লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Post Office Recurring Deposit Scheme: পোস্ট অফিসের এই স্কিমে আপনিও ৫ বছর পর পাবেন ১০ লক্ষ টাকা, জেনে নিন বিস্তারিত

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Post Office Recurring Deposit Scheme: গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে পোস্ট অফিস নানান সময় নানান ধরনের দারুন দারুন স্কিম নিয়ে আসে। যে সমস্ত স্কিমের দ্বারা গ্রাহক অল্প টাকা বিনিময়ের মাধ্যমে দুর্দান্ত মুনাফা পাবেন। পাশাপাশি মিউচুয়াল ফান্ড এবং বিভিন্ন শেয়ারবাজারে যেই ধরনের ঝুঁকি থাকে পোস্ট অফিসেসে ধরনের ঝুঁকি থাকে না।

তাই আপনার টাকা সম্পূর্ণ সুরক্ষিত থাকে এই স্কিম গুলোতে। পোস্ট অফিসের সবচেয়ে সুবিধাজনক ও লাভজনক একটি স্কিম হল রেকারিং ডিপোজিট স্কিম (Post Office Recurring Deposit Scheme)। এই স্কিমে মাসে মাসে টাকা জমা করে ৫ বছর পর ১০ লক্ষ টাকা পর্যন্ত পেতে পারেন।

পোস্ট অফিসের RD স্কিম:

এই স্কিমে আপনি চাইলেও খুব অল্প টাকা প্রতি মাসে মাসে জমা করে বিনিয়োগ করতে পারবেন। এই স্কিমে আপনি প্রতিমাসে সর্বনিম্ন ১০ টাকা থেকেই বিনিয়োগ করতে পারবেন এবং সর্বোচ্চ বিনিয়োগের কোন সীমা নেই। বর্তমানে পোস্ট অফিসের RD স্কিমে ৬.৭০ শতাংশ সুদ দেওয়া হচ্ছে। এই স্কিমের মেয়াদ হলো ৫ বছর।

তবে আপনি চাইলেই ৫ বছরের বেশি সময়ের জন্য বিনিয়োগ করতে পারবেন। পোস্ট অফিসের স্কিমগুলির সুদের হার প্রতি ৩ মাস অন্তর অন্তর সংশোধন করা হয় সরকারের পক্ষ থেকে। রেকারিং ডিপোজিট স্কিমের উপর বর্তমানে ৬.৭০ শতাংশ সুদ দিচ্ছে পোস্ট অফিস। ৫ বছরে যদি আপনি ১০ লক্ষ টাকা পেতে চান, তাহলে প্রতিমাসে ১৪,০০০ টাকা বিনিয়োগ করতে হবে আপনাকে।

WhatsApp Group Join Now

এরকমই প্রতিমাসে ১৪,০০০ টাকা জমা করেন, তাহলে ৬.৭০ শতাংশ সুদের হার অনুযায়ী ৫ বছর পর সুদ সমিত মোট ৯,৯৯,১২২ টাকা রিটার্ন পাবেন। অর্থাৎ, ৫ বছরে আপনি মোট ১,৫৯,১১২ টাকা সুদ পাবেন। তাহলেই আপনি পোস্ট অফিসের RD স্কিম থেকে প্রায় ১০ লক্ষ টাকা পেতে পারেন।

আপনার নিকটবর্তী পোস্ট অফিসে গিয়ে আপনি এই স্কিমের জন্য একাউন্ট খুলতে পারেন। এরজন্য আপনাকে আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট সাইজ ফটো এবং অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র নিয়ে যেতে হবে। তারপর পোস্ট অফিস থেকে RD স্কিমের ফর্ম নিয়ে সেটা পূরণ করে জরুরি ডকুমেন্ট সহ জমা করলেই হবে।

আরও পড়ুন: Radhika-Ananta Weeding: রাধিকা অনন্তর শুভ আশীর্বাদের অনুষ্ঠানে উপস্থিত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, নব দম্পতিকে করলেন আশীর্বাদ

About Author
Ankana Chowdhury

নমস্কার আমার নাম অঙ্কনা চৌধুরী। আমি বিগত দু'বছর ধরে ডিজিটাল মিডিয়াতে কাজের সঙ্গে যুক্ত রয়েছি। এই দু বছরে আমি বিভিন্ন ধরনের বিষয়ের উপরে জেনারেল নিউজ লিখেছি। এবং বর্তমানে আমি অনেকটাই কাজ শিখে এই জেনারেল নিউজ লেখায় নিজেকে সাবলীল করে তুলেছি। এই কয়েক বছরে আমার অভিজ্ঞতা ভীষণই ভালো।