গায় বিনিয়োগ করে দিনশেষে সুরক্ষিত থাকতে চান। এজন্য রয়েছে ব্যাংক এবং পোস্ট অফিসের একাধিক স্কিম। যেখানে টাকা রাখলে পাওয়া যায় নির্ভরযোগ্য রিটার্ন। আবার শান্তির ঘুম ঘুমানো যায়। তেমনি একটি স্কিম হল পাবলিক প্রভিডেন্ট ফান্ড। ভারত সরকারের চালু করা এই ফান্ড যথেষ্ট সাড়া ফেলে দিয়েছে সাধারণ গ্রাহকদের মধ্যে। এটি ছোট বিনিয়োগ কারীদের জন্য বিশেষ করে মধ্যবিত্তদের জন্য একটি দারুন লাভজনক প্রকল্প।

নিরাপদে এখানে অল্প পরিমাণ টাকা বিনিয়োগ করতে পারবেন যেখানে পাওয়া যায় মোটা অংকের সুদ। শুধু তাই নয় ভারত সরকারের কর আইনের অধীনে ৮০ c ধারায় কর ছাড় পাওয়া যায়। যে কোন সাধারণ মানুষ করতে পারবেন এই স্কিম। দেড় লক্ষ টাকা পর্যন্ত কর ছার পাওয়ার সুবিধা রয়েছে।

পাবলিক প্রভিডেন্ট ফান্ড ভারতের অধিনস্ত এমন একটি প্রকল্প যেখানে কোনরকম ঝুঁকি ছাড়াই টাকা বিনিয়োগ করতে পারবেন। এটি একেবারেই মিউচুয়াল ফান্ড নয়। বরং সরকার আপনাকে গ্যারান্টি দেবে এখানে টাকা রাখার জন্য (Post Office Scheme)। ম্যাচিওর হয়ে যাওয়ার পর আবার বিনিয়োগ করলে পেয়ে যাবেন আরও নানান আর্থিক সুবিধা।

এখান থেকে লোন নেওয়ার সুবিধাও পাওয়া যাবে। অর্থাৎ ব্যবসা ক্ষেত্রে বা অন্যান্য প্রয়োজনে লোন তুলতে পারবেন এখান থেকে। Ppf এর মাধ্যমে বিনিয়োগকারী এখানে ত্রৈমাসিক হারে সুদ পেয়ে থাকেন। অর্থাৎ তিন মাস অন্তর অন্তর পরিবর্তিত হয় সুদের হার। ২০২৩ সালে সুদের হার ছিল ৭.১ শতাংশ! এর সাথে আবার যুক্ত হয় চক্রবৃদ্ধি সুদ (Post Office Scheme)!

WhatsApp Group Join Now

সর্বোচ্চ এবং সর্বনিম্ন বিনিয়োগ করা যেতে পারে এখানে যথাক্রমে দেড় লক্ষ টাকা এবং ৫০০ টাকা! মাসিক অথবা তিন মাস আবার কেউ চাইলে বছরের ভিত্তিতে এখানে বিনিয়োগ করতে পারেন! এর মেয়াদ ১৫ বছর! মেয়াদ পূর্তির পর তবেই টাকা তুলতে পারবেন।

আবার কেউ চাইলে ম্যাচিওর হওয়ার পর সময়সীমা বাড়িয়ে ফেলতে পারেন। বিনিয়োগকারীকে অতিরিক্ত পাঁচ বছর পর্যন্ত বিনিয়োগ করবার নির্দেশ নামা দিয়ে থাকে কেন্দ্রীয় সরকার। যদি পাবলিক প্রভিডেন্ট ফান্ডে প্রতিমাসে ৭৫০০ টাকা বিনিয়োগ করতে পারেন তবে হিসেব মতো আড়াইশো টাকা জমাতে হবে প্রতিদিন। এভাবে এ বছরে ৯০ হাজার টাকা জমাতে পারবেন আপনি। ১৫ বছর ধরে আপনার বিনিয়োগ হবে ১৩ লাখ ৫০ হাজার টাকা। এর উপরে আবার সুদ পাওয়া যাবে ৭.১%। অর্থাৎ পনেরো বছরের মোট টাকা মিলবে ২৪ লাখ ৪০ হাজার ৯২৬ টাকা। যার মধ্যে ১০ লাখ ৯০ হাজার ৯২৬ টাকা সুদ মিলবে।

আরও পড়ুন: Census: শীঘ্রই শুরু হবে জনগণনার কাজ; কবে বাড়িতে আসবে লোক? জানুন বিস্তারিত

About Author
Adhrit Roy

বিগত প্রায় চার বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।