লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

PM Mudra Loan Scheme: চাইলেই মিলবে ৫০ হাজার টাকা! হাতছাড়া করবেন না কেন্দ্রীয় সরকারের এই সুযোগ! জেনে নিন আবেদন পদ্ধতি

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

PM Mudra Loan Scheme: জনগণের সরকার, ভোট দিয়ে পছন্দের সরকার গঠন করেন সাধারণ মানুষ। আর জনগণের জন্য নানান রকম জন্মুখী প্রকল্পের ডালি সাজিয়ে রাখে কেন্দ্র থেকে রাজ্য সরকার। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নানান প্রকল্প রয়েছে যার সুবিধা ভোগ করে কোটি কোটি মানুষ। চিকিৎসা হোক কিংবা শিক্ষা জরুরি ভিত্তিতে মোটা অংকের অর্থে প্রয়োজন সকলের। অনেকেই এই অর্থের জন্য ঋণ নিয়ে থাকেন। ঠিক তেমনভাবে জনগণের সুবিধার জন্য ঋণ দিয়ে থাকে কেন্দ্র সরকার। যার নাম PM মুদ্রা ঋণ প্রকল্প। সম্প্রতি এই প্রকল্প চালু করেছে কেন্দ্রীয় সরকার। যেকোনো জরুরী পরিস্থিতি তৈরি হলেই দশ লাখ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য পাওয়া যাবে। লোনের মাধ্যমে এককালীন এই টাকা দেওয়া হবে। প্রধানমন্ত্রী মুদ্রার ঋণ যোজনার অধীনে তিন ধরনের ঋণ দেওয়া হয়ে থাকে। তবে ঋণের পরিমাণ বিভিন্ন ক্ষেত্রে আলাদা আলাদা হয়ে থাকে। যেমন প্রথমেই রয়েছে

PM Mudra Loan Scheme:

◆ শিশু ঋণ:

শিশুদের জন্য রয়েছে এই ঋণ। ঋণের বরাদ্দ পঞ্চাশ হাজার টাকা। কেউ যদি অল্প ঋণ নিয়ে ব্যবসা শুরু করতে চান শিশুর নামে তবে করতে পারেন।

◆ কিশোর ঋণ:

কিশোরদের জন্য সর্বনিম্ন ৫০ হাজার থেকে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নেওয়া যেতে পারে। এইসব কিশোর যারা মাঝারি আকারের ব্যবসা শুরু করবেন তারা এই ঋণ নিয়ে বিনিয়োগ করতে পারেন।

◆ তরুণ ঋণ:

তরুণ সমাজ যারা এই সরকার গঠনে বিশেষ ভূমিকা নিয়ে থাকে তাদের জন্য ঋণ দিয়ে থাকে কেন্দ্র সরকার। সর্বনিম্ন ৫ লক্ষ এবং সর্বোচ্চ ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণের সুবিধা নিতে পারেন তারা। ব্যবসার সম্প্রসারিত করার জন্য এই ঋণ নেওয়া যেতেই পারে।

WhatsApp Group Join Now
◆ প্রয়োজনীয় নথি:
  • পাসপোর্ট সাইজের ছবি
  • পাসপোর্ট
  • ভোটার আইডি
  • আধার কার্ড
  • ড্রাইভিং লাইসেন্স
  • প্যান কার্ড
  • ইউটিলিটি বিল
  • KYC নথি প্রয়োজন
  • কাস্ট সার্টিফিকেট থাকলে তার প্রমাণ দেখাতে হবে
  • বিগত ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট
  • ব্যবসার ঠিকানা
  • ব্যাংক কিংবা NFBC দ্বারা প্রয়োজনীয় অন্যান্য নথি।

মুদ্রা ঋণ প্রকল্পে কিশোর এবং তরুণ ঋণ প্রকল্পের আবেদন পত্র এক রকম হলেও শিশুদের জন্য কিছুটা আলাদা।

আরও পড়ুন: Rachna Banerjee: হতে পারেননি ভালো মা! বিপুল ভোটে জয়ী রচনা ব্যানার্জী! তবুও মাতৃত্ব নিয়ে কীসের আফসোস অভিনেত্রীর?

◆ আবেদন পদ্ধতি:

প্রথমে পিএম মুদ্রা লোন অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এরপর হোম পেজ থেকে যে লোন নিতে চান তার অপশন বেছে নিতে হবে। যেকোনো একটি অপশনে ক্লিক করলে খুলে যাবে আবেদন পত্র। সেখান থেকে পিএম মুদ্রা লোন স্কিমের আবেদনপত্র ডাউনলোড করুন। সমস্ত প্রয়োজনীয় নথি জুড়ে দিন। নিকটবর্তী ব্যাংকে সব তথ্য গিয়ে জমা দিতে হবে। এরপর ব্যাংক কর্মীরা আবেদন অনুমোদন করলে এই ঋণ প্রকল্পের সুবিধা পেতে পারেন।

About Author
Neha Basu

বিগত প্রায় ২ বছর ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। যে কোনো ধরনের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।