Ekchokho.com 🇮🇳

PM Kisan Yojana: কবে ঢুকবে পিএম কিশানের ২০তম কিস্তির টাকা? কীভাবে করবেন স্ট্যাটাস চেক! জানুন বিস্তারিত

PM Kisan Yojana: ভারতের সাধারণ মানুষের কল্যাণের জন্য একাধিক আর্থিক ও সামাজিক প্রকল্প শুরু করেছে মোদি সরকার। বিশেষ করে দেশের কৃষকদের জন্য নানা জনকল্যাণমূলক প্রকল্প শুরু করা হয়েছে। এর মধ্যে অন্যতম ও সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হলো প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা (PM Kisan Yojana)। এই প্রকল্পের অধীনে প্রতি বছর কৃষকরা ...

Published on:

PM Kisan Yojana

PM Kisan Yojana: ভারতের সাধারণ মানুষের কল্যাণের জন্য একাধিক আর্থিক ও সামাজিক প্রকল্প শুরু করেছে মোদি সরকার। বিশেষ করে দেশের কৃষকদের জন্য নানা জনকল্যাণমূলক প্রকল্প শুরু করা হয়েছে। এর মধ্যে অন্যতম ও সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হলো প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা (PM Kisan Yojana)। এই প্রকল্পের অধীনে প্রতি বছর কৃষকরা বছরে ৬০০০ টাকা করে পেয়ে থাকেন অর্থাৎ তিনটি কিস্তিতে ২০০০ টাকা করে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়।

জানুন, পিএম কিষানের (PM Kisan Yojana) ২০তম কিস্তির সম্ভাব্য তারিখ: Know the possible date of the 20th installment of PM Kisan Yojana:

ইতিমধ্যে ফেব্রুয়ারি মাসে এই প্রকল্পের ১৯তম কিস্তির টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়েছে। আপাতত ২০তম কিস্তির টাকা ঢোকার কথা আছে জুন মাসে। যদিও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তারিখ ঘোষণা করা হয়নি সরকারের তরফে। পূর্ববর্তী কিস্তির সময় অনুযায়ী অনুমান করা হচ্ছে জুন মাসে ২০তম কিস্তির টাকা ঢুকতে পারে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
🌾 কিস্তি📅 সম্ভাব্য তারিখ🏦 স্টেটাস
১৯তম কিস্তিফেব্রুয়ারি ২০২৫স্থানান্তর সম্পন্ন
২০তম কিস্তিজুন ২০২৫ (সম্ভাব্য)আসন্ন

অবশ্যই দেখবেন: কৃষক বন্ধু প্রকল্পে নতুন সুবিধা ২০২৫

জানুন, কিস্তি পাওয়ার জন্য কি কি আবশ্যক? Know what is required to receive installments For PM Kisan Yojana?

২০তম কিস্তি পাওয়ার জন্য কৃষকদের নিম্নলিখিত কিছু কাজ সম্পন্ন করতে হবে। যেমন

  • e-KYC সম্পন্ন করা: সকল উপভোক্তাদের e-KYC সম্পন্ন করতে হবে। নচেৎ কিস্তির টাকা থেকে তারা বঞ্চিত হবেন।
  • ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর সংযুক্ত করা: উপভোক্তার আধার নম্বর ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত না থাকলে কিস্তি পাওয়া যাবে না।
  • জমির রেকর্ড আপডেট: জমির মালিকানার রেকর্ড সঠিকভাবে আপডেট রাখা জরুরি।
  • সক্রিয় ব্যাংক অ্যাকাউন্ট: উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সক্রিয় থাকতে হবে।
🔎 প্রয়োজনীয়তা📌 বিবরণ
e-KYCবাধ্যতামূলক, না করলে টাকা বন্ধ
আধার-ব্যাঙ্ক লিঙ্কআধার নম্বর ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত থাকতে হবে
জমির রেকর্ডসঠিকভাবে আপডেট থাকতে হবে
সক্রিয় ব্যাঙ্ক অ্যাকাউন্টনিষ্ক্রিয় হলে টাকা জমা হবে না

অবশ্যই দেখবেন: Krishak Bandhu Scheme: মাত্র ১ বার আবেদন করলেই পাবেন ₹২ লক্ষ! কৃষকদের জন্য বড় সুখবর 

জেনে নিন, e-KYC সম্পন্ন করার পদ্ধতি: Find out how to complete e-KYC For PM Kisan Yojana:

অনলাইনে e-KYC অনলাইনে সম্পন্ন করতে চাইলে কৃষকদের প্রথমে pmkisan.gov.in ওয়েবসাইটে যেতে হবে। এরপর ‘e-KYC’ বিকল্পে ক্লিক করে ১২-সংখ্যার আধার নম্বর দিতে হবে। এরপর আধারের সঙ্গে সংযুক্ত মোবাইল নম্বরে প্রাপ্ত OTP দিয়ে ‘Submit’ অপশনে ক্লিক করে e-KYC সম্পন্ন করতে হবে। অফলাইনে e-KYC সম্পন্ন করার জন্য উপভোক্তাদের নিকটস্থ কমন সার্ভিস সেন্টারে (CSC) গিয়ে বায়োমেট্রিক যাচাইকরণ করতে হবে।

জানুন, কীভাবে কিস্তির স্ট্যাটাস চেক করবেন? Know how to check the installment status For PM Kisan Yojana?

কিস্তির স্ট্যাটাস চেক করতে নিম্নলিখিত কিছু পদ্ধতি অনুসরণ করতে হবে। এর জন্য প্রথমে pmkisan.gov.in ওয়েবসাইটে যেতে হবে। এরপর ‘Farmer’s Corner’ সেকশনে “Beneficiary Status”-এ ক্লিক করতে হবে। এরপর নিজের আধার নম্বর, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর বা মোবাইল নম্বর দিয়ে ‘Get Data’ অপশনে ক্লিক করে স্ট্যাটাস দেখতে হবে।

  1. ➤ যান www.pmkisan.gov.in

  2. ➤ “Farmer’s Corner”-এ যান

  3. ➤ “Beneficiary Status”-এ ক্লিক করুন

  4. ➤ আধার, অ্যাকাউন্ট বা মোবাইল নম্বর দিয়ে ‘Get Data’ চাপুন

  5. ➤ স্ক্রিনে দেখা যাবে আপনার কিস্তির স্ট্যাটাস

জানুন, নতুন কৃষকদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া: Know the registration process for new farmers:

  • নতুন কৃষকরা এই প্রকল্পে রেজিস্ট্রেশন করতে চাইলে নিম্নলিখিত কিছু ধাপ অনুসরণ করতে হবে।
  • এর জন্য প্রথমে pmkisan.gov.in ওয়েবসাইটে গিয়ে ‘New Farmer Registration’ অপশনে ক্লিক করতে হবে।
  • প্রয়োজনীয় তথ্য যেমন নাম, জন্মতারিখ, ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিবরণ, আধার নম্বর, মোবাইল নম্বর এবং জমির মালিকানার দলিল আপলোড করতে হবে।
  • এরপর ‘Submit’ অপশকে ক্লিক করে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
ধাপবিবরণ
www.pmkisan.gov.in ওয়েবসাইটে যান
‘New Farmer Registration’ সিলেক্ট করুন
নাম, আধার, মোবাইল, অ্যাকাউন্ট ও জমির তথ্য দিন
ডকুমেন্ট আপলোড করে Submit করুন

 

অবশ্যই দেখবেন: Krishak Bandhu Scheme: মাত্র ১ বার আবেদন করলেই পাবেন ₹২ লক্ষ! কৃষকদের জন্য বড় সুখবর – কৃষক বন্ধু প্রকল্পে নতুন সুবিধা ২০২৫

প্রসঙ্গত উল্লেখ্য, e-KYC সম্পন্ন না করলে এই প্রকল্পের কিস্তি পাবেন না কৃষকরা। শুধু তাই নয় ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর সংযুক্ত না থাকলেওর কিস্তি স্থগিত হতে পারে। জমির রেকর্ডে ভুল থাকলে কিস্তি পাওয়া যাবে না।ব্যাংক অ্যাকাউন্ট সক্রিয় না থাকলে কিস্তি স্থানান্তর করা হবেনা।

ভারতীয় কৃষকদের আর্থিক সহায়তার ক্ষেত্রে PM-KISAN যোজনা একটি গুরুত্বপুর্ণ প্রকল্প। এই প্রকল্পের ২০তম কিস্তি পাওয়ার জন্য উপরিউক্ত নির্দেশিকা অনুসরণ করে প্রয়োজনীয় কাজগুলি সম্পন্ন করা প্রয়োজন। তবে কোনো সমস্যা হলে, নিকটস্থ CSC সেন্টারে যোগাযোগ করতে হবে বা pmkisan.gov.in ওয়েবসাইটে বিস্তারিত তথ্য দেখতে হবে।

How to check PM Kisan status onlineHow to update land records PM KisanNew farmer registration PM KisanPM Kisan 20th installment datePM Kisan Aadhaar linkPM Kisan beneficiary listPM Kisan e-KYCPM Kisan e-KYC online processPM Kisan installment date 2025PM Kisan official websitePM Kisan registrationPM Kisan status checkPM Kisan YojanaPM Kisan Yojana eligibility 2025আধার লিঙ্ক পিএম কিষানেকীভাবে পিএম কিষানের স্ট্যাটাস চেক করবেননতুন কৃষকদের রেজিস্ট্রেশন পদ্ধতি পিএম কিষানেপিএম কিষান ২০তম কিস্তির টাকা কবে আসবেপিএম কিষান e-KYCপিএম কিষান e-KYC অনলাইনে করবেন কীভাবেপিএম কিষান অফিসিয়াল ওয়েবসাইটপিএম কিষান প্রকল্পের যোগ্যতাপিএম কিষান যোজনাপিএম কিষান রেজিস্ট্রেশনপিএম কিষান সুবিধাভোগী তালিকাপিএম কিষান স্ট্যাটাস চেকপিএম কিষানে জমির রেকর্ড কীভাবে আপডেট করবেনব্যাঙ্ক অ্যাকাউন্টে পিএম কিষান কিস্তির টাকা ঢুকছে না কেন