Ekchokho.com 🇮🇳

Post Office Scheme: দৈনিক ১০০ টাকা বিনিয়োগে মেয়াদপূর্তিতে মিলবে দ’লক্ষ টাকা! পোস্ট অফিসের এই স্কিম সম্পর্কে জানুন বিস্তারিত 

Post Office Scheme: ঝুঁকিহীন এবং নিরাপদ বিনিয়োগের ক্ষেত্রে সাধারণ মানুষ আজও ব্যাঙ্ক বা পোস্ট অফিসের উপরই নির্ভরশীল। ব্যাঙ্ক বা পোস্ট অফিসের (Post Office Scheme) তরফে মাঝেমধ্যে নানান ধরনের স্কিম লঞ্চ করা হয়ে থাকে। যে সকল স্কিমে টাকা বিনিয়োগ করে বেশ উপকৃত হন গ্রাহকরা। পোস্ট অফিসের তরফে মাঝেমধ্যেই গ্রাহকদের জন্য নানান ...

Published on:

Post Office Scheme

Post Office Scheme: ঝুঁকিহীন এবং নিরাপদ বিনিয়োগের ক্ষেত্রে সাধারণ মানুষ আজও ব্যাঙ্ক বা পোস্ট অফিসের উপরই নির্ভরশীল। ব্যাঙ্ক বা পোস্ট অফিসের (Post Office Scheme) তরফে মাঝেমধ্যে নানান ধরনের স্কিম লঞ্চ করা হয়ে থাকে। যে সকল স্কিমে টাকা বিনিয়োগ করে বেশ উপকৃত হন গ্রাহকরা। পোস্ট অফিসের তরফে মাঝেমধ্যেই গ্রাহকদের জন্য নানান ধরনের আকর্ষণীয় স্কিম লঞ্চ করা হয়ে থেকে।

যেখানে স্বল্প বিনিয়োগে বেশ উপকৃত হন গ্রাহকরা। পোস্ট অফিসের তেমনই একটি স্কিম হলো রেকারিং ডিপোজিট বা RD স্কিম (Post Office RD Scheme)। এই স্কিমে দৈনিক ১০০ টাকা সঞ্চয়ের মাধ্যমে লক্ষ টাকার তহবিল করতে পারবেন গ্রাহকরা। আজকের প্রতিবেদনে পোস্ট অফিসের এই স্কিম সম্পর্কে বিস্তারিত জেনে নিন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Post Office RD Scheme: পোস্ট অফিস রেকারিং ডিপোজিট স্কিম

কোনো গ্রাহক প্রতিমাসে ১০০ টাকা এই প্রকল্পে বিনিয়োগ করলে পুরো মাসে ৩ হাজার টাকা সাশ্রয় করতে পারেন। এই টাকা সরাসরি পোস্ট অফিসে রেকারিং ডিপোজিট অ্যাকাউন্টে বিনিয়োগ করলে এক বছরে ৩৬ হাজার টাকা জমবে। এই টাকা পাঁচ বছরের জন্য বিনিয়োগ করলে গ্রাহকদের ১,৮০,০০০ টাকা বিনিয়োগ করতে হবে। রেকারিং ডিপোজিট প্রকল্পে সুদের হার ৬.৭ শতাংশ অর্থাৎ পাঁচ বছর পরে গ্রাহকরা ২,১৪,০৯৭ টাকা পাবেন। যার মধ্যে ৩৪ হাজার টাকা হবে শুধুমাত্র সুদের।

প্রসঙ্গত উল্লেখ্য, ম্যাচিওরিটি হওয়ার আগে আরডি বন্ধ করে দিলে পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টের সুদের হারে সুদ পাবেন গ্রাহকরা। বর্তমানে পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টে সুদের হার মাত্র ৪ শতাংশ।

🗓️ সময়সীমা💰 মাসিক সঞ্চয়📦 মোট বিনিয়োগ📈 সুদের হার💹 ম্যাচিউরিটির পর প্রাপ্ত অর্থ💸 মোট সুদ
১ মাস₹100₹1006.7%₹100+নামমাত্র
১ বছর₹3,000₹36,0006.7%প্রায় ₹38,205₹2,205
৫ বছর₹3,000₹1,80,0006.7%₹2,14,097₹34,097

আরও পড়ুন: Sealdah Local Train Ladies Coach Update: শিয়ালদহ লোকাল ট্রেনে বড় সিদ্ধান্ত! বাড়ছে মহিলা কামরার সংখ্যা, কেন জানলে অবাক হবেন!