লেটেস্ট খবর বিনোদন অফবিট রাশিফল পশ্চিমবঙ্গ ভারত খেলা চাকরি টাকা পয়সা টেক আবহাওয়া পলিসি

PM Surya Ghar Muft Bijli Yojana: টাকা খরচ করে নয় বরং ফ্রিতে মিলবে বিদ্যুৎ, নতুন প্রকল্প উদ্বোধন করলো কেন্দ্রীয় সরকার !!

Updated on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

PM Surya Ghar Muft Bijli Yojana: দিনের পর দিন বিদ্যুতের দাম (Electricity Price) বাড়ছে, আর সেই সঙ্গে সাধারণ মানুষের বিলের বোঝাও (Electricity Bill Burden) ক্রমেই বেড়ে চলেছে। শুধু শহর নয়, গ্রামের মানুষের ক্ষেত্রেও বিদ্যুতের ব্যয় বাড়তি চাপ তৈরি করছে। আর এই সমস্যার সমাধান কীভাবে করা যায়, তা নিয়ে বহুদিন ধরেই ভাবনাচিন্তা চলছিল। বর্তমান সময়ে বিদ্যুৎ ছাড়া জীবন কার্যত অচল। তবে যদি বলা হয়, বছরভর নিরবিচারে বিদ্যুৎ ব্যবহার করলেও আপনাকে বিল মেটাতে হবে না? শুনতে অবিশ্বাস্য লাগলেও বাস্তবে এমনই এক অভিনব প্রকল্প এনেছে কেন্দ্রীয় সরকার (Central Government)।

আজকের দিনে সবার বাড়িতেই একাধিক ইলেকট্রনিক্স ডিভাইস (Electronic Devices) রয়েছে, যা বিদ্যুৎ খরচ বাড়িয়ে তোলে। কিন্তু অনেকেই মাসের শেষে বিশাল বিল দেখে চিন্তায় পড়ে যান। তাই এই সমস্যার সমাধানে সরকার এমন এক পরিকল্পনা এনেছে, যার ফলে শুধু বিনামূল্যে বিদ্যুৎ (Free Electricity) পাওয়া যাবে না, বরং বিদ্যুৎ উৎপাদন করেও উপার্জন করা সম্ভব হবে। এই প্রকল্পের সুবিধা কীভাবে পাওয়া যাবে? কী কী নিয়ম রয়েছে? চলুন, ধাপে ধাপে জেনে নেওয়া যাক।

নরেন্দ্র মোদি সরকারের বড় ঘোষণা

দেশজুড়ে সৌরশক্তি (Solar Power) ব্যবহারে উৎসাহ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) চালু করেছেন ‘প্রধানমন্ত্রী সূর্য ঘর: মুফত বিজলি যোজনা’ (PM Surya Ghar Muft Bijli Yojana)। ২০২৪ সালের ১৩ ফেব্রুয়ারি এই প্রকল্প চালু হওয়ার পর থেকে বিপুল জনপ্রিয়তা পেয়েছে। সূত্রের খবর, ইতিমধ্যেই ১০ লক্ষেরও বেশি পরিবার এই প্রকল্পের আওতায় এসেছে। কেন্দ্রীয় সরকারের মতে, এই প্রকল্পের মাধ্যমে গ্রাহকরা বছরে গড়ে ১৮ হাজার টাকা পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করতে পারবেন।

কীভাবে আবেদন করবেন?

যাঁরা এই প্রকল্পের সুবিধা পেতে চান, তাঁদের অনলাইনে আবেদন করতে হবে। এর জন্য https://pmsuryaghar.gov.in ওয়েবসাইটে গিয়ে রাজ্য (State), বিদ্যুৎ সংস্থা (Electricity Provider) এবং গ্রাহক নম্বর (Consumer Number) দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। একবার আবেদন মঞ্জুর হলেই ছাদে সৌর প্যানেল (Solar Panel) বসানোর অনুমোদন মিলবে। এই প্যানেল থেকে উৎপন্ন বিদ্যুৎ বাড়িতেই ব্যবহার করা যাবে, আর চাইলে অতিরিক্ত বিদ্যুৎ বিক্রিও (Sell Electricity) করা যাবে। এছাড়াও, সরকারের পক্ষ থেকে ৩০ দিনের মধ্যে ভর্তুকির টাকা (Subsidy Amount) গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে (Bank Account) পাঠিয়ে দেওয়া হবে।

ভর্তুকি ও ঋণের সুবিধা

এই প্রকল্পের আওতায় ১ কিলোওয়াটের (1 kW) জন্য ৩০ হাজার টাকা, ২ কিলোওয়াটের (2 kW) জন্য ৬০ হাজার টাকা এবং ৩ কিলোওয়াটের (3 kW) জন্য ৭৮ হাজার টাকা পর্যন্ত ভর্তুকি (Subsidy) দেওয়া হবে। সাধারণত ১ কিলোওয়াট ক্ষমতার সৌর প্যানেল বসাতে খরচ পড়ে ৯০ হাজার টাকা (₹90,000), আর সর্বোচ্চ ৩ কিলোওয়াটের জন্য খরচ হবে ২ লক্ষ টাকা (₹2,00,000)। এছাড়াও, সরকার ৭ শতাংশ সুদে (7% Interest Rate) ঋণের (Loan) ব্যবস্থাও করেছে, যাতে গ্রাহকরা সহজেই এই প্রকল্পের সুবিধা নিতে পারেন। অর্থাৎ, এখন বিদ্যুতের বাড়তি খরচের চিন্তা ছেড়ে দিয়ে এই প্রকল্পে অংশ নিলে একদিকে বিদ্যুৎ বিল কমবে, অন্যদিকে আয়ও করা যাবে। 

আরও পড়ুন। BSNL 5G SERVICE: এবার Jio এবং Airtel-কে টেক্কা দিতে 5G নিয়ে আসছে BSNL, কিছুদিন পর থেকেই গ্রাহকরা পাবেন পরিষেবা !!

About Author